নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের রঙ বদলায় মন বদলায় না ...

সাদা মাটা

সাদা মাটা › বিস্তারিত পোস্টঃ

একটি ছোট্র সুইসাইডাল নোট.....

১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৩

লক্ষীনারায়নপুর ষ্টেশন ।

কিছুক্ষন পরই আসবে রাতের শেষ ট্রেন । তেমন ব্যাস্ততা নেই । পাশের সীটে বসে আছে এক মাঝ বয়সি মহিলা ।সাথে থাকা ছোট্র মেয়েটি মনে হয় তার।মেয়েটি বেণী করেছে ।তাকে দেখতে খুব সুন্দর লাগছে ।মেয়েটি হাসলে গালে টোল পড়ে ।ইচ্ছে করছে তার গাল টিপে দিতে....

না , আমি এখন কারো মায়ায় বন্ধি হতে চাইনা । একটু পরেইতো শেষ হয়ে যাবে এই পৃথিবীর লেনাদেনা ! আশেপাশের মানুষগুলো দেখে মনে হচ্ছে খুব শীত পড়ছে অথচ আমার তা মনে হচ্ছেনা....

একটু পরেই সুইসাইড করবো...

কেন করবো ?



আমি একটি মেয়েকে ভালোবেসে ছিলাম ।এই মূহুর্তে তার নাম মনে পড়ছেনা অবশ্য মনে করার চেষ্টাও করছিনা ।কারন সে আমার কাছে নেশার মত ! যখন ব্রেন তাকে ধারন করে সবকিছু ভূলে যাই ।পৃথিবী তখন তার সুন্দর রুপটি ছড়িয়ে দেয়.....

হুম এইটুকু মনে পড়ছে তার নামটা আমার খুব কাছের এক বন্ধুর প্রেমিকার নামে.......

তবে মেয়েটা অতোটা সুন্দরী নয় ।চোখের দেখায় তাকে যেমন দেখাক না কেন আমার কাছে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপটি.....

তবে আমি তার প্রেমে পড়েছি অন্য কারনে ...

বলছি...

প্রথম প্রথম আমি তাকে এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছিলাম ।বাজিয়ে দেখতে চেয়েছিলাম সে কেমন !

কিন্তু হায় বিধিবাম ! আমি তার মায়ায় বন্ধি হয়ে যাই ।

ভালবাসার বিষ মাখা তীরটা মেরেছিলাম তার হৃদয়ে তবে সেটা ফিরে এসে বিঁধলো আমার হৃদয়ে...

নিজের পায়ে নিজে কুড়াল মারা আর কি !

হাসি ঠাট্রা মজা করা থেকে প্রেম হয়ে গেল ।চলছিলো ভালই কিন্তু একটা সম্পর্ক তখনি নড়বড়ে হয়ে যায় যখন সম্পর্কের ভবিষ্যত খোঁজা হয়....

যেখানে এক সেকেন্ড বেঁচে থাকার গ্যারান্টি নাই সেখানে ভবিষ্যত দিয়ে কি করবো ?

অতঃপর এই নড়বড়ে সম্পর্কের বোঝা নিয়ে চলে যাচ্ছি....

এই যে ট্রেন আসছে......



**আত্বহুতি কোন সমাধান নয় ।এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অনেক উপাদান আছে....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

নির্মলেন্দু পোদ্দার বলেছেন: নিজের জন্য বাচতে গেলেই মরণ..... অন্যের জন্য বাচুন....... তখন মরণ বড়ই তুচ্ছ..... আপনার জীবনটা শুধু আপনার নয়..... কেনই বা মরবো....সে আমাকে ভুলে যদি সুখী হয় তাহলে আমি কেন পারবো না?????

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

সাদা মাটা বলেছেন: ধন্যবাদ নির্মলেন্দু পোদ্দার ব্রো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.