নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
যারা সাভারের জন্য অর্থনৈতিক ভাবে কিছু করার জন্য মনস্থ করেছেন, কিন্তু এখনও টাকাটা খরচ করেননি, তাদের জন্য এই পোস্ট:
এই মুহূর্তে - উদ্ধার, চিকিৎসা, লাশ পৌঁছানোর মোটামুটি ব্যবস্থা হয়েছে।
তাই এসব খাতে সাহায্যের খুব একটা প্রয়োজন নেই।
বরং প্রাথমিক চিকিৎসা শেষ হবার পরে, বিভিন্ন ধরনের প্রয়োজন বাড়বে।
সে সময় সেগুলোর খরচ চালানো এবং ওদের পাশে থাকা বেশি দরকার।
যারা গুরুতর আহত হয়েছেন তাদের দীর্ঘ মেয়াদে চিকিৎসার বিষয় আছে।
তারা যতদিন চাকরি না পাচ্ছে, তাদের ঘর চালাবার বিষয়ও আছে।
এসব কাজে তাদের পাশে থাকা, এখনকার সহযোগিতার মতই জরুরী।
সময় যত যাবে - ক্রমশ সাহায্য করা লোকের সংখ্যা কমে আসবে।
সংগঠিত সাহায্য করার খাতও কমে যাবে।
তাই সেসময় আপনার সাহায্য সবচেয়ে বেশি কাজে লাগতে পারে।
আপনি যদি সাহায্য করতে চান, তবে:
প্রথমে - আপনার এলাকার খোঁজ নেন। আপনার এলাকার কেউ এই দুর্ঘটনায় পড়েছে কি না।
সেরকম কেউ থাকলে, সরাসরি তাকে সাহায্যটা করুন।
সাহায্যের পাশাপাশি তার খোঁজ খবর রাখাটা একই ভাবে জরুরী।
যদি সরাসরি না করতে চান তবে:
এ ধরনের প্রোগ্রাম যাদের থাকবে, তাদের কাছে টাকাটা পৌঁছে দিতে পারেন।
আমার জানা মতে - গণজাগরণ মঞ্চ, প্রথম আলো ট্রাস্ট এ ধরনের উদ্যোগ নিচ্ছে কথা ভাবছে।
আর কোন নির্ভরযোগ্য উদ্যোগ চোখে পড়লে পরবর্তীতে জানিয়ে দেব।
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
নিমচাঁদ বলেছেন: সহমত
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
আদনান আমিন বলেছেন: মাথা ঠান্ডা রেখে পোস্টটি দেয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের স্টিকি পোষ্টের উদ্যোগে উঠানো টাকাটাও এই ভাবে খরচ করব আমরা।