![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্তুরের এর নির্বাচনী হাওয়া জোড়েসোরে বহিতেছে। নৌকার জোয়ার চলতেছে। তবে কুড়ে ঘরও কম যাইতেছে না। হ্যারিকান মার্কাও একটা ছিল। পটুয়াখালী শহরের লন্চ ঘাট। ওখানে ছোট ছোট পানের দোকান ছিল। স্থানীয় ভাষায় যাকে বলে আলগা দোকান। ওর মধ্যে দুটা দোকান আমার প্রিয় ছিল। কাঠের দুটা নড়বড়ে বেন্চ পাতা থাকত দোকানের সামনে। যখন ভীড়ভাট্টা কম থাকত তখন আমি আরও দুএকজন পড়াশুনার ফাকে ফাকে অথবা স্কুল ছুটির সময় ওখানে যেয়ে আড্ঢা দিতাম। আমি তখন ক্লাস টেনের ছাত্র। এই আড্ঢা দেওয়ার জন্য মুরব্বীদের বকাঝকা খাওয়া লাগতো। ঐ দোকান দুটা ছিল ইন্সূ ভাই (ইউনুস ভাই) আর শিরু ভাইর (শের আলী ভাই)। ওনারা দুজনেই মধ্য বয়সি ছিল। পানের দোকানী হলে কি হবে ওনাদের ছিল রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব। ওনারা মজার মজার কথা বলত। বেশীর ভাগই কথা বার্তা হত রাজনীতি নিয়ে। আর আমরা বেশির ভাগ সময়ে ছিলাম শ্রোতা। কথায় কথায় একদিন শিরু ভাই বলতেছে নৌকা যদি আইস্শা (এসে) যায় তবে বাইশ্ (২২) পরিবারের বদলে বাইশসো (২২০০) পরিবার আইইয়া (এসে) যাইব। তখনকার দিনে পূর্ব পাকিস্তানে বাইশ পরিবার একটা বড় ইস্যু ছিল। পশিচমা (পশ্চিম পাকিস্তানিরা) আর অবাঙ্গালীদের (যারা ইন্ডিয়া থেকে এসেছিল) তাদের কুক্ষিগত ছিল বাংলার সম্পদ। বড় বড় ব্যবসা বানিজ্য শিল্প প্রতিস্ঠান সবই ওদেরই ছিল। ওরাই প্রশাসনের সহযোগিতায় সব লুটেপুটে নিত। ঐসব ইতিহাস সাক্ষী। যাক আগের কথায় আসি, ঐদিন ইনসু ভাইয়ের জবাবটা এখনো মনের মধ্যে গেথে আছে। আরে দ্যাখ শির্রাহ্, পশ্চিমারা হইছে ১২০০/১৩০০ মাইল দুরে মধ্যে আবার ইন্ডিয়া অগো পামু কেমনে (ওদের পাব কেমন করে)। আর মোগো (আমাদের) শ্যাখের (বঙ্গবন্ধু) বাড়ী মোগো পাশেই। লাগলে হাত্ড়াইয়া হাত্ড়াইয়া শ্যাখের বার্তে জাইয়া উঢমূ (দরকার হলে সাঁতার কেটে বঙ্গবন্ধুর বাড়ী যেয়ে উঠবো)। বঙ্গবন্ধুও নাই আর না আছে শিরু ভাই ইনসু ভাই। পটুয়াখালী ৭১, এর এপ্রিল পর্যন্ত স্বাধীন ছিল। পটুয়াখালী দখল নেওয়ার জন্য পশ্চিমা হানাদার বিমান বাহিনী আক্রামন করে নির্বিচারে বিমান থেকে গুলি করে অগনিত সাধারন মানুষকে শহীদ করেছে লন্চ ঘাটে। ওর মধ্যে শিরু ভাই ও ইনসু ভাইও ছিল। ঐ লন্চ ঘাটেই হিন্দু মুসলীম সবাইকে গন কবর দিয়েছ হানাদাররা। না আছে কোন স্মৃতি সৌধ না আছে কোন চিন্হ। তারপরতো দেশীও হানাদাররা বঙ্গবন্ধুকেও ছাড়লনা। বঙ্গবন্ধু আমাদেরকে (বাঙালীদেরকে) অনেক স্বপ্ন দেখিয়েছিলেন...................।
Sent from my iPhone
©somewhere in net ltd.