![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মনে চাই তাই লিখি, লিখি সত্য নিয়ে, লিখি মিথ্যার বিরুদ্ধে।
আমি মনে প্রানে বাঙালী না। ধরে নিন আমি রাজাকার। আমার পরিচয় আমি মাছ দিয়ে ভাত খেতে ভালবাসি। আপনারা তো খাঁটি বাঙালি, আমাকে একবার বলবেন কি যারা এই দেশের জন্য ভুমিকা রেখেছেন তাদের জন্য আপনারা কি করতে পেরেছেন? কিছুই করেননি।
হ্যা, মানছি তাদের যারা ক্ষমতায় বসেছেন তাদের কিছু ভুল ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় বসার পর কিছু দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহনের পর পররাষ্ট্র নীতি চেয়েছিলেন, এছাড়াও কিছু অন্যায় ছিল।
আমি তথ্যে যাবো না, যুক্তিতে যাবো। ধরে নিলাম তারা খারাপ কাজ করেছেন। কিন্তু তারা কি কোন ই ভাল কাজ করে নি? তারা কি বর্তমান রাজনীতির চেয়ে ভাল পরিবেশ বজায় রাখেন নি?
সর্বোপরি তাদের প্রত্যকের ভুমিকার জন্যই আপনারা এই স্বাধীন দেশে আজ রাজনীতি করতে পারছেন।
যেহেতু কাদা ছুড়াছুড়িটা বেশি আওয়ামিলীগ ও বিএমপি নিয়ে তাই তাদের কথা ই বলবো। সবাই জানে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু বা শহীদ জিয়া কতটা করেছেন। সবাই কি ৭ই মার্চের মুজিবের রক্ত গরম করা ভাষন ভুলে গেছেন? যুদ্ধের সময় জিয়ার কৃতিত্ত্বের কথা ভুলে গেছেন?
জানি কেউ ভোলেন নি, তবে রাজনীতির দাম্ভিকতা আপনাদের পশু করে দিয়েছে। আপনারা আছেন স্বাধীনতার ঘোষক কে এই নিয়ে। কেন? এ বিষয়তো সবার জানা জিয়াউর রহমান প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দেন। আমি আবারও বলছি, জিয়াউর রহমান ঘোষনা দেন, এটাও বলছি বঙ্গবন্ধুর পক্ষে।
এ নিয়ে এতো মত বিরোধের তো কিছু দেখি না। যেখানে তাদের নিজেদের ভিতর এই নিয়ে কোন কোন্দল ছিল না সেখানে আপনাদের এত্ত মাথা ব্যাথা কেন?
আপনারা তাদের জন্য কি করেছেন? শুধু নিজেদের নামের প্রসারের জন্য বাপের নামে বা স্বামীর নামে স্থাপনা গড়েছেন। তাও করেছেন নিজের নামকে বড় করার জন্য। আমি বুকে হাত রেখে বলতে পারি সুযোগ থাকলে এই সবকিছু নিজের নাম দিয়ে করতেন।
এতক্ষনে পাঠক বুঝে ফেলেছেন কথাগুলো কাদের উদ্দেশ্য। হ্যা, কথাগুলো ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করা আর মুক্তিযুদ্ধো নিয়ে বুলি দেওয়া হাসিনা ও খালেদাকে নিয়ে।
আপনাদের বলছি, আপনারা এই দেশের জন্য যা করেছেন তা হলো ক্ষমতার জন্য নিজের বাপের বা স্বামীর খুনিদের বড় চেয়ারে বসিয়েছেন। রাজাকারকে করেছেন মুক্তিযোদ্ধা। কতগুলো আহম্মককে সঙ্গে করে রাজনীতিতে বসেছেন। ফলাফলে কাদা ছোড়াছুড়ি।
হ্যা, এই রাজনীতির কাদা ছোড়াছুড়ি ই করেছেন। জনগনের গায়ে আগুন ঢেলে দিয়েছেন। নিজেদেরকে নিজেরা ট্রোল করেছেন। এটাই কি চেয়েছিল আপনার বাপ বা আপনার স্বামী? এটাই কি চেয়েছিল মুজিব অথবা জিয়া?
আপনারা তাদের চাওয়া পাওয়া পুরোন করতে পারেন নি। আপনারা নিজেদের চাওয়া পাওয়া পুরোন করেছেন। রাজনৈতিক ক্ষমতা চেয়েছেন।
আপনাদের ভিতরতো স্বজনপ্রীতিও নেই। না পেরেছেন বাপ-স্বামীর ইচ্ছা পুরোন করতে, না পেরেছেন ক্ষমতার সৎ ব্যবহার করতে। অথচ আপনারা যা করছেন সেগুলোকেই তাদের স্বপ্ন বলে চালিয়ে দিয়েছেন।
তাহলে কি আমি বলব আমার স্থান আর আপনাদের স্থান অভিন্ন। আপনারাও রাজাকার!!
আসুন, ভালোর পথে আসুন। দুইজনে এক টেবিলে বসে চা খেতে খেতে রাজনীতির আলাপ করুন। জনগনের কল্যানের কথা ভাবুন। দেখবেন বঙ্গবন্ধু বা শহীদ জিয়ার স্বপ্ন পুরোন হবে। দেখবেন জনগন আপনাদেরকে মাথায় তুলে নাচবে। তখন আর মিথ্যা বলা লাগবে না "জনগন আমাদের পাশে আছে"।
(১৫/০৮/২০১৫)
©somewhere in net ltd.