![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মনে চাই তাই লিখি, লিখি সত্য নিয়ে, লিখি মিথ্যার বিরুদ্ধে।
বাঙালী বাঙালী ফুটানির কোথাও কোন কমতি নেই আমাদের। হ্যা, এই ফুটানি আমিও করতাম কিন্তু আর করব না। যদি এই বাংলায় রাজন হত্যার বিচার না হয় তাহলে আর কোন দিন নিজের পরিচয় বাঙালী হিসেবে দেব না, ইনশাআল্লাহ।
"এমন দেশ টি কোথাও খুজে পাবে নাকো তুমি" হ্যা আসলেই তো তাই। এই দেশেই হলমার্কের ৪ হাজার কোটি টাকা চুরির কোন বিচার হয়না, দেশে কালো বিড়াল রাতের আধারে গাড়ি ভর্তি টাকা চুরি করতে গিয়ে ধরা খাওয়ার পরে কোন বিচার হয়না, বনমন্ত্রীর পরিবেশ উন্নয়নের জন্য বরাদ্দ টাকা চুরিতে বিচার হয়না, তাজরিন ফ্যাশনে মানুষের পোড়া গন্ধের স্বাদ দুদিন পর ভুলে যাই, শাপলা চত্বরে হাজারো মুসলিমের রক্তে দিয়ে রাজপথে উল্লাস করি, রানা প্লাজায় হাজারও মৃতের মাতাল গন্ধে নেশা করি, নারীর সম্ভ্রম দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করি, ফেলানী হত্যার বিচার হয়না, মুসলিম দেশে থেকে নামমাত্ৰ মুসলমান নেতারা ইসলাম নিয়ে একের পর এক কটু কথার ঝড় তোলে, কই পাবেন এমন দেশ হা? যে দেশে নির্মম মৃত্যু থেকে বাঁচতে বিশ্বজিতের করুন কন্ঠ আমি হিন্দু হিন্দু বলে চিৎকার করে। ১৩ বছরের বাচ্চা রাজন মৃত্যুর আগে পানির জন্য কাতরাতে থাকে কিন্তু এক ফোটা পানি পায়না, পিপাসা নিয়েই তাকে মরতে হয়। এরকম অহরহ ঘটনা ঘটেছে, ঘটতেছে... কই পাবেন এমন দেশ?
একবুক দুঃখ নিয়ে কাকেই বা ধিক্কার দেব? আমরাও তো ওদেরই দলে, আমরাও বাঙালী। পার্থক্য এইটুকু যে কেউ কর্ম সাধন করে, কেউ নিরব দর্শক। আমরা তো মুখে মুখেই বলি, "চুপ থাকা সম্মতির লক্ষন"।
জানি রাজন হত্যা নিয়ে দু'দিন মিডিয়া খুব তোলপাড় করবে, মায়া মায়া ভাব দেখাবে, আবার নতুন খবরের জন্ম হবে, তখন এগুলো সব শিকায় তুলে নতুন খবরের পিছে দৌড়ঝাপ শুরু করবে। আর আইন?? আইনতো টাকার গোলাম, বছর ঘুরতে না ঘুরতেই রাজন হত্যার কেইস ফাইল কত ফাইলের নিচে চাপা পড়বে তার হিসেব নেই।
বিশ্বাস হচ্ছে না, তাই তো?? তাহলে মনে করে দেখুন র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিচার কাহিনি...
পরিশেষে একটা নিউজ পোর্টাল খবর দিয়ে শেষ করব, "রাজনকে পিটিয়ে হত্যায় খালেদা দায়ি। বলেছেন, হাছান মাহমুদ"
যাইহোক জাতির উন্নতি হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। নিরবে দাড়িয়ে জাতির উন্নয়নে এগিয়ে যাওয়া ডিজিটাল বাংলাদেশ দেখছি....
এমন-ই একটা লেখা গত ১৩ ই জুন ২০১৫ সোসিয়াল মিডিয়া ফেসবুকে প্রকাশ করেছিলাম। আজ দেখছি এই অধমের কথা সত্য হতে চলেছে। সবাই রাজন নামটা ভুলতে বসেছে। মিডিয়া অফ, সোসিয়াল সেলিব্রেটিরাও অফ। সবাই নিজে তো ভালো আছেন এটাই ভাগ্য, এই তো? আছেন শেষ মুহুর্তের ঈদ আয়োজন, টিভি অনুষ্ঠান নিয়ে। ক্রিকেট আর বজরোঙ্গী ভাইজান নিয়ে....
একবারও কি ভেবে দেখেছেন রাজনের সেই মা-বাপের কথা? কেমন কাটল তাদের ঈদ? কি হলো তার বিচার?
এই জন্যই বলি, আমরা বাঙালী জাতি। আমাদের আবেগ যতটা বেশি আবেগ ভুলে যাওয়ার প্রবনতাও ততটা বেশি। অর্থাৎ আমরা হুজুগে বাঙালী।
**কথাগুলো হঠাৎ জ্বলে উঠে নিভে যাওয়া বাঙালীর জন্য।
(৩১/০৭/২০১৫)
©somewhere in net ltd.