নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
২০০৩ সালে একবার কক্সবাজার গিয়েছিলাম। উদ্দেশ্য কক্সবাজার সৈকতে সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যার ফটো-শুট।
২৩ সেপ্টেম্বরের সকালে যাত্রা করে, প্রায় ২৪ ঘণ্টা পর কক্সবাজার পৌঁছানো।
যতদূর মনে আছে - দোতালা বাসটা প্রায় ঘণ্টা দুয়েক পর পর নষ্ট হচ্ছিল। সে ফাঁকে সবাই মিলে নেমে গিয়ে চা খাওয়া, হৈ চৈ করে গান গাওয়া।
যে যাত্রায় আমার বন্ধু সাইফুল হাসান রিকু'র ঘটকালিতে আমার স্ত্রী আজিজা আহমেন পলা'র সাথে প্রেমের শুরু।
আরেকটি প্রেম হয়েছিল; কঠিন প্রেম; গানের প্রেম। গান পাগল কনক আদিত্যের সাথে।
জীবনে অনেক রংবেরং এর কাজ করেছি। সেবার হয়েছিলাম মডেল। পলার কাজ ছিল মডেলদের সমন্বয়। কনক ছিল শিল্প নির্দেশক।
শুটিঙের ফাঁকে, রাতে বিচের বালুতে হেঁটে - গান। বাউল, ভাটিয়ালি, ঠুমরী, কীর্তন, কাওয়ালী। আহা সে বড় রঙ্গিন রাত-দিন।
এরপর পথ চলায় আমরা কাজের পার্টনার, ব্যবসার পার্টনার হয়েছি।
রাত জেগে আমার বইয়ের প্রকাশনা, দেশাল দাঁড় করাবার কাজ করেছি।
আজও মন খারাপ হলে, রাতে ছুটে যাই বন্ধুর কাছে - গান শুনতে। একা, সপরিবারে বা সবান্ধবে।
নতুন কোন ইনস্ট্রুমেন্ট বানানো হলে, বা নতুন কোন কম্পোজিশন তৈরি হলে - কুটুম খবর দেয়।
পয়সা ধার করার দরকারেও প্রথম ফোন দেই তাকেই
আমরা আজও দুজন দুজনকে -কুটুম - ডাকি।
কুটুম অনেক দিন থেকে দেশে-বিদেশে গান বাজনা করলেও এলবাম প্রকাশ করেনি।
আজ প্রকাশিত হচ্ছে কুটুম আর রাহুল কুটুমের প্রথম এলবাম। সাথে আরও আয়োজন থাকছে।
বেশিরভাগ যন্ত্র ওদের নিজেদের বানানো। সুর উঠে এসেছে বাংলার মাটি থেকে।
গত-দিন রাতে যখন সবাই মিলে এলবামের কাজ করছিলাম, প্রশ্ন করালাম - গানের কপি স্বত্ব কি হবে? তখন ওরা বিনয়ের সাথে বলল - কুটুম, আমরা এখনও গান ব্যাচার যোগ্য নিজেদের মনে করি না। তাই কপি স্বত্ব মুক্ত করে দিলাম। যে যেমন কপি করুক। গান মানুষের কাছে পৌঁছালেই হল। কেউ কিছু দিতে চাইলে অনলাইনে দিতে পারে।
খরচ উঠবে কিভাবে প্রশ্নের জবাবে বলল - এতদিনে গান গেয়ে যা আয় করছি, তা দিয়েই এলবাম প্রকাশ করলাম। মুদ্রনমুল্যে কিছু সিডি দেশাল ও যাত্রায় বিক্রির জন্য থাকবে।
এমন ভালবাসায় বাংলার গান বড় হতে থাক, চলে যাক দেশে বিদেশে, গানের প্রেম মানুষকে আরও কাছাকাছি আনুক। গান দিয়ে ভালবাসা হোক - মানুষের সাথে, দেশের সাথে, পৃথিবীর সাথে।
কুটুমদেরকে প্রথম এলবাম প্রকাশের অভিনন্দন !!!
জলের গানের গানের ভক্তদের জন্য শুভেচ্ছা !!!
২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম বলেছেন: এমন ভালবাসায় বাংলার গান বড় হতে থাক, চলে যাক দেশে বিদেশে, গানের প্রেম মানুষকে আরও কাছাকাছি আনুক। গান দিয়ে ভালবাসা হোক - মানুষের সাথে, দেশের সাথে, পৃথিবীর সাথে।
কুটুমদেরকে প্রথম এলবাম প্রকাশের অভিনন্দন !!!
জলের গানের গানের ভক্তদের জন্য শুভেচ্ছা !!!
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬
টুং টাং বলেছেন: ধন্যবাদ সুফি ভাই।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
লিংকন১১৫ বলেছেন: হুম , আপনাদের গান গুলু শুনেছি ভালোই লেগেছে
হয়তো আপ্নারা একদিন দেশের অনেক বড় ব্যান্ড হবেন
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮
অন্ধ আগন্তুক বলেছেন: জলের গানের সাথে গলা মেলানো কী অপার্থিব এক অভিজ্ঞতা সেইটা বকুলতলায় সন্ধ্যায় না দাঁড়াইলে বোঝা যাবে না !
দেশী যন্ত্রের সাথে সাথে মায়াবী সপ্নালু সব গানের কথা !! আহা আহা !!
জলের গানের উথালা পাথাল ঢেউ , ছড়িয়ে যাবে !
খুবই ভালো লাগলো আপনার পোস্ট ! দেশালের পিছনের মানুষটার ব্লগে আসতে পেড়ে আনন্দিত ।
শুভরাত ।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
সাদা রং- বলেছেন: গতকাল মাছরাঙ্গা টিভিতে ওদের গান শুনলাম, ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
সুফি ফারুক বলেছেন: গানের লিংক : http://jolergaan.bandcamp.com/