নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঋণহীন বন্ধুত্ব চাই

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক

পদ্ম (কমল দাস)

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।

পদ্ম (কমল দাস) › বিস্তারিত পোস্টঃ

১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে বিটিআরসিঃ আপনার মত কি?????

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণার অভিযোগে ১২ টি ব্ল¬গ ও ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা বিডি- সিএসআইআরটি।



বিডি- সিএসআইআরটি বরাতে জানা গেছে, আপত্তিকর প্রচারণার জন্য যে সব ফেসবুক পেজ এবং ব্লগগুলো বন্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সোনার বাংলা, বাঁশের কেল্লা, ধর্ম করি।

‘বিডি- সিএসআইআরটি’- এর আহ্বায়ক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) - এর ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ জানিয়েছেন, সমাজ, রাজনীতি , আপত্তিকর বক্তব্য থাকায় এসব ব্লগ ও ওয়েবসাইটগুলো বন্ধের জন্য তাঁরা বিটিআরসি’র কাছে সুপারিশ করেছেন। আপত্তিকর ব্লগ ও ওয়েবসাইটের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

গিয়াসউদ্দিন আহমদের ভাষ্য, ‘দেশের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আমরা সুপারিশ করেছি, কোন ধরনের রাজনৈতিক বিবেচনায় নয়।’ এক খবরে জানিয়েছে বাসস।



বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১২ সালের ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (বিডি- সিএসআইআরটি) গঠন করে।

বিটিআরসি’র ভাইস- চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের ‘বিডি- সিএসআইআরটি’ বিভিন্ন ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এবং ক্ষেত্র বিশেষে টেলিকম অ্যাক্ট অনুসারে ব্যবস্থা গ্রহণ করে।



সূত্রঃ প্রথম আলো।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: সোনার বাংলা,বাশের কেল্লা ও ধর্মকারী পেজগুলো দেরীতে হলেও বন্ধ করায় সরকার আন্তরিক ধন্যবাদ।এগুলো আরো আগেই বন্ধ করার দরকার ছিলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

পদ্ম (কমল দাস) বলেছেন: বাস্তবিকই সত্যি বলেছেন। সরকারের আরও আগে পদক্ষেপ নেয়া উচিত ছিল।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সরোজ রিক্ত বলেছেন: ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণার অভিযোগ !!

স্ক্রিনশট তো সব সামহোয়ারইন ব্লগের।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সোজা আঙ্গুল বলেছেন: সবার আগে বন্ধ করা দরকার ছিলো এই এইটা . . .

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

তন্দ্রামোহ বলেছেন: সরকারের নীতি হলো আমার পক্ষ নিয়ে খারাপ কাজ কর কিন্তু বিরোধীতা কোরো না।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: সোনার বাংলা,বাশের কেল্লা ও ধর্মকারী পেজগুলো দেরীতে হলেও বন্ধ করায় সরকার আন্তরিক ধন্যবাদ।এগুলো আরো আগেই বন্ধ করার দরকার ছিলো।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

শোয়াইব আহেমদ বলেছেন: ধর্মকারী ত ভাই বন্ধ হয়নি। এই মাত্র ভিজিট করে এলাম।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: বাঁশের কেল্লা পেইজ ও গ্রুপ দুইটাই তো আছে ভাই !!!!! B:-) B:-) B:-)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: আরে ব্লগ এবং সাইট বন্ধ তো আমাদের সাইবার যোদ্ধারা করতে পারে। মানে হ্যাক করতে পারে। এইডা কিছু হইলো?
এদের আইনের আওতায় এনে বিচার না করে এদের সাইট ব্লক মারলে কি এদের বন্ধ করা যাবে?

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
ব্লগ এবং ওয়েবসাইট বন্ধ করা সম্ভব।

কিন্তু FB পেজ বন্ধ করা কি সম্ভব?

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

মেহের আবদুল্লাহ বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণার অভিযোগ !!

স্ক্রিনশট তো সব সামহোয়ারইন ব্লগের।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

ওমেগা পয়েন্ট বলেছেন: ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণার অভিযোগ !! স্ক্রিনশট তো সব সামহোয়ারইন ব্লগের। ;)

সোনার বাংলা আর বাঁশের কেল্লাতো শাহভাগিদের আঁতে ঘা দিয়েছে। তাই বন্ধ না করে উপায় কি? আফটার অল আমাদের টট্ট মন্ত্রি ইনু সাহেবও কিন্তু বাম পন্থী (সম্ভবত নাস্তিকও বটে)। কেননা তাহাদের উপাস্য মার্কস সাহেব বলেছিলেন ধর্ম একপ্রকার আফিম

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

ওছামা বলেছেন: দেশের প্রবীনরা তরুদের অকর্মা বলছে বলে, তাই শূধু নিজেদের কর্মা প্রমান করার জন্যে নামকা-ওয়াস্তে আন্দোলোন করা উচিত না।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

সোনালী প্রান্তর বলেছেন: সাথে সাথে এদের কঠোর শাস্তি দেওয়া উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.