![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিজ্ঞাসা, মুক্তচিন্তা, প্রগতির চর্চা এবং বাঙলার চিরায়ত জাত পাত সাম্প্রদায়িকতা বিরোধী ও মানবতাবাদী ঐতিহ্যের ধারক ও বাহক সংগঠন আরজ আলী মাতুব্বর পাঠাগার প্রতিষ্ঠার ৬ বছর পর প্রথমবারের মতো সম্মেলন করতে যাচ্ছে। নতুন কমিটি ঘোষনা, আলোচনা, নাটক, সঙ্গীতের মধ্য দিয়ে আরজ আলী মাতুব্বর পাঠাগারের সম্মেলন উদযাপনে আপনারা সবাই আমন্ত্রিত।
সময়সূচীঃ আজ ২৪ জানুয়ারী, ২০১৩, বৃহস্পতিবার
উদ্বোধোনী সমাবেশ - বিকাল ৩টা
সাংস্কৃতিক অনুষ্ঠান - বিকাল ৫টা
নাটক - গনছায়া
সঙ্গীতঃ সমগীত, চিৎকার, সপ্তসিন্ধু, সাংস্কৃতিক ইউনিয়ন।
বিশেষ দ্রষ্টব্যঃ অনিবার্য কারনবসত সম্মেলনস্থল বর্ণমালা স্কুলের পরিবর্তে স্কুলের ঠিক পাশেই দনিয়া কমিউনিটি সেন্টারে পরিবর্তন করা হয়েছে।
আরজ আলী মাতুব্বর পাঠাগারের অর্ধযুগের পথচলার কিছু মুহুর্ত আপনাদের সামনে তুলে ধরছি, যাতে পাঠাগারের বহুমুখি কাজ সম্বন্ধে কিছুটা ধারণা দেয়া সম্ভব হবে।
অবশ্যই বই পড়া আরজ আলী মাতুব্বর পাঠাগারের প্রধানতম কাজ। একটি বিকল্প শিক্ষালয় হিসাবে কাজ করার লক্ষ্যেই এই পাঠাগারটি গঠিত হয়। কিন্তু শুধু পাঠ করলেই হবেনা, পাঠ করার সাথে সাথে যে সচেতনতা আসবে তার মাধ্যমে মুক্তমত এবং মুক্তিযুদ্ধের চেতনার সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পাঠাগারটি কাজ করে যাচ্ছে।
একটি গণমুখি, সমতাভিত্তিক, বিজ্ঞানমনস্ক , আধুনিক ও বাংলাদেশের স্বার্থের উপযোগী একটি শিক্ষা ব্যবস্থার জন্যে আরজ আলী মাতুব্বর পাঠাগার প্রথম থেকেই মুখর। এলাকার স্থানীয় স্কুল, কলেজ, কোচিংএর শিক্ষকদের নিয়ে শিক্ষা ব্যবস্থা বিষয়ক একটি গোল টেবিল বৈঠকের মধ্য দিয়েই শিক্ষা ব্যবস্থা বিষয়ক নিজেদের কাজের সুচনা করে।
এই অর্ধযুগে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে পাঠাগার বরাবরি নিজেদের তৎপরতা দেখিয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে স্থানীয় সংগঠনগুলিকে নিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবিকে একটি ঐতিহ্যে পরিণত করেছে আরজ আলী মাতুব্বর পাঠাগার।
এই অর্ধযুগে ইভটিজিং ও নারী নির্যাতনের প্রতিবাদে বারবার মুখর ছিলো আরজ আলী মাতুব্বর পাঠাগার।
ছিলো বাঙালি আবহমান সংস্কৃতি রক্ষায় ও বিকাশে প্রতিজ্ঞাবদ্ধ।
আপাতত এইটুকুতেই অফ দিতে হইলো। হাতে সময় নাই। আমার সম্মেলনস্থলে দৌড়াইতে হবে। আপনাদের সকলকে দাওয়াত। আমাদের সাথে থেকে আমাদের পথ চলা বেগবান করুন, সারা বাংলাদেশে পাঠাগার আন্দোলন ছড়িয়ে দিন। আরজ আলী মাতুব্বর পাঠাগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ১ম সম্মেলনের শুভেচ্ছা।
আমাদের সহযোগিতা করতে চাইলে চাঁদা পাঠাতে পারেন ০১৯২৩৪১৭০৬৬ এই বিকাশ নাম্বারে। আমরা গনমানুষের সংগঠন। গনমানুষের জন্যে কাজ করি। গনমানুষের সহযোগিতায় এতোদুর এসেছি। গণমানুষকে সাথে নিয়েই অনেকদুর যাওয়ার স্বপ্ন দেখি। সবাইকে শুভকামনা।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
রেজোওয়ানা বলেছেন: ফেবুতে বিভিন্ন সময়ে আপনাদের এই পাঠাগারটাকে নিয়ে লেখা গুলো পড়েছি....চমৎকার উদ্যোগ! এমন যদি সব পাড়া-মহল্লায় হতো!
শুভকামনা রইলো আরজ আলী মাতুব্বর পাঠাগারের জন্য।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: কি বলব! আমি মুগ্ধ! চমৎকার উদ্যোগ আপনাদের। পাঠাগারের সাথে যুক্ত সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এমন মহতি উদ্যোগ নেয়ার জন্য। বিপ্লব আসবেই।
শুভকামনা।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
শামীম আরা সনি বলেছেন: ছবিগুলো অনেক ভালো লাগলো। শুভকামনা।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এগিয়ে যান , অনেক অনেক শুভকামনা রইলো
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
আহমেদ ফয়েজ বলেছেন: I would like to join with this arrangement.
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
আহমেদ ফয়েজ বলেছেন: But the address was not so clear to me. For next time please let me know any kinds of your activities.
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
বেঙ্গলেনসিস বলেছেন: পাঠাগারটি গণমানুষের মুক্তির পথে এগিয়ে যাবে এবং উত্তরোত্তর এর সাফল্য বৃদ্ধি পাবে এই সাফল্য করি।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: আরজ আলী মাতুব্বর কে চিনিনা। বিস্তারিত বলবেন কি?
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক অনেক শুভকামনা....................
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
লিন্কিন পার্ক বলেছেন:
শুভকামনা রইল
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
তন্ময় ফেরদৌস বলেছেন: শুভকামনা।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ব্যাপার!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
বেলা চৌধুরী বলেছেন: আরজ আলী নামটা দিন দিন মুছে যাচ্ছে।