![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এগুলো আসলে একটু কৌশল অবলম্বনের বিষয়।
চলতে-ফিরতে এসব ছোট-খাট বিষয়ে একটু কৌশল অবলম্বন করতে হয়।
কোনো সামাজিক অনুষ্ঠান, বাইরে কোথাও অথবা ভার্চুয়াল জগতে কম পরিচিত বা স্বল্প পরিচিত কারো
“ফোন নম্বর পেতে পারি?” প্রশ্নের উত্তরে কি করবেন?
যদি মনে করেন তার সাথে ফোনে যোগাযোগ করবার প্রয়োজন, ইচ্ছে বা আগ্রহ আপনার নেই,
সুন্দর ও ভদ্রভাবে সেটি তাকে বুঝিয়ে বলুন, তাকে কি বোঝানো যায়না?, হ্যাঁ যায়,
প্রথমে একটা কথা না বললেই নয়- এই প্রযুক্তির যুগে আমার ফোন নেই কিংবা আমি মোবাইলে কারও সাথে কথা বলি না, এই জাতীয় কথা বলা মিথ্যে বলারই নামান্তর। শুধু শুধু আপনি মিথ্যা কথা বলে নিজের ব্যক্তিত্বকে ছোট করবেন না। তাই এই সমস্ত কথা না-বলাই ভাল। ভার্চুয়াল জগতেও যদি কম পরিচিত বা স্বল্প পরিচিত কেউ বলে ফেলে
“আপনার ফোন নম্বরটা পেতে পারি?” সে ক্ষেত্রে কি করবেন? অবশ্যই ভদ্রতা অবলম্বন করুন।
আর এর কারণ, যে ব্যক্তি অাগ্রহ নিয়ে আপনার ফোন নাম্বারটি চেয়েছেন, হয়ত আপনার প্রতি তিনি ইমপ্রেস্ড হয়েছেন কিংবা আপনার ব্যক্তিত্বকে বা অন্য কোন কিছু দেখে তিনি মুগ্ধ হয়েছেন কিংবা অন্য যে কোন কারণে তিনি আপনাকে পছন্দ করেছেন, আপনার এই ধরণের কথা শুনে তিনি হার্ট হতে পারেন। তৎক্ষণাৎ আপনার প্রতি একটা নেগেটিভ ধারণাও পোষণ করতে পারেন। যা একদম ঠিক নয়।
তাই কেউ ফোন নাম্বার চাইলে, যদি ফোন কিংবা মোবাইল আপনি ব্যবহার করে থাকেন তাহলে তাকে নাম্বার দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এতে ঐ ব্যক্তি খুশিই হবেন, আপনাকে সে অহংকারী কিংবা এ জাতীয় কিছূ মনে করবে না, যদিও ঐ ব্যক্তিকে আপনি অপছন্দ করে থাকেন তবুও না। তবে এক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে পারেন।
১. আপনি ভিজিটিং কার্ড ব্যবহার করলে সেই কার্ড কখনই দিতে যাবেন না। কার্ড চাইলে হাসিমুখে এড়িয়ে যাবার চেষ্টা করুন। বরং ফোন নাম্বারটিই তাকে দিন। এতে তিনি কিছু মনে করবেন না।
২.পরিচিত নাম্বার ছাড়া আন-নোন নাম্বার ইনকামিং কল রিসিভ না করাই ভালো। অাপনি যে আন-নোন নাম্বার ইনকামিং কল রিসিভ করেননা, এটি তাকে বলতে যাবেন না, তবে বেশী বিরক্ত হলে ব্লক করে রাখতে পারেন। তবে এটা ভদ্রতার আন্তর্ভুক্ত নয়।
পরে যদি কোনদিন দেখা হয় বলে দিবেন অাপনি আন-নোন নাম্বার ইনকামিং কল রিসিভ করেননা।
৩.ভার্চুয়াল জগতেও যদি চায় অর্থাত, অাপনি যদি দেশে থাকেন আর উনি যদি বিদেশে থাকে অথবা অাপনি যদি বিদেশে থাকেন আর উনি যদি দেশে থাকেন, তবে এক্ষেত্রে অবশ্যই ভদ্রতা অবলম্বন করুন। সুন্দরভাবে সেটি তাকে বুঝিয়ে বলুন, "দেখুন কিছু মনে করবেন না আমার কিছু সমস্যা আছে আমি আসলে আমার নম্বরটি দিতে চাচ্ছিনা"। ভার্চুয়াল জগতে যতটুকু পারেন কম যোগাযোগের চেষ্টা করুন।
আর উনি যদি ভদ্র হয় তবে আর কখনোই আপনাকে বিরক্ত করবে না।
৪. বর্তমান যুগে অধিকাংশ ব্যক্তিই ২টা কিংবা তারও অধিক কেউ-কেউ সিমকার্ড ব্যবহার করেন। মোবাইলফোনগুলোও এখন সেভাবেই তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে আপনি ঐ ব্যক্তিকে আপনার ২য় সিম কিংবা যে সিমিট আপনি কম ব্যবহার করেন সেই নাম্বারটি দিন। এখানে প্রশ্ন আসতে পারে তাহলে ঐ ব্যক্তিকে নাম্বার দেওয়া আর না-দেওয়াটার মধ্যে পার্থক্য কি? অনেকেগুলো কারণের মধ্যে শুধূ একটাই বলি- ঐ ব্যক্তির সাথে আপনার কখনও যদি হঠাৎ করে দেখা হয়ে যায় এবং তিনি অভিযোগ করে বসেন- ''আপনাকে ফোন দিলে পাওয়া যায় না কিংবা আপনাকে ফোন দিলে ফোন ওঠান না কিংবা আপনার নাম্বার প্রায়ই বন্ধ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি'' তাহলে তাকে হাসিমুখে শুধু এটুকুই বলুন- ''প্রয়োজন ছাড়া মোবাইলে কথা বলা হয় কম, তাই মোবাইল প্রায়ই সাইলেন্স মুডে থাকে কিংবা বন্ধ থাকে।' এক্ষেত্রে তিনি আর কিছু মনে করবেন বলে মনে হয় না।
৫.ফোন নাম্বার দেয়া বা না দেয়ার ব্যাপারটি পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। কেননা আপনি নিজেই বুঝতে পারবেন অপর পাশের মানুষটি কি নির্ভরযোগ্য নাকি নির্ভরযোগ্য না। যদি আপনার মনে হয় তাকে বিশ্বাস করতে পারবেন তাহলে মোবাইল নাম্বার দেয়াতে অসুবিধা নেই। কেননা একটি মোবাইল নাম্বার নিয়ে সে কিইবা করতে পারবে। সেক্ষেত্রে সেকেন্ডারী মোবাইল নাম্বারটি দিতে পারেন যেটা কম ব্যবহার করেন। আর যদি মোবাইল নাম্বার দিতে না চান সেক্ষেত্রে নিম্নে বর্ণিত কিছু বাক্য ব্যবহার করতে পারেন:
ক). আমাদের মনে হয় আরো কিছুদিন নিজেদের ব্যাপারে জানা দরকার তারপর নাহয় না্ম্বার আদান-প্রদান করা যাবে।
খ). আপনি আপনার নাম্বারটি দিন, আমি সময় করে আপনাকে ফোন দিব।
গ).আপনার সেকরেটারী থাকলে তার সাথে যোগাযোগ করে দেখা করার জন্য বলতে পারেন, অতি জরুরী হলে।
ইত্যাদি ইত্যাদি...
লিখেছিলাম- ২১ আগস্ট ২০১৫
ব্লগটি অনেক অনেক দিন ধরে লিখবো লিখবো বলে ভাবছিলাম,প্রায় ১বছর হবে, কিন্তু লিখতে পারছিলাম না।
এগুলো অামার জীবনে ঘটেছে, আমার বন্ধুদের জীবনে ঘটেছে বলেই লিখতে পেরেছি, তা নয়তো লিখতে পারতাম না।
সবাইকে অনেক ধন্যবাদ অামার লেখা পড়ার জন্য।
২| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০
মাঘের নীল আকাশ বলেছেন: এই বুদ্ধিও যদি দিয়ে দিতে হয়...
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৫
শাহরিয়ার সনেট বলেছেন: ভাল আইডিয়া