![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ব্লগাররা না থাকলে কি হবে? বাংলা ব্লগ থাকবেনা। বাংলা ব্লগ না থাকলে কি হবে? আমাদের সাত বছর পেছনে যেতে হবে। তাতে লাখো লাখো বিচ্ছিন্ন মানুষ একত্রিত হয়ে বাংলা ব্লগ কমিউনিটি বলে যে জিনিসটা তৈরি হয়েছে, তা থাকবেনা। এই লাখো লাখো মানুষের ভার্চুয়াল এবং বাস্তবের সরব উপস্থিতিতে মত প্রকাশ, গণতন্ত্র চর্চা এবং সামাজিক ও রাজনৈতিক তৎপরতার যে নতুন মাত্রা তৈরি হয়েছে সেটা থাকবেনা।
ব্লগিং কারো পেশা নয়। ব্লগ লিখে টাকা পাওয়া যায়না। ব্লগাররা এদেশের নানান ধর্ম, শ্রেনী ও পেশার মানুষ মাত্র। নিজেদের চিন্তা ভাবনা, আশা আকাঙ্খা, বিপ্লবের বাসনা তারা ব্লগে লিখে প্রকাশ করেন। একজন ব্লগার নাস্তিকও হইতে পারে, মোল্লাও হইতে পারে। একজন ব্লগার দিনশেষে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, বেকার, গৃহিনী অথবা নেহায়েত ভাদাইম্মা। তারপরেও সে যখন ব্লগিং করে, নানান সম্পর্ক ও ঐক্য নির্মান করে এবং একিসাথে রাজনৈতিক তৎপরতা চালাতে চায় তখন সে আসলে গ্রামসি যারে অর্গানিক বুদ্ধিজীবী বলেছে সেই অর্গানিক বুদ্ধিজীবীর ভুমিকাটাই পালন করে। গ্রাসরুট বুদ্ধিবৃত্তি নিয়ে সে সিভিল সোসাইটির নিচ থেকে ধাক্কা দেয় উপরের দিকে। তাতে সিভিল সোসাইটি নতুন সম্ভাবনায় কাপে, পলিটিকাল সোসাইটি নরেচরে বসে। একজন ব্লগারকে তাই দিনশেষে নানামুখি ক্ষমতার সাথে লড়াই করতে হবে, যদি সে ব্লগার হিসাবে বেঁচে থাকতে চায়।
একজন ব্লগার যেহেতু লিখে টাকা পান না, তাই লেখার নামে তাকে কারো ফুট ফরমায়েশ খাটতে হয়না। সেই সুবাদে কারো দাদাগিরি মেনে তাকে ব্লগ না লিখলেও চলে। লেখার ক্ষেত্রে তার বাড়তি কিছু স্বাধীনতা আছে। কিন্তু ব্লগ মগের মুল্লুকও না। ব্লগের স্বাধীনতার সীমাবদ্ধতা স্বরূপ ব্লগিয় নীতিমালা আছে। আর তারচেয়েও বড় সার্বভৌমত্ব নিয়ে আছে ব্লগার সমাজ। ব্লগে অপরাধ করলে অপরাধীকে ব্লগ সমাজের মুখোমুখি হতে হবে। অথবা মডারেটর নামক মাতবরের বিচার মানতে হবে। কোন কোন ক্ষেত্রে সমাজ ও মাতবর মিলে তাকে শাস্তি দেবে। এসব শাস্তির মধ্যে নানান মেয়াদে জেল জুলুম আছে। এই সময়টায় ব্লগারের ব্লগিং করার অধিকার নানান মাত্রায় হরণ করা হয়, মানুষের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়। গুরুতর অপরাধে একজন ব্লগারের ভার্চুয়াল মৃত্যুদন্ডও হতে পারে। বাস্তবে তার ভয়াবহতা বোঝা যাবেনা, কিন্তু একজন ব্লগারের কাছে এই মৃত্যু হালকা কিছু নয়। এটা ব্লগার মাত্রই জানেন।
তবে ব্লগে ব্যান হওয়া এখন ব্লগারদের জন্যে খুব বেশি ভয়াবহ বিষয় নয় যেহেতু বাস্তবেও তাকে জবাই হতে হচ্ছে। যেই কারনে একজন ব্লগারকে ব্লগে মৃত্যুদন্ড দেয়া যায় সেই একি কারনে তাকে বাস্তবেও খুন করা যেতে পারে কিনা সেই প্রশ্ন আমাদের উঠাতে হচ্ছে কারন একজন ব্লগারের কাছে এই মুহুর্তে ভার্চুয়াল এবং বাস্তব মৃত্যুর দুরত্ব কমে এসেছে।
ব্লগে অপরাধ করার খাতিরে কাউকে ব্লগে ভার্চুয়াল মৃত্যুদন্ড দেয়া যেতে পারে। কিন্তু যখন কাউকে খুন করা হয় অথবা করার চেষ্টা করা হয় অথবা কেউ তার খুনের দাবি তোলে বাস্তবে, তখন তার সাথে সহমত হয়ে যদি তাকে ব্লগেও ভার্চুয়ালি খুন করা হয় তখন আসলে তার হত্যাপ্রচেষ্টা অথবা হত্যাকেই বৈধতা দেয়া হয়। সেই ইতিহাস বাংলা ব্লগে রচিত হইলো। ব্লগারের মৃত্যুদন্ডে সাক্ষর করেছে বাংলা ব্লগ।
কিন্তু ব্লগ কেনো খুনি হয়ে উঠলো? আসিফ মহিউদ্দীন যদি কোন অপরাধ করে থাকে তাইলে তারে আগে কেন ব্যান করা হইলোনা? কেনো তারে হত্যাচেষ্টা করার পরে, তার ফাঁসির দাবিতে মোল্লারা আন্দোলন করার পরে তার ব্লগটাকে মুছে দেয়া হলো? বাংলাদেশ সরকার এবং সরকারি হুকুমত কায়েম করতে গিয়া সামহোয়ারইন কর্তৃপক্ষ আসিফ মহিউদ্দীনকে হত্যার বৈধতাই দিয়া দিলেন।
তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? ব্লগে লিখার কারনে আপনে খুন হইতে পারেন, এবং আপনার ব্লগিয় ও রাষ্ট্রিয় কর্তৃপক্ষ সেইক্ষেত্রে কোন দায়ভার না নিয়া বরং আপনাকে ব্লগ এবং তার রাষ্ট্রের মানচিত্র থেকে নির্দিধায় মুছে ফেলতে পারে। এবং আমরাও সকল দায়ভার অস্বিকার করে আসিফরে বলতে পারিযে, ব্যাটা তুই ১৪ জানুয়ারী কেন মইরা গেলিনা।
একজন ব্লগার হিসাবে আপনে কি দায়ভার অস্বিকার করবেন, নাকি দায় নিবেন। এই স্বিদ্ধান্তের উপরে বাংলাদেশের ব্লগারদের ভবিষ্যত নির্ভর করবে, বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করবে।
২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
সরোজ রিক্ত বলেছেন: blogger and asif, the two are different things.
৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
tumpa roy বলেছেন: আসিফ মহিউদ্দীনের ব্যানের তীব্র প্রতিবাদ জানাই।
৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭
মনজুরুল হক বলেছেন: 'তোমারে বোধিবে যে গো-কুলে বাড়িছে সে'!
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২১
মিনেসোটা বলেছেন: মগবাজারের ছাগুরা ব্লগে লিখে লাখ টাকা কামায়, আপনি ফ্রী তে কেন লেখেন?
৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
নিকষ বলেছেন: ব্লগ টাকার জন্য লেখে না, বিষয়টাতে পুরাপুরি একমত না – কারণ ভিতরে থেকে সায় পাই না। আপ্নে হয়ত লেখেন না, তার মানে এই না যে কেউ লেখে না। ৫০০ টাকা দিয়া যেমন গাড়ি ভাঙ্গান যায়, তেম্নি কিছু কিছু লেখা পড়লে মনে হয় না যে, কেউ তার চিন্তাভাবনা, মতামত অথবা বিশ্বাসে এগুলি লেখসে। নিজেরে দিয়া কম্পেয়ার কইরা যেটা মনে হয়।
ব্লগার হইল শাখের করাত। ব্লগার ব্লগ লেইখা যেমন গনতন্ত্রের বিকাশ ঘটায়, সরকারের পতন ঘটায়, তেমনি গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশী আক্রমনের সুযোগও কইরা দেয়। অতঃএব ব্লগারদের উচিত, রেস্পন্সিবল আচরণ করা। কিন্তু করবে কয়জন?
৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন: কথা পরিষ্কার।
ব্লগারদের ব্যান করে এবং তাদের হয়রানি করে সরকার একটা কথা জানিয়ে দিলো- সরকার ই শেষ বাক্যটা বলবে। আমরা আম জনতা কি বলছি, তা তারা শুনবেনা। আমরা যাই বলবো না কেন, শেষ কথা তাদের। আজকে যদি ব্লগারদের "ফাক" কথাটা বলতে না দেয়া হয়, কালকে তাহলে তাদের "ফাক দ্যা গভর্নমেন্ট" কথাটাও বলতে দেয়া হবেনা। এবং সেই ভয়েই সরকার চাইছে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন রুদ্ধ করতে। আস্তিকতা নাস্তিকতা এখানে মোটেই সরকারের মাথাব্যাথা না, তাদের মাথাব্যাথা সরকার বিরোধিতা নিয়ে। কেউ ভয়েস রেইজ করলেই তাকে ধরার প্রসিডিওর শুরু হয়ে গেলো।
ভুলে গেলে চলবে না, শাহবাগ মুভমেন্টের শুরুটা হয়েছিলো ফেসবুক, ব্লগ থেকেই। ফেসবুকের নিজস্ব একটা কালচার আছে। এটা নিজে নিজেই ডেভেলপ হয়। এই কালচার কে পার্টিকুলার কোন এজেন্ডার জন্য নিয়ন্ত্রনের চেষ্টা করা বৃথা।
আর সামুর কাছ থেকে এই ব্যাপারে বিবৃতি চাই।
৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৭
দিশার বলেছেন: সব কিছু নষ্ট দের অধিকারে ....
৯| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: নিজেদের চিন্তা ভাবনা, আশা আকাঙ্খা, বিপ্লবের বাসনা তারা ব্লগে লিখে প্রকাশ করেন। একজন ব্লগার নাস্তিকও হইতে পারে, মোল্লাও হইতে পারে। একজন ব্লগার দিনশেষে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, বেকার, গৃহিনী অথবা নেহায়েত ভাদাইম্মা। তারপরেও সে যখন ব্লগিং করে, নানান সম্পর্ক ও ঐক্য নির্মান করে এবং একিসাথে রাজনৈতিক তৎপরতা চালাতে চায় তখন সে আসলে গ্রামসি যারে অর্গানিক বুদ্ধিজীবী বলেছে সেই অর্গানিক বুদ্ধিজীবীর ভুমিকাটাই পালন করে।
সহমত ..গুরুত্বপূর্ণ পোস্ট
১০| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কিছু শেখার আছে আপনার কথাগুলি থেকে।
বাক স্বাধীনতার জয় হোক, আর ধ্বংস হোক এর নির্মম অপব্যাবহারকারীদের।
১১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
সাইবার অভিযত্রী বলেছেন: আওয়ামী ইসলামী লীগ, বাংলাদেশ; দেশে ইসলামের সুবাতাস বইয়ে দিয়েছে!
ইসলাম বিরোধী কথা বললে মামলা হচ্ছে । ব্লগে নজরদারী করে নাস্তিকদের ব্যান মারছে, সুবহানাল্লাহ !!
আসুন আমরা যুগের রাবেয়া বসরী, তপসী জননেত্রীর জন্য দোয়া করি । নির্বাচনের সময় আসছে, আশা করি উনি তাড়াতাড়ি হিজাব - তসবী নিয়ে জনসমক্ষে চলে আসবেন ।
Click This Link
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো বলেছেন...
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয়তে নিলাম...
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০
দন্ডিত বলেছেন: সরকারের এই ব্লগ নিয়ন্ত্রনের চেষ্টা ধর্মের নামে করতেছে। কিছু আইন পাশ হবে। দমনমূলক আইন অন্য দলের সরকারও উইথড্র করে না। তাই অনলাইনে দমিত হওনের চিরস্থায়ী বন্দবস্ত হবে।