নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস দেওয়ান

বাঙালির স্বার্থ সবার ওপরে

এস দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

এক মাসের জন্য আমাকে বাংলাদেশ শাসন করার সুযোগ দিন, বিনিময়ে আমি আপনাদেরকে জামাত-শিবির মুক্ত বাংলাদেশ দেবো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

জামাত-শিবির যা ইচ্ছে তাই করছে । সাধারণ মানুষসহ পুলিশ হত্যা করছে, দেশের সম্পদ পুড়িয়ে ছাই করছে, আর আমাদের স্বাধিনতা পন্থী সরকার কোনও রকমে তাদের মোকাবেলা করছে । দেশের সকল শক্তি সরকারের হাতে থাকা সত্বেও জামাত-শিবিরের সামনে সরকার অসহায় দেখাচ্ছে ।



আজ এই দেশের জনগনের শত্রু জামাতকে শায়েস্তা করতে সরকারকে গআন্দোলনের সাহায্য নিতে হচ্ছে । কিসের এত ভয় ? আপনারা তো বিএনপি বা জাতীয় পার্টির সাথে লড়তে যাচ্ছেন না, আপনারা দেশের শত্রু্ স্বাধীনতা বিরোধী জামাতের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন । এই রাজাকারদের দাঁত ভাঙার অধিকার তো এই দেশের মানুষ আপনাদেরকে ৫ বছর আগেই দিয়ে রেখেছে ।



যদি জামাতের মতো দেশের শক্রকে লাগাম দিতে না পারেন তাহলে এক মাসের জন্য আমাকে দেশ শাসন করার সুযোগ দিন । তার পর জামাত-শিবির নামের পশু গুলিকে বাংলাদেশে আর খুঁজে পাবেন না । এমন শিক্ষা দেবো যে জামাত-শিবির করার কথা কেউ কল্পনাও করবে না । এক রাতের পিটুনিতেই জামাত-শিবির বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেবে । এই দেশ জামাত-শিবিরের জন্য নরক বানিয়ে দেবো ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

ম্যাও পাগলা বলেছেন: Bhai ami ekmot. Oi haramider etai dorkar.

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

ম্যাও পাগলা বলেছেন: Bhai ami ekmot. Oi haramider etai dorkar.

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

এস দেওয়ান বলেছেন: জামাত-শিবিরের কর্ম-কাণ্ড দেখে খুব রাগ হয় । কিছু একটা করতে ইচ্ছে করে । ধন্যবাদ ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কথা দিলাম ভোট আপনারেই দিব যদি দাড়ান

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

এস দেওয়ান বলেছেন: আপনাদের মতো সন্তান যত দিন থাকবে এই দেশকে কেউ হারাতে পারবে না । ধন্যাবাদ ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আমি ব্লগার হইছি! বলেছেন: ওৎ পেতে থাকে শেয়াল শকুন
ওৎ পেতে থাকে হায়না,
ধ্বংসের খেলা খেলে চলে ওরা
মানুষের ভালো চায় না।


রাজাকারদের মুক্তির জন্যে হরতাল ডেকে সারা দেশের মানুষকে কষ্ট দিয়ে ওরা আবারও প্রমাণ করলো ওরা আসলেই পাকিস্তানের প্রেতাত্মা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.