নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস দেওয়ান

বাঙালির স্বার্থ সবার ওপরে

এস দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের প্রাক্তন প্রধান মন্ত্রী খালেদা জিয়া এটা কি করলেন ??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬





দুই দুই বার প্রধান মন্ত্রীর দায়িত্ব পালনকারী বর্তমান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশ ও জাতির প্রতি শত ভাগ দায়িত্বশীল থাকবেন এটাই স্বাভাবিক । কিন্তু সম্প্রতি এই প্রাক্তন প্রধান মন্ত্রীর দেশ ও জাতির স্বার্থের বিরুদ্ধে ওয়াশিংটন টাইমস-কে লেখা নিবন্ধ পুরো জাতিকে হতবাক করেছে । বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই স্বাধীন দেশে যুক্তরাষ্ট্র বা ভারতকে হস্তক্ষেপ করার আহবান করাটা কতটা নৈতিক ?



এর আগে যখন এরশাদ সাহেব ভারত সফরে গিয়েছিলেন তখনও বেগম জিয়া বাংলাদেশের অভ্যন্তরিন ব্যাপারে ভারতকে হস্তক্ষেপ করার আহবান করেছিলেন । পরবর্তীতে দিল্লী খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানায়, এবং তিনি ভারত সফর করেন যার ফলে তাঁর ভারত নীতিতে পরিবর্তনও আসে ।



এই বিচারে তো আমি মনে করি জামাত অনেক ভালো । ভালো হোক, মন্দ হোক, জামাত তাঁদের নীতিতে সর্বদা অনড় । জামাতীরা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিলেও দেশ প্রেমে তাঁদের মধ্যে কোনো কমতি নেই । জামাতীদের আমি কখনও দেখিনি যে দেশের অভ্যন্তরিন ব্যাপারে বিদেশীদের হস্তক্ষেপ করার আহবান করতে । আমাদের বর্তমান প্রধান মন্ত্রীও বিরোধী দলে থাকা কালীন ঠিক খালেদা জিয়ার মতো দায়িত্বহীন কাজ করেছিলেন ।



বিদেশীদের কাছে দেশকে ছোট করার মতো কার্যক্রমকে আমি কখনই সমর্থন করিনা । আমার বিশ্বাস আমাদের কোনো দেশ প্রেমী নাগরিক কিম্বা ব্লগার এই ধরণের কাজকে সমর্থন করবে না । বিদেশীদের ওপর তদারকি করার মতো মানসিকতা, দক্ষতা ও ক্ষমতা আমাদের মধ্যে থাকা উচিৎ ।



নিচের অংশটুকু বিডিনিউজ২৪ থেকে কপি পেস্ট-

বাংলাদেশে গণতন্ত্র ‘রক্ষায়’ যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’ চেয়ে খালেদা জিয়ার নিবন্ধের প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রভাবশালী কোনো দেশকে খবরদারি করতে দেয়া হবে না।



আপনি (খালেদা) চান, বাংলাদেশ আমেরিকার কলোনি-ঔপনিবেশিক রাজ্য হোক?



রোববার ঢাকার কামরাঙ্গীরচরে এক জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এই জনসভায় ছিলেন।



ওয়াশিংটন টাইমসে সম্প্রতি প্রকাশিত বিরোধীদলীয় নেতার নিবন্ধের বিষয়টি তুলে সৈয়দ আশরাফ বলেন, “আমেরিকা বা যত ক্ষমতাশালী দেশ বা পরাক্রমশালী ব্যক্তি হোক না কেন, এই বাংলাদেশের ওপর কাউকে খবরদারি করতে শেখ হাসিনার সরকার দেবে না।”





গণতন্ত্র না থাকলে ক্ষতি সবার: আশরাফ

গত বুধবার ওয়াশিংটন টাইমসের মতামত পাতায় লেখা এক নিবন্ধে বিএনপি চেয়ারপারসন আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশ গণতন্ত্রের বদলে একটি পরিবারের শাসনে যাচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।





খালেদা জিয়ার এই নিবন্ধের ভাষা ‘রাষ্ট্রদ্রোহসম’ দাবি করে তাকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।



তিনি বলেন, “আপনি (খালেদা) চান, বাংলাদেশ আমেরিকার কলোনি-ঔপনিবেশিক রাজ্য হোক?



“ওবামা বা অন্য কেউ ওয়াশিংটন থেকে দেশ পরিচালনা করুক, এটা চাইবেন?”



গত বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সংসদ সদস্যরা খালেদা জিয়ার কড়া সমালোচনা করেন। সংসদে নিন্দা প্রস্তাব তোলার দাবিও ওঠে।



এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া ‘সঠিক’ পরিস্থিতি তুলে ধরায় আওয়ামী লীগ নেতারা ‘ক্ষিপ্ত’ হয়েছেন।



দেশের রাজনৈতিক সমস্যা বিদেশে না টেনে দেশেই সমাধানের জন্য বিরোধীদলীয় নেতাকে পরামর্শ দেন আশরাফ।



তিনি বলেন, “রাজনৈতিক সমস্যা এই দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। এই লেখা রাজনৈতিক সমাধান নয়।



“আপনি একটা নগ্ন লেখা লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। এজন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।”



“আমি আপনার রাজনৈতিক শত্রু নই, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি,” বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ।



তিনি আরো বলেন, “আমেরিকাকে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য না নেয়ার অনুরোধ জানিয়েছেন, এটা দেশদ্রোহিতার শামিল।



“নারী শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়ার জন্য আমেরিকার সরকারের প্রতি তিনি (খালেদা জিয়া) আহবান জানিয়েছেন।”



“আমেরিকা তৈরি পোশাক আমদানি বন্ধ করে দিলে কার ক্ষতি হবে?- বেগম খালেদা জিয়ার ক্ষতি হবে না। ক্ষতি হবে লাখ লাখ শ্রমিকের,” বলেন আশরাফ।



খালেদা জিয়ার নিবন্ধ নিয়ে বলতে গিয়ে শুরুতেই আশরাফ বলেন, “অনেকে বলেন, বেগম খালেদা জিয়া ইংরেজি জানেন না। তারপর এই আর্টিকেল লিখলেন কী ভাবে?”



বিরোধীদলীয় নেতার এই নিবন্ধ ‘আত্মহত্যার শামিল’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।




বিষয়শ্রেণী: রাজনীতি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.