![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন আমার অনলাইন জীবনের সবচেয়ে সিরিয়াস একটি স্ট্যাটাস দেবো। বাংলাদেশের অনলাইন প্রজন্ম চরিত্রগতভাবে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাসী। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে এই প্রজন্মের গণতান্ত্রিক কেন্দ্রীকতা হচ্ছে রাজাকার বিরোধী, এই কারনে অনলাইনে রাজাকার এবং তার সমর্থকদের সামাজিকভাবে বয়কট করা হয়েছে। রাজাকারদের আমরা পুরো বাংলাদেশ থেকেই বয়কট করতে চাই।
আজকে যে রায় হয়েছে তা আপনাদের অনেকের মতোই আমাকে হতবাক করেছে, ক্ষুদ্ধ করেছে। আমি আবেগের চোটে লাগাতার হরতাল ডেকে বসেছিলাম। পাগলের মতো বলেছিলাম যে কেউ না করলেও একলা একলা হরতাল করবো। এটা আবেগের ব্যাপার। কবি মেহেরুননেসার আমার কাছে একটি আবেগের ব্যাপার, একটি চেতনার ব্যাপার, যে চেতনার কারনে আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, তরুন বয়সে কবি হিসাবে পরিচিতি পেয়েছিলেন বিশেষ করে 'জনতা জেগেছে' নামের কবিতাটি লিখে। বাংলাদেশের স্বাধীনতার জন্যে সক্রিয় একটিভিস্ট ছিলেন। কাদের মোল্লা তাকে হত্যা করেন। সাথে হত্যা করেন তার মা, বাবা, ভাই বোন পুরো পরিবারকে। কেটে টুকরো টুকরো করেন। গলা কেটে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখেন। এইটা ইংরেজি স্ল্যাশার মুভি না, বাস্তব। এই কাদের মোল্লা দলবল নিয়ে ১১ বছরের একটি শিশুকে ধর্ষন করে মেরে ফেলেছে। এগুলো কোর্টে প্রমান হয়েছে। অথচ তাকে যাবজ্জীবন দিলো? মেহেরুননেসার হত্যাকান্ডের জন্যে ১৫ বছর জেল! এটা কি কোনভাবে মেনে নেয়া যায়? কেনো এমন হলো? এর পেছনের কারন কি? সেই প্রশ্ন তুলতে হবে। কিন্তু তার আগে আমাদের দায় বেরে গেছে। শাহবাগে যে গণজাগরনের স্মৃষ্টি হয়েছে তা সফল করতে হবে, যে সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে সবধরণের অপরাজনৈতিক চর্চার বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে। জামাতের সন্ত্রাস বন্ধ করতে হবে। কাদের মোল্লার কমপক্ষে ফাঁসির রায় নিশ্চিত করতে হবে। এটা দাবি না, এটা জনতার আদেশ। মানতে হবে।
এবার খুবি টেকনিকাল কিছু জিনিস বলি, যেগুলা মাথায় রাখলে আন্দোলন এগিয়ে নিতে সুবিধা হবে। রায় ঘোষনার পরই অনলাইনে সবার দাবি ছিলো যে একটা কিছু করতে হবে। আমরা 'জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন একটিভিস্ট' ফোরাম থেকে আগামীকাল বিকাল সাড়ে চারটায় কর্মসূচী ঘোষনা করি, ফেসবুক গ্রুপ 'আম জনতা' আমাদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে। তবে অনেকেই সেসময় ফোন করে কনফিউশন প্রকাশ করেন যে কর্মসূচী আজকে না আগামীকাল। পরে জানতে পারি ভিন্ন একটি ব্যানার 'ব্লগার অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক একটি কর্মসূচী নিয়েছে আজকেই। সাথে সাথেই আমি এটিকে সমর্থন দিয়ে স্ট্যাটাস দেই এবং সবাইকে উপস্থিত থাকতে বলে নিজেও উপস্থিত থাকি। আমার ব্লগ পোস্ট ও স্ট্যাটাস পরে যারা হাজির হয়েছেন তাদের কেউ কেউ আশংকা প্রকাশ করেছেন যে কর্মসূচীটি আওয়ামীলীগ গিলে ফেললো কিনা, এটা খুব সম্ভবত উল্লেখ্য ব্যানারটির নেতৃস্থানীয় কারো রাজনৈতিক পরিচয়ের কারনে করে থাকতে পারেন। কিন্তু জনতার দাবি এবং আবেগকে আপনার মূল্য দিতে হবে। আসল কথা হচ্ছে, তারা জমায়েত হয়েছে। জামাতের সন্ত্রাস আর সরকারের খামখেয়ালির বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই কাতারে যুক্ত হয়েছেন অনেক অনেক মানুষ, ছাত্র, শিক্ষক, শিল্পী, বুদ্ধিজীবী, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিকালের পর থেকেই জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন একটিভিস্টের সবাই আমরা এই আন্দোলনে আছি। এরপর আরো অনেক সংগঠন এবং তার কর্মীরা এসেছে। আগামীকাল আরো অনেকে করবে। এটাকে গণ আন্দোলনে পরিনত করুন। প্রত্যেকে নিজ নিজ গ্রুপ, নিজ নিজ বন্ধু বান্ধব, নিজ নিজ ফেসবুক এবং ব্লগ কমিউনিটি অথবা সংগঠন নিয়ে হাজির হয়েযান। দল মত নির্বিশেষে জনতার আন্দোলন হলে কোন বিশেষ দল বা গোষ্ঠি তা নষ্ট করতে পারবেনা। আমরা জাতীয় স্বার্থে ব্লগা অনলাইন একটিভিস্ট ফোরাম আগামীকালের কর্মসূচী জারি রাখবো, মশাল মিছিলের গতিপথ অথবা সময় পরিবর্তিত হতে পারে, সেটা জানার জন্যে নিজেকে সজাগ রাখুন। এখন ঘুমিয়ে থাকার সময় নয়। এখন ভাঙচুরের সময়। ভেঙে ননতুন করে গড়তে হবে।
(টাইটেল কোর্টেসি-চিৎকার)
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাংচুর যাতে রাজপথে না হয় । খেয়াল কৈরা ।
টয় বয় @ কেংগারু কোর্ট হবে কেন ? কোর্টের বিরুদ্ধে কি আম্রা বলতেছি কিছু ? আম্রা রায় পুনর্বিবেচনা করে ফাঁশির রায় এবং কার্যকর করতে বলতেছি ।
এমনেই ছাগিয়তাবাদী কয়না মাইনসে বহুত জ্বালা থিকাই কয় । শিখতাছি ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
টয় বয় বলেছেন: নিয়েল, জন্ম পরিচয়হীন হইয়া রইলি, দু:খিত!!
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
s r jony বলেছেন: এখন ঘুমিয়ে থাকার সময় নয়। এখন ভাঙচুরের সময়। ভেঙে ননতুন করে গড়তে হবে।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
নিয়েল ( হিমু ) বলেছেন: টয় বয় তর জন্মের পরিচয়টা দে তো কুন জন তর আব্বা হুজুর মিশিন মেন নাকি বুইড়া খাটাশ কুনটা ?
এদের ছাড়া জন্ম নেয়া পুলাপাইনরেই শুনছি ছাগীয়তাবাদীরা জন্মপরিচয় হীন কয়া থাকে । তাইলে আমি তাই
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
টয় বয় বলেছেন: তাইলে আপনে বিশ্বাস করেন এইটা ক্যাংগারু কোর্ট????