![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।
হরতালে তাল নাই
নাই সুর ছন্দ,
হরতালে ভালো নাই
আছে শুধু মন্দ।
দেশ যায় রসাতলে
বাড়ে খুনোখুনি,
চারদিকে রাজাকারের
শুনি জয়ধ্বনি।
সবুজের বুকে কেন
রাজীবের রক্ত?
এই কথা সেই কথা
বোঝা বড় শক্ত।
দেশের মাটি দেশের ঘাটি
সবই ভালবাসি,
তাইতো চাই মনে প্রাণে
রাজাকারের ফাঁসি ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
পদ্ম (কমল দাস) বলেছেন: েকউ পাঠ করেন্নি।