নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

ছিনেমাগুলো এমন হওয়া উচিৎ যেন তা দেশের অবস্থার সাথে খাপ খায়

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

যে কোনো দেশের সাহিত্য এবং চলচ্চিত্র হল এমন একটা মাধ্যম যা সে দেশের এবং সেখানকার মানুষদের সম্পর্কে আমাদের বুঝতে শেখায় । কারণ এগুলোতে উঠে আসে তাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক ইত্যাদির প্রকৃত অবস্থাটা, পুরোপুরি না হলেও অন্তত আংশিকভাবে এটা সত্য ।



কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র দেখে ঠিক কয়টা মানুষ আমাদের সম্পর্কে ধারণা পাবে? আদৌ কি পাওয়া সম্ভব? মোটেও না । কারণ আমাদের ছিনেমা থেকে শুরু করে নাটক, টেলিফিল্ম, সিরিয়াল সব কেমন বাস্তবতা বিবর্জিত ।



আমার মতে ছিনেমাগুলো যদি বাস্তব কাহিনীর উপর নির্ভর করে গড়ে উঠত, তবে তা আরো বেশি গ্রহণযোগ্য হতে পারত । আমরা বহুকল আগে থেকেই ছবিতে প্রেম-ভালোবাসা, মারপিট, চিৎকার করে বলা সংলাপ ইত্যাদি দেখে আসছি । আবার দেখেছি বিদেশী কাহিনীর আমদানী ।



একটা দেশীয় গল্প তৈরির জন্য যেসব উপাদান দরকার, তার কি কোনো অভাব আছে আমাদের? আমার তা মনে হয় না । আমাদের সমাজের ঘাত-প্রতিঘাতগুলোকে নিয়ে এসে একে আরো বেশি মানবীয় করে ক্যামেরার সামনে তুলে ধরতে পারলেই আর কিছু দরকার হয় বলে মনে হয় না । অন্যান্য দেশের বেশিরভাগ চলচ্চিত্র তৈরি হয় বিভিন্ন গল্প উপন্যাস থেকে । আমাদের দেশেও তা করা যেতে পারে । অনেক ভালো ভালো লেখক আছে যাদের লেখা ছিনেমা বানানোর যোগ্য । একটু এদিক সেদিক করে একটা সুন্দর স্ক্রিপ্ট গড়ে তোলা সম্ভব ।

সামাজিক ছবিগুলোর পাশাপাশি অ্যাকসন ও থ্রিলার-ধর্মী ছবিও বানানো সম্ভব আমাদের দেশীয় কাহিনী থেকেই । যেমন সুন্দরবনের জলদস্যু আর রাজু বাহিনীর কথা আমরা জানি । এগুলোও কোনো এক অ্যাক্সন ছবির বিষয়বস্তু হতে পারে । বিদেশী সেইসব গডফাদার, স্পাই ইত্যাদি আর কত? প্রায়-ই পত্রিকায় ভয়াবহ খুন, অপরাধ, মাদক-সম্রাট, ইয়াবা-সম্রাঙ্গী এদের দেখা পাই আমরা । এগুলো নিয়ে একটা থ্রিলার গল্প গড়ে তোলা কি খুব বেশি কঠিন?



আমার মনে হয় যদি এইসব ব্যাপারগুলো কাজে লাগানো যায়, তাহলে আমাদের দেশের ছবিগুলো আরো খাটি হবে, কারণ তখন নকলের অপবাদ থেকে মুক্তি পাওয়া যাবে । দেশীয় কাহিনী লোকে দেখে আরো খুশি হবে, আর এ শিল্পের উন্নতির যে স্বপ্ন আমরা দেখি সেদিকেও আমরা অনেকটা এগিয়ে যেতে পারব । বিদেশী সংস্কৃতি-পেমী ও বোদ্ধা মহলের কাছেও আমাদের ইমেজ ভালো হবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

বেকার যুবক বলেছেন: সহমত। অনেক চিন্তাই মাথায় আসে, কিন্তু যখন মনে হয় অন্যদের বাস্তবায়নের দিকে আর কতদিন তাকিয়ে থাকব, নিজে বা নিজেদের চিন্তামত কাজ কবে করতে পারব, তখন আর বেশি কিছু বলতে বা লিখতে ইচ্ছা করেনা। লোকেরা তো মনে করে ব্যবসা করতে পারলেই বুঝি হলো।


সিনেমা-ভালোবাসা আজকালঃ আরো ভালো হতে পারত

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

বোধহীন স্বপ্ন বলেছেন: একটা পরিবর্তন মনে হয় আসবে, তবে তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে কে জানে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.