নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

পারভেজ আলম

হাসরের ময়দানে ইট কাঠ আর কংক্রিটের দেয়ালে, রক্তের কালিতে, কবিতা কালাম লিখে মরা মানুষএর মিছিলে দাঁড়ায় একবিংশের রাসুল। দুই হাত ভরা ব্যাগে নানান ব্র্যান্ডের আমলনামা।

পারভেজ আলম › বিস্তারিত পোস্টঃ

ইমন মাঝির তিন তক্তার নৌকা আমার ভরসা, আমাদের ভরসা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯



মনুষ্য জীবন দীর্ঘ; দীর্ঘ ও ক্লান্তিকর।– ইমন জুবায়ের (লালনের দোহাই)



শোকের চোটে হয়তো আমরা ভুল করছি। ইমন জুবায়ের মারা গেছেন, এই কথাটা ওনার কোন সত্যিকারের পাঠকের পক্ষে বলা সম্ভব না। ইমন জুবায়ের জন্ম মৃত্যুর মতো সময়বাচক এবং ব্যক্তিকেন্দ্রীক ধারণায় বিশ্বাস করতেন না। জীবন ও মৃত্যকে অতিক্রম করে নির্বান নামক অমরত্ব লাভের উপায়, গৌতম বুদ্ধের উপদেশবানী হিসাবে স্বিকৃত ধর্মপদ নিয়ে তিনি বহুবার লিখেছেন। ধর্মপদ থেকে পাঠ: ওঠো, জেগে ওঠো, জেগে উঠে দেখ! আওয়াজ তুলেছেন। ধর্মপদ কিভাবে এখনো বাঙলায় আলো ছড়াচ্ছে তা নিয়া লিখেছেন। সহজিয়া দর্শন বুঝাতে লিখেছেন “জন্ম যেমন মরণও তেমনি। জীবিত ও মৃতে বিশেষ কোনও পার্থক্য নেই। সহজযানের আদর্শ হল সাম্য ভাবনা এবং আকাশের মত শূন্যচিত্ত। শরীরের মধ্যেই অশরীরীর গুপ্ত লীলা। সুতরাং বনে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে থাকারও প্রয়োজন নেই। আগম, বেদ, পুরাণ। সবই বৃথা। সহজের রূপ নিস্কলুষ এবং নিস্তরঙ্গ। তার মধ্যে পাপপুণ্যের প্রবেশ নেই। সহজে মন নিশ্চল করে, যে সাম্য ভাবনা লাভ করেছে, সেই একমাত্র সিদ্ধ। তার জরা মরণ থাকে না । শূন্য নিরঞ্জনই মহাসুখ। সেখানে পাপ নেই,পূণ্য নেই”। (মধ্যযুগের বাঙলার যৌন অতীন্দ্রয়তাবাদীগণ)



জন্ম মৃত্যু ও সকল প্রকার আইডেন্টিটি অতিক্রম করে নির্বান লাভ করা অথবা সুফিদের ভাষায় ইশ্বরের সাথে মিলন ছিলো ইমন জুবায়েরএর পরম সাধনা। আমি জানিনা তা উনি পেরেছিলেন কিনা। বিশ্বাস করতে ইচ্ছা হয়যে তিনি তা পেরেছিলেন। অনবরত লিখে গেছেন। দুইদিন আগেও লিখেছেন। তারপর চলে গেছেন। লালন নাকি সারা রাত গান গেয়ে ভোর সকালে শিষ্যদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, আসি বলে চলে গিয়েছিলেন। ইমন জুবায়ের কারো কাছে বলে বিদায় নিয়েছেন কিনা জানিনা। সর্বশেষ উনি ফেসবুকে আমাকে ওনার বেশকিছু লেখার লিংক ম্যাসেজ করেছিলেন। ওনার সাথে পরামর্শ করে সহজিয়া পাঠশালা নামে একটি ফেসবুক পেজ খুলেছিলাম, আমি চালাতাম, উনিই ছিলেন একমাত্র পরামর্শক। আমার ব্যক্তিগত ব্যর্থতায় পেজটি এখন স্থবির হয়ে আছে। ম্যাসেজ বক্সে ইমন জুবায়ের সর্বশেষ ১০/১২টা লেখার লিংক দিয়েছিলেন পেজএর কন্টেন্টএর ক্ষেত্রে কাজে লাগানোর জন্যে। বিষয়বস্তু বৌদ্ধ দর্শনে শূন্যের ধারণা, সু্ফিবাদ, বাঙালিত্ব, বাঙালির ধর্ম ইত্যাদি। এটা আগস্ট মাসের ১৯ তারিখের কথা। আগস্টএর ১৮ তারিখে লেখা একটা কবিতার লিংকও দিয়েছিলেন। কবিতাটা কিছুক্ষন আগে ফেসবুকে শেয়ার দিয়েছি। কবিতাটার নাম 'কালো পাখি'।



শরীরে সমস্ত পৃথিবীর গান;

সূর্যাস্ত, গৌরিক রেখা কোনও এক নদীর।



শরীর থেকে এক ঝাঁক পাখি উড়ে যায়;

কালো পাখি,

উড়ে যায় সূর্যাস্তের দিকে ...



কোদালে-শাবলে পৃথিবী খোঁড়ার শত

আয়োজন

যেহেতু পাথরের নীচে রয়েছে সুমিষ্ট জল

পাথরের নীচে রয়েছে পাখির কঙ্কাল

কালো পাখির কঙ্কাল



পৃথিবী শুনছে সেই বেদনার্ত গান।



আমার নিজের ক্ষেত্রে তাই আমি অন্তত দাবি করতে পারি বা সান্তনা পেতে পারি যে তিনি অন্তত আমার কাছ থেকে বিদায় নিয়েছেন। ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হওয়া নিয়া সময়বাচক অজ্ঞান আর অস্থিরতা পুজি করে এই পুজিবাদী দুনিয়া যখন বানিজ্যিক মাতম করছে ইমন জুবায়ের তখন লিখেছিলেন "২০১২ সালের ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না বা পৃথিবীর বুকে নিবিরু গ্রহটি আছড়ে পড়ছে না। কাজেই অযথা আতঙ্কে না ভুগে বরং আমরা সবুজ সুন্দর এই পৃথিবীর দিকে রবীন্দ্রনাথের চোখে তাকাই, এই বাংলাদেশকে জীবনানন্দের মতো ভালোবাসি। আর পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে উঠি। বেশি করে গাছ লাগাই, খাঁচার পাখি ছেড়ে দিই, পরিযায়ী অতিথি পাখিদের আশ্রয় দিই. পদ্মায় জাটকা নিধন বন্ধ করি ... এভাবে দূর্লভ এই মানবজীবন সার্থক করে তুলি"।



"দূর্লভ মানবজীবন" কথাটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। ইমন জুবায়েরএর সিরিয়াস পাঠক না হলে অথবা বাঙলার ভাব দর্শনের অনুরাগী অনুসারী না হলে এই কোলনবদ্ধ শব্দ যুগলের অর্থ বোঝা যাবেনা।

“এমন মানব-জনম আর কি হবে

মন যা করো ত্বরায় করো এই ভবে”

লালনএর দোহাই দিয়ে এই কয়টি লাইন তিনি মোট কয়টা ব্লগে লিখেছেন সেটা একটা হিসাব করার বিষয়। এমন মানব জনম আর হবেনা, এটা উনি জানতেন। বেহেশত দোযখেও ওনার ভরসা ছিলোনা বলেই মনে হয়। দীর্ঘ ও ক্লান্তিকর মানব জীবনকেই উনি সর্বেসর্বা গণ্য করেছেন। কারন এই মানবজীবন দুর্লভ। “জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন” ইমন জুবায়েরকে স্মরণ করতে গিয়ে এই লাইন দুটি আজকে অনেকেই ফেসবুকে, ব্লগে উল্লেখ করেছেন। কিন্তু এর আসল অর্থ হয়তো অনেকেই জানেন না। এই মানব জীবন দুর্লভ কারন তা চাঁদের আলোর মতো সাধারণ প্রাকৃতিক বিষয়কে সৌন্দর্যময় করতে পারে। জগতকে সুন্দর, নৈতিক ও অর্থময় করতে পারে। সৌন্দর্য, নৈতিকতা আর অর্থময়তার মাওলা একমাত্র মানুষ। ইমন জুবায়ের একথা বলেছেন লালন এবং হেগেলের দোহাই পেড়ে।



"তবে মানুষ-রুপ নিরাকার নিরঞ্জনই গঠন করলেন কিনা -তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কেননা, ইউরোপীয় জ্ঞানবিজ্ঞান এক অনিবার্য বিবর্তনের কথা বলে; রেডি মেড কিছু গড়ার কথা বলে না। বিশ্বজগৎ নিরঞ্জন-এর রঞ্জিত প্রকাশ বললে হাস্য করে।তা হলে? তা হলে ম্লান আলোর নির্মল ভোর, ঝিরঝির বাতাস, শিউলি ফুলের গন্ধ, শিশিরসিক্ত ঘাস, একটা নিরব নদী, তার মৌন বিস্তারের কি মানে?

অতএব, দার্শনিক হেগেলের শরণাপন্ন হই না কেন।

হেগেল একবার বলেছিলেন, যা কিছু আছে সবই পরমের দিকে বিবর্তিত হইতেছে।

কে পরম?

লালনের সাঁই?



অনন্তরুপ সৃষ্টি করলেন সাঁই,

শুনি মানবের উত্তম কিছু নাই"
(হেগেলের দোহাই)



জন্ম, মৃত্যু, আইডেন্টিটি এই তিন ইমন জুবায়েরএর শত্রু। আইডিন্টিটি প্রশ্নে তিনি নমস্য। কোন আইডেন্টিটি গ্রহণ না করেই আবার প্রচলিত বিভিন্ন আইডেন্টিটির প্রতি নিজের অস্তিত্বের সম্পর্ক তৈরি করে নির্মোহভাবে সেইসব আইডেন্টিটির ভেতরকার আইডিয়ালগুলা খুড়ে বের করতে তার জুরি ছিলোনা। ইমন জুবায়েরএর বাঙলা ব্লগ চর্চার মূল বিষয়ই এটা। এক্ষেত্রে বাঙলা ব্লগে তাকে আমি আমার গুরুর মর্যাদা দেই। কিন্তু ওনার লেখায় আইডেন্টিটি ও আইডিয়ালিজমের যে সহজ দ্বন্দ ও বন্ধুত্ব উনি ব্যাবহার করেছেন তা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গিয়ে থাকবে। এদেশে বেশিরভাগ গুনি মানুষের আসল কদর হয় মৃত্যুর পরে। ইমন জুবায়েরের ক্ষেত্রেও তা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এদেশে লালনএর মতো প্রচন্ড আইডেন্টিটি বিরোধী মানুষকেও মুসলমান অথবা হিন্দু বানাবার যুদ্ধ হয়েছে। ইমন জুবায়ের নিজেকে ‘অন্তজ বাঙালি’ দাবি করেছেন। সেই সুবাদে এই দেশের আইডিন্টিটি নির্ভর জাতীয়তাবাদীরা ওনাকে নিজেদের মতো বাঙালি জাতীয়তাবাদী বানিয়ে ফেলতে পারেন। কিন্তু ইমন জুবায়েরের বাঙালিত্ব কোন আইডেন্টিটির বিষয় ছিলনা, ছিল পুরোদস্তুর আইডিয়ালের বিষয়। এবং ‘অন্তজ’ শব্দের ব্যাবহারের কারনে তা ঐতিহাসিক রাজনৈতিক রূপও লাভ করেছে। একি সাথে ওনার দাবিকৃত ‘আতরাফ মুসলমান’ আইডিন্টিটিকে মোল্লাদের সুন্নি ইসলাম কিংবা আধুনিক বাঙালি মুসলিমদের ইসলামি আইডেন্টিটির সাথে গুলিয়ে ফেললেও ভুল হবে। আতরাফ মুসলমান একেবারেই বাঙলার বিষয়, আতরাফ মুসলমানের যে ইসলাম তার ঐতিহাসিক জাত-পাত-সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি আছে। ‘বাঙালির অলিখিত সংবিধান’ বলে একটি সংবিধানের কথা তিনি লিখে গেছেন তার বিভিন্ন লেখায়, যে সংবিধান পশ্চিমা জ্ঞানতত্ত্বের উপর ভর করে লেখা হয়নাই। তার এই অলিখিত সংবিধান শুরু হয়েছে লালনের গানের চরণ দিয়ে।

ইমন জুবায়েরের বিনীত ভাষায় -



“সবিনয়ে আরও জানাতে চাই-বাঙালির অলিখিত সংবিধানটিও কিন্তু লালনের একটি হিতকারী গানের প্রারম্ভ দুটি চরণ"।



ভবে মানুষগুরু নিষ্টা যার

সর্ব সাধন সিদ্ধি হয় তার-



এ সবই আবেগের কথা।

তবে বাঙালির জীবনে ও আদর্শে শিল্পের গভীর ভূমিকা স্বীকার্য। ২১ ফেব্রুয়ারির ভোরে ছেলেবেলায় দেখেছি পাড়ার এক দুধর্ষ মাস্তানকে কালো পিচ রাস্তার ওপর সাদা রঙের আলপনা আঁকতে। আপনারাও জানেন যে- এমনতরো বিচিত্র দৃশ্য অনত্র বিরল। তাই বলছিলাম-বাঙালির জীবনে ও আদর্শে শিল্পের গভীর ভূমিকা স্বীকার্য।

'মাধুর্যভজন' অর্থ শিল্পের সাধনা। নিৎসে একবার বলেছিলেন-Art is the proper task of life. লালন নিৎসে এঁরা হচ্ছেন সমগোত্রী। আর আমরা তাদের নাবালক শিষ্যমাত্র। আমরা কেবল এই মহাজনদের মন জানার চেষ্টা করতে পারি”। (লালনের দোহাই)



‘ভবে মানুষগুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধি হয় তার’ বাঙলার অলিখিত সংবিধানের প্রথম এই দুই লাইন মাথায় করে ইমন জুবায়েরকে বাঙলা ব্লগে নিজের গুরু হিসাবেই গণ্য করেছি, করি। সেই সুবাদে আমার নিজের লেখাও পালটে গেছে অনেক। আস্তিক, নাস্তিক, মুসলিম, হিন্দু এজাতীয় আইডিন্টিটির উর্ধে উঠে বিভিন্ন শোষিত আইডিন্টিটির পক্ষে দাঁড়ানোর মূলমন্ত্র লাভ করতে বাঙলা ব্লগে ইমন জুবায়েরই একমাত্র আলোক প্রদিপ। বাংলার অলিখিত সংবিধান পাঠ করে, বুঝে ও সেই অনুযায়ী সাধনা করেই আমি মুক্তি পেতে চাই।



বাঙলার অলিখিত সংবিধান কেউ চোখে দেখে নাই। এই সংবিধান চোখে দেখার বিষয় না, অনুভবের বিষয়। চক্ষু বন্ধ করেই তার রূপ দর্শন করতে হয়। ইমন জুবায়েরএর ভাষায় “মানবসভ্যতার প্রত্যেক জাতিরই হয়তো-বা মূল সংবিধানের পাশাপাশি একটি করে অলিখিত সংবিধানও রয়েছে। যে অলিখিত সংবিধানে সেই জাতিসত্তার প্রকৃত স্বরূপ প্রতিফলিত। বাংলাদেশ তথা বাংলাও এর ব্যতিক্রম নয় । বাংলার অলিখিত সংবিধান গড়ে উঠেছে বাংলার সাধকগণের গভীর চিন্তাসমৃদ্ধ বাণীতে। যেমন চতুর্দশ শতকের কবি চন্ডীদাস- এর ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ কিংবা সপ্তদশ শতকের কবি আবদুল হাকিম- এর ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী/ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ তদ্রুপ বাংলার মরমীকূল শিরোমনি লালন- এর অনেক বাণীই বাংলার অলিখিত সংবিধানে হীরকদূত্যিসম বিরাজমান”। (এই মানুষে হবে মাধুর্য-ভজন/তাই তো মানুষ-রূপ গঠলেন নিরঞ্জন)



বাঙালি হওয়া তাই ইমন জুবায়েরএর কাছে বাঙালি মায়ের পেটে জন্ম নেয়া নয়। মুসলমানের পেটে জন্ম নিয়ে মুসলমান হওয়া, আর বাঙালির পেটে জন্ম নিয়ে বাঙালি হওয়ায় বিশেষ ফারাক নাই। আদতে এইভাবে জন্ম নিয়ে বাঙালি অথবা মুসলমান হওয়া যায়না। একজন অতি উৎসাহি ব্লগার একদা ব্লগের নাস্তিকদের একটি লিস্ট করেছিলো, তাতে ইমন জুবায়েরএর নাম ছিলো। আমরা অনেকে এতে ক্রুদ্ধ হয়েছিলাম, তার মতো একজন ব্লগারকে এধরণের একটি লিস্টে অনেক গাঁধাসম (এখনো মানুষ হয়ে উঠেনাই) নাস্তিকদের লিস্টে দেখে আমরা অনেকেই হতাশ হয়েছিলাম। মনে আছে, বিষয়টা ফেসবুকে ম্যাসেজ করে আমাকে জানিয়েছিলেন হাসান মাহবুব। নাম প্রকাশ না করেও বলতে চাই কয়েকজন নাস্তিক এতে খুশি হয়েছিলেন ইমন জুবায়ের নাস্তিক হলে তাতে নাস্তিকদের মান সম্মান ক্ষমতা বারে। কিন্তু এইসব লিস্ট নিয়া ইমন জুবায়েরের কোন মাথা ব্যাথা বলে কিছু ছিলনা। নাস্তিক অথবা আস্তিক আইডেন্টিটিতে ইমন জুবায়েরকে বাধা যাবেনা। তিনি মানুষে ইশ্বরে ফারাক করতেন না। এই শিক্ষা তিনি পেয়েছেন বাঙলার ভাব দর্শন থেকে, এই শিক্ষা এদেশের বৌদ্ধ সহজিয়া, হিন্দু বৈষ্ণব, মুসলিম সুফি প্রত্যেকের শিক্ষা, এই শিক্ষা বাঙলার শিক্ষা। এই শিক্ষা সহজ মানুষ স্বরূপ ইশ্বরের ইবাদত করে। আর সেই ইবাদত সম্ভব হয় মানুষ রূপে মানুষের চরণ ভজে। ইমন জুবায়ের সহজ ভাষায় লিখেছেনঃ

“সহজ মানুষ মানে ভিতরের মানুষ। অন্তরে যে মানুষটা বাস করেন। সেই মানুষকেই বাউলরা জীবনভর খোঁজে। লালন বলছেন, দিব্যজ্ঞানে সহজ মানুষকে ভজতে। পাবি রে অমূল্য নিধি বর্তমানে। সহজ কথায় সহজ মানুষ হচ্ছেন ঈশ্বর। যিনি মানুষের ভিতরে বাস করেন। বৌদ্ধ সহজিয়া দর্শন ও ইসলামী সূফিবাদ মিলে বাউল মতের উদ্ভব। কাজেই ঈশ্বর এখানে কিতাবের ঈশ্বর নয়, সে ঈশ্বর লীলাময়, অপার রহস্যে ঘেরা। মাঝে মাঝে কথাও বলে ওঠেন। তখন লালন বলেন, কে কথা কয় রে দেখা দেয় না। ঈশ্বর যে মানুষের ভিতরে বাস করেন-এ ধারণাটা প্রাচ্যের। পশ্চিম মনে করে প্রকৃতি জগৎ ঈশ্বরের প্রকাশ। কাজেই ওদের উন্নতিটা হয়েছে বাহ্যিক আমাদের ভিতরের জগতে। বরীন্দ্রনাথ লিখেছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে ...আছে সে নয়ন তারায়। পশ্চিম যে ভিতরের মানুষকে ধরতে পারেনি তা ঠিক নয়। ফ্রয়েড যে নির্জ্ঞানমনের কথা বলেছেন- সেই লালনের সহজ মানুষ। শরীরের ভিতরে এই সহজ মানুষের উপস্থিতি বাউলদের মানবতাবাদী করেছে। কেননা, ঈশ্বরের দুনিয়ায় কিছুই অকারণ নয়। এমন কী দুঃখও।

পশ্চিম নির্জ্ঞানমন নিয়ে আজও কৌতূহলী বটে। তবে সে বাউলদের মতন কোনও কার্যকরী সিদ্ধান্তে আজও পৌঁছতে পারেনি। এখানেই পশ্চিমের সীমাবদ্ধতা আর আমাদের মহত্ত্ব। পশ্চিম বলতে শেখেনি-



"ভজ মানুষের চরণ দুটি/ নিত্যবস্তু হবে খাঁটি।"



ইমন জুবায়েরকে বাঙালি বললেও সে মানুষের চরন ভজবে, নাস্তিক বললেও তিনি তাই করবেন। আবার নিজেকে অন্তজ মুসলমান দাবি করেও তিনি তাই করেছেন। মানুষ ভজতে গিয়ে, বিশেষ করে বাঙলার মানুষকে ভজতে গিয়ে তিনি দুই হাতে লিখেছেন। এতো এতো লিখেছেন যা পুরাপুরি পাঠ করতে এবং বুঝতে বাঙলা ব্লগের পাঠকদের বছরের পর বছর সময় ব্যয় করতে হবে। কিন্তু ইমন জুবায়ের পাঠের মতো একটি জরুরি কাজ প্রত্যেক বাংলাদেশী ব্লগারের জন্যে অবশ্য করণিয়। ইমন জুবায়েরএর বাঙলা ব্লগ বিরাট বিপূল ৫২ বাজার ও ৫৩ গোলির অন্ধকার, গোলি ঘুপচির বাঙলা ব্লগ জগতে একমাত্র আলোকিত উপাসনালয়। নানাবিধ আইডিন্টিটি নির্ভর ক্যাচালের মাঝে এই উপাসনালয়ে, এই তীর্থস্থানে ভ্রমন করেই একজন বাঙালি ব্লগার ‘বাঙলার অলিখিত সংবিধান’ পাঠ করে মুক্তির জ্ঞান ও উপায় অর্জন করতে পারেন, ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে।



ইমন জুবায়েরএর ব্লগ হউক সমস্ত বাঙালি ব্লগারের প্রার্থনার স্থান। যারা এখনো প্রশ্ন করবেন, কেনো? তাদের একটা গল্প শুনতে হবে। ইমন জুবায়ের অনেক ছোট গল্প লিখেছেন। এর মধ্যে ‘প্রার্থনা’ নামে একখানি ছোট গল্প আছে। এই গল্পে ইশ্বর মানব রূপে ঘুরে বেরাতে বেরাতে অবশেষে বাঙলায় এসে হাজির হয়েছেন এবং লালনএর গান শুনে মুগ্ধ হয়েছেন। ইশ্বর চাইলেন লালন দর্শন করতে। কিন্তু তা করতে গেলে একটা নদী পাড় হতে হবে। কিন্তু ইশ্বরএর কাছে পাড় হওয়ার কড়ি নাই। কিন্তু এক দয়াল বৃদ্ধ মাঝি বিনা পয়সায় ইশ্বরকে পাড় করে দিতে সম্মত হলেন। অসতর্ক পাঠক এই মাঝির পরিচয় জানেন না। আর ইমন জুবায়েরএর সতর্ক ও ভক্ত পাঠক হলে অবশ্যই বোঝার কথা যে এই মাঝি খোদ ইমন জুবায়ের। মাঝিরূপ ইমন জুবায়েরএর উপর খুশি হয়ে ইশ্বর তাকে বর দিতে চেয়েছিলেন। কি চেয়েছিলেন ইমন জুবায়ের? তিনি ভারতচন্দ্র রায়ের মতো করে ইশ্বরের কাছে চাইলেন “আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে”।



ইশ্বরের কাছে চাইলে তিনি অমরত্ব পেতে পারতেন। তা না চেয়ে বাঙলার সন্তানদের জন্যে দুধ ভাত, সুখ শান্তি প্রার্থনা করেছেন। ইমন জুবায়েরের বাঙলা ব্লগ যদি আমাদের প্রার্থনার স্থান না হয় তো কার ব্লগ হবে?



ইমন জুবায়েরের ‘প্রার্থনা’ গল্পের দোহাই দিয়েই তাই বলতে চাই “দয়াময় ঈশ্বর মানবরূপ ধারন করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে এই বেলায় বাংলায় এসে পড়েছেন”। আর তাকে পেতে হলে ইমন মাঝির তিন তক্তার নৌকাই আমাদের ভরসা।

মন্তব্য ৪৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ইমন জুবায়ের যথার্থ মূল্যায়ন করেছেন। তাত্ত্বিক এবং দার্শনিক দিক থেকে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

পারভেজ আলম বলেছেন: না ভাই। ইমন জুবায়েরএর যথার্থ মূল্যায়ন এক লেখায় করা সম্ভব না। ইনফ্যাক্ট এটা শুধু লেখার বিষয়ও না, কাজের বিষয়।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

অ্যামাটার বলেছেন: ইমন ভাই এর কাজ গুলো বাংলা ব্লগ জগতে এক বিরাট সম্পদ। অনলাইনে যারা বাংলায় লেখালেখি করেন, হলফ করে বলা যায় এত সমৃদ্ধ কন্টেন্ট আর কারও নাই।
তার লেখায় বোঝা যেত, একজন নিপাট শুভ্র নির্বিবাদী মানুষ।

আমার একটা প্রস্তাব, তার স্মৃতি রক্ষার্থে ইমন জুবায়ের পদক নামে ব্লগ ভিত্তিক একটা পুরস্কারের প্রবর্তন করা হোক, বছরের সেরা মৌলিক গবেষনালদ্ধ কাজের জন্য এই পুরস্কার দেয়া হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

পারভেজ আলম বলেছেন: উনি বাঙলা ব্লগে আদর্শ ব্লগার, যাকে অনুসরণ করে মহত্তম ব্লগচর্চা করা সম্ভব।

আপনার প্রস্তাবে শতভাগ সহমত। এমন একটা পদক চালু হলে তা বাঙলা ব্লগকে অনেকদুর নিয়ে যেতে সক্ষম হবে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

নেক্সাস বলেছেন: শরীরে সমস্ত পৃথিবীর গান;
সূর্যাস্ত, গৌরিক রেখা কোনও এক নদীর।

শরীর থেকে এক ঝাঁক পাখি উড়ে যায়;
কালো পাখি,
উড়ে যায় সূর্যাস্তের দিকে ...

কোদালে-শাবলে পৃথিবী খোঁড়ার শত
আয়োজন
যেহেতু পাথরের নীচে রয়েছে সুমিষ্ট জল
পাথরের নীচে রয়েছে পাখির কঙ্কাল
কালো পাখির কঙ্কাল

পৃথিবী শুনছে সেই বেদনার্ত গান।

( উনি তাহলে ঈশ্বরের সান্নিধ্য পেয়েছিলেন। উনি জানতেন তার খাঁচার অচীন পাখি উড়ে যাবে সূর্যাস্তের দিকে)



অনেক সুন্দর ও মর্মশ্পর্শী করে লিখলেন।
লিখাটা প্রিয়তে রাখলাম ইমন জুবায়ের স্মরণে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

পারভেজ আলম বলেছেন: সকালে খবরটা শুনে ফেসবুকে ওনার সর্বশেষ ম্যাসেজগুলো দেখতে বসলাম। তখন কবিতাটা আরেকবার পড়া হলো। প্রথমবার পড়ে অনুভব করতে পারিনি। আজকে পড়তে পড়তে কাঁদছিলাম।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

সত্যচারী বলেছেন: তবে যতদূর জানি, ইমন ভাই নাস্তিকতাকে পছন্দ করতেন না, হয়ত মনে মনে ঘৃণাই করতেন, তার সেই অপছন্দ আমরা দেখতে পাই তার লেখায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

পারভেজ আলম বলেছেন: উনি কখনো কাউকে ঘৃনা করেন নাই। ঘৃনার পাঠ ইমন জুবায়েরএর কোন লেখায় পাওয়া সাবেনা।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: @সত্যচারী, উনি নাস্তিকতাকে ঘৃণা করতেন? আমি কখনোই উনার লেখায় ঘৃণার উপাদান পাইনি। তথাকথিত আস্তিকও উনি ছিলেন না। এই পোষ্টেই উনার জীবন দর্শন নিয়ে লেখক চমৎকার আলোচনা করেছেন। উনি নিজেকে অন্ত্যজ বাঙ্গালী আর আতরাফ মুসলমান পরিচয় দিতেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

পারভেজ আলম বলেছেন: সেটাই। ওনার লেখায় ঘৃনা পাওয়া যাবেনা।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ডট কম ০০৯ বলেছেন: সুন্দর বলেছেন।

ইমন জুবায়ের কে কোন লেখনীর দ্বারা লিখে শেষ করা যাবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

পারভেজ আলম বলেছেন: সেটাই। এক লেখায়তো অবশ্যই না।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন. :(

সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

পারভেজ আলম বলেছেন: একমত। ওনার ব্লগটা অবশ্যই আলাদাভাবে সংরক্ষন করা জরুরি।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

সত্যচারী বলেছেন: সত্যিই, তিনি কাউকে তো কখনো কাউকে ঘৃনা করেন নি। পারভেজ ভাইয়ের সাথে একমত।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

পারভেজ আলম বলেছেন: ধন্যবাদ বিষয়টি অনুধাবন করার জন্যে।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

অন্তরন্তর বলেছেন:
ইমন জুবায়ের ভাইয়ের খুব সুন্দর মূল্যায়ন করেছেন
এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি।
ইমন ভাই যেখানে থাকুন শান্তিতে থাকুক।
পোস্টটা প্রিয়তে নিলাম যেন বার বার পড়তে পারি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

পারভেজ আলম বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

সিদ্ধার্থ. বলেছেন: সীমার মাঝে অসীম ।সত্বা বিহীন থেকে পরিপূর্ণ সত্বা লাভ ।কিম্বা উল্টো টা ,জানি না !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পারভেজ আলম বলেছেন: আমিও জানিনা।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

তনুজা বলেছেন: বহুদিন পর লগ ইন করলাম এই শুন্যতা ভাগাভাগি করে নিতে

আপনি যা লিখেছেন যথার্থ , শুধু মনে হয় ব্যক্তিগত জীবনে ইমন ভাই কথা রাখেন নি। এভাবে যাবার কথা ছিল না।

কথা ছিল তাঁর আশীর্বাদের হাত, স্নেহ ও প্রজ্ঞার সাহচর্য নীরবে নৈঃশব্দ্যে অনুসরণ করবে আমাদের কাজ।
খুব আশ্চর্য এক শুন্যতার বোধ চারদিকে।
"নয়ন তোমারে দেখিতে না পায় রয়েছো নয়নে নয়নে ..."

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

পারভেজ আলম বলেছেন: সত্যি বলতে কি আমার অনুভুতিটুকুও শুরুতে আপনার মতো হয়েছে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

পারভীন রহমান বলেছেন: Jubayer bhaier jotharto choritro fute utheche lekhatay. .....

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

পারভেজ আলম বলেছেন: চেষ্টা করেছি। তবে এক লেখায় সেটা সম্ভব না।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

সৈয়দ ইবনে রহমত বলেছেন: ইট-পাথরে ঘেরা এই শহরে এসে ভাবতাম, লক্ষ-কোটি মৃত মানুষের নগরী! কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম, না মৃত মানুষের ভিড়ে জীবিতদের সংখ্যাও অনেক। জন্ম-মৃত্যু নিয়ে ভাবি না। ওটা তো নিত্যদিনের ঘটনা। হয়তো আমার অথবা তোমার কিংবা অন্যের। এর চেয়ে বেশি কিছু না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

পারভেজ আলম বলেছেন: অসাধারণ বলেছেন ভাই। সাহস করে মৃত্যুকে এইভাবে মোকাবেলা আমরা করতে যাইনা। ডরপুক সব পরকাল অথবা ভোগে মজে থেকে পালিয়ে বাঁচতে চায়।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

প্রজন্ম৮৬ বলেছেন: তার স্মৃতি'তে এরচেয়ে ভাল লেখা হইতে পারতো না। অনেক ধন্যবাদ পারভেজ ভাই।

সকালে ঘুম থেকে উঠে এই খবরের পর এখন পর্যন্ত নরমাল ফিল করতেছি না। সবকিছুতেই বিষন্নতার ছায়া পড়ে আছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

পারভেজ আলম বলেছেন: কেনো হবেনা। আরো অনেক লেখা হওয়া উচিৎ।

এই বিষন্নতার ছায়া পুরো বাঙলা ব্লগ আচ্ছন্ন করে রাখবে আরো অনেকদিন।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কৌশিক বলেছেন: খুবই চমৎকার একটা লেখা।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

পারভেজ আলম বলেছেন: চেষ্টা করেছি ওনাকে যেমন বুঝেছি তেমন এক পোস্টে যতোটুকু বলা যায় বলার।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: শোকাহত।

এখনও অনেক কিছুই পাওয়ার বাকী রয়ে গিয়েছিল তার কাছ থেকে।কিন্তু আজ যা ঘটল তা একেবারেই অপ্রত্যাশিত ছিল।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

পারভেজ আলম বলেছেন: বাকি ছিলো সত্য। কিন্তু যা রেখে গেছেন তাই আমরা কাজে লাগাতে পারলে হয়।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মন ভালো নেই, পুরোটা পড়লাম। লেখায় সাধুবাদ। তাকে জানাই হবে আমাদের, তার প্রতি সম্মান জানানো। সবাই তার লেখা পড়ুন। ইমন জুবায়ের কে জানুন।

আমার কাছে তিনি একজন শুদ্ধ মানুষ। নিরন্তর সেই চেষ্টায় আছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

পারভেজ আলম বলেছেন: সেটাই।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

একজন ঘূণপোকা বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

ডাইস বলেছেন: ইতিহাস লিখায় অনেক ইতিহাস লেখকগণ ইতিহাসের প্রতি করুণা দেখায় যেন ইতিহাসের দায় পড়েছে তাই এদের দ্বারা কলমের ফোঁটায় লিপিবদ্ধ হচ্ছে। ইমন জুবায়ের এক্ষেত্রে ব্যতিক্রম একজন যিনি ইতিহাস লেখায় ইতিহাসের প্রতি দায়বদ্ধ থেকে কোন মহান সত্য উদঘাটন করার চেষ্টা করেছেন। তিনি সফলতার সাথে এই কাজটি করে গেছেন আর যতটুকু ব্যর্থতা তার জন্য ঐ ইতিহাসই দায়ী কেননা সে যথেষ্ট তথ্য ইমন জুবায়ের পর্যন্ত সংরক্ষণ করেনি।

ইমন জুবায়েরের প্রত্যকটি লেখায় তিনি সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। কোন বাক্যে প্রতিক্রিয়াশীলতা প্রকাশ পায় বা কোন গোষ্ঠীকে আঘাত করে এমনটা দেখা যায়নি। গোটা দশেক বই থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যায় কিন্তু ব্যক্তিগত গবেষণা/কার্যকরণ না থাকলে লেখকের সৃজনশীলতার ঔজল্য কোথায় তা খুঁজে পাওয়া যায় না। ইমন যুবায়ের এক্ষেত্রে নিজের স্বাতন্ত্র্যতা বজায় রেখেছেন।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আসফি আজাদ বলেছেন: একজন পরিচ্ছন্ন ব্লগার ছিলেন নিঃসন্দেহে। উনার এই অকাল প্রস্থানে অপুরনীয় ক্ষতি হল।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

অগ্নির বলেছেন: পারভেজ ভাই ! এই ক্ষতির কোন স্বান্তনা নেই । বাংলা ব্লগের অপূরনীয় ক্ষতি হয়ে গেল । ইমন ভাই এমন একজন মানুষ ছিলেন ঘৃণা ছড়ানো মানুষরা পর্যন্ত তার ব্লগে গিয়ে ক্যাচাল করত না ।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি সহজে মুগ্ধ হই না , যে মানুষটাকে দেখলে মুগ্ধতায় মাথা নিচু হয়ে যেত, উনি হচ্ছেন ইমন জুবায়ের । উনাকে বলা হয় নি কখনও এত মুগ্ধতার কথা, বলাও হবে না।

ভালো থাকুন মহান ঋষি, বেঁচে থাকুন সময়ে ।

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

স্বাধীকার বলেছেন: নিজের একটি গোপন আকাংখা ছিলো, কোনোদিন যদি সামনে পাই, পায়ে হাত দিয়ে সালাম করবো রাস্তায়, রেস্তোরায় কিংবা বইমেলায়, অনুমতিও নিবোনা। বড় শ্রদ্ধার নির্বিবাদী কিংবদন্তী মানুষ ব্লগার ইমন যুবায়ের সামুর আত্মার আত্মীয়। নির্মম সত্য, বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে, আর কোনোদিন নতুন গবেষণাধর্মী তথ্য প্রমানসহ কষ্টকরী পোস্ট নিয়ে আর হাজির হবেন না-তিনি।

ইমন যুবায়ের, চিরকুমার পড়ুয়া এই ব্লগার আমাদের মতো অন্ধজনকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন ইনকা, আজটেক, মায়া সভ্যতা দেখাতে। কখনো ইউরোপের প্রস্তুরযুগ, তারেকের আন্দালুস কিংবা গ্রানাডায়। ঘুম ঘুম চোখে শুনিয়েছিলেন কিতারোর বৌদ্ধিক মায়াময় সঙ্গীত।
ইমন যুবায়ের পথ দেখাতে দেখাতে নিয়ে গিয়েছিলেন, হরপ্পা মহেঞ্জোদারো নগরের রাস্তায়, দেখিয়েছিলেন সিন্ধু পার হয়ে আসা জরথ্রুস্টের আজকের ভারতের টাটা পরিবারকে। চুপ হয়ে শুনতে বলেছিলেন মনিবাদের বানী, জরথ্রুস্টের অমর ভাবনা।...............
আর কোনোদিন নতুন তথ্যের জন্য সার্চ করা হবেনা ইমন ভাইয়ের নতুন পোস্ট গুলো। কেবল পরবর্তী প্রজন্মকে এটাই বলতে পারবো যদি বিন্দুমাত্রও শিখতে চাও একবার শুধু একবার ঘুরে আসো ব্লগার ইমন যুবায়েরের সামুর ব্লগবাড়ী। আর কোনোদিন দুই লাইনের একটি মন্তব্য দিয়ে বেশী বুঝার জন্য আশায় আবদার করবোনা আরেকটি নতুন বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট পোস্টের, জবাব দেখার জন্য গিয়ে মন্তব্যের উত্তরে দেখবোনা লেখা আছে, ‘‘ইচ্ছা আছে, চেষ্টা করবো, ধন্যবাদ’’
এত এত গুনগ্রাহী সচেতন ব্লগার যার অনুসারী ভক্ত মঙ্গলার্থী, তাদের প্রার্থনা নিশ্চয় ঐশ্বর মূল্যায়িত করবেন। তার আত্মা থাকবে শান্তিতে, আমাদেরই মাঝে, আমাদেরই হয়ে।।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

সুপান্থ সুরাহী বলেছেন:
তাঁর ব্লগটা আমার কাছে একটা পাঠশালা ছিল...

সুখের সাথে দেখা হোক প্রিয় ইমন জুবায়ের ভাইয়ের....


ধন্যবাদ পারভেজ ভাই.........

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব খুব চমৎকার করে লিখেছেন পারভেজ ভাই। তাঁর জন্য শুধু আমাদের একটাই চাওয়া হোক, তিনি যেখানে থাকেন না কেন, যেন ভালো থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.