![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
১০৪) বটগাছ যা বোঝে মানুষ বোঝে না
একটা প্রাচীন বট গাছ এর শিকড়ে
কতটুকু বেঁচে থাকা বসবাস করে?
শিকড় ছড়াতে ছড়াতে
গাছের বিশালতায়
পাতাগুলো ঝিরঝির কাঁপে।
কত পাখি
কত মানুষ
বিশ্রামের আয়োজনে বসে থাকে
ছায়ার কাছে শীতল হবার জন্য।
শিকড় ছাপিয়ে উঠে আসে
বনজ টান।
ছড়াতে থাকে পাখীতে ,মানুষে।
পাখি উড়ে চলে যায়
পড়ে থাকা পালক তার রেখে যায় শেকড়ে।
আর মানুষেরা চলে যায়
রেখে যায় সুখ দুঃখের মত নিঃশ্বাস কিছু।
একটা বট গাছের কতটুকুই বা লেখা যায়?
স্মৃতির বিভ্রম বলে কি কিছু নেই বয়সী বটের?
তিন'শ চার'শ বছরের বটগাছের স্মৃতি কথায়
জড়িয়ে থেকে কত অজস্র পাখি
আর মানুষের টান।
একটা মানুষ জন্মে একটা বটগাছ
কতটাই বা শেকড় ছড়াতে পারে?
স্ম্বতি জমে থাকে।
শেকড় থেকে শেকড়ে
পাতায় পাতায়
গাছের বাকলে।
আর বটগাছ শতাব্দীর পর শতাব্দী
ছায়া দিয়ে যায়।
অহংকারী মানুষ যখন উল্লাসে ভুলে যায়
ছোট্ট এ জীবনের সরল অংক সব।
ভুলে যায় চলে যাওয়া !
প্রাচীন বটগাছ চেয়ে থাকে.....
এমন কত জীবন চলে গেছে
চোখের পলকে।
পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।
ছবি সুত্র:
Click This Link
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছো?
ভালো বলেছো.....।
শুভেচ্ছা নিও।
২| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:১৭
ত্রিভুজ বলেছেন: চমৎকার বটবৃক্ষ... কবিতাটা আরো সুন্দর...
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
অনেকদিন পর আপনাকে দেখলাম।আশাকরি ভালো আছেন।
ছবিগুলো অনলাইন থেকে নেয়া.......
যদি ও কবিতায় আমি নিজের তোলা ছবি দেই।
বটগাছের ছবি হাতের কাছে পেলাম না।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
৩| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:২০
আশরাফ মাহমুদ বলেছেন: "পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।"
ছবিটা সুন্দর। কবিতা সুন্দর। সবই সুন্দর।
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছো?
দেখি না কেনো?
তোমার শহর ঘুরে এলাম পরশু।
ওখানে গেলে মনে পড়ে ঐ শহরে তুমিও থাকো।
ভালো থেকো।শুভকামনা।
৪| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:২৬
বিবর্ণ বলেছেন: ঝিনাইদহের মল্লিকপুর সুইতলার বটগাছ দেখেছেন? এশিয়ার সবচাইতে বড় বট গাছ......
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন: নাহ্.........।ছবি দেখি নি।
জানতাম ও না।
আমাদের লালমনিরহাট এ একটা বটগাছ আছে খুব নামকরা।দুর দুরান্ত থেকে মানুষ আসে দেখতে।শেকড়গুলো মাটিতে ছড়ানো।
কেমন যেনো ছম ছম লাগে ওখানে গেলে।
কখনো পারলে ছবি পোষ্ট করবেন গাছটার।
আর আমি ও এখুনি দেখছি গুগুল এ।
শুভেচ্ছা।
৫| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৫:০১
রুবেল শাহ বলেছেন: তোর কোন লেখায় মন্তব্য করার মত লেখনি শক্তি আমার নেই-------
শুধু বলব সময় তোমাকে ঠিকই আবিস্কার করবে একজন শক্তিমান কবি হিসেব।
ভাল থাকিস
শুভেচ্ছা রইল
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৫:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত দারুণ করে লিখো রুবেল........চোখ ভরে যায়।
অনেক ভালো থেকো।
শুভকামনা........
৬| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৫:২২
রুবেল শাহ বলেছেন: কবিদের চোখ সব সময় আবেগী থাকে তাদের চোখ সুন্দরের পুজারী---
তারা সামান্য কিছুতেই মোহনীয় রূপ খুজে বেড়ায় তায় হয়তো আমার সামান্য কটা লাইনে অদৃশ্য কোন শব্দ দেখে তোমার চোখ জোড়া ভরে গিয়েছিল------------------
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি যে বলো রুবেল......কবি হওয়া কি সহজ কথা?
তুমি অনেক ভালো লেখো।
শুভেচ্ছা।
৭| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৬
কোলাহল বলেছেন: বটবৃক্ষ...... আসলেই ।
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই বটবৃক্ষ সব বুঝতে পারে।
শুভেচ্ছা ।
৮| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:০৫
আসিফ আহমেদ বলেছেন: শুধু চলে গেলে না, একবার বিশ্বাসে আস্হায় চিড় ধরলেও একই কথা... নো ওয়ে টু কাম ব্যাক।
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সত্যি কথা...........।
কেমন আছো আসিফ?
শুভেচ্ছা নিও।
৯| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:০৭
সবাক বলেছেন:
গুরু নমস্কার ।। গুরু তিরস্কার ।। গুরু বটবৃক্ষ!!
শুভসকাল
(আমি এখন কম কথা বলি)
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: আচ্ছা তাই না কি?
কম কথা বলো?
ঘটনা কি?
শুভেচ্ছা নাও।যা কবিতা লিখলা দুখু মিয়া।
১০| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: মানুষ হয়তো বটের মত স্থির না তাই হয়তো এত ঝামেলা!
চমৎকার লাগলো আপু!
++
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: হুমম......।
খবর কি শান্ত ।আছো কেমন?
ভালো থেকো।
শুভেচ্ছা।
১১| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:১৫
শফিউল আলম ইমন বলেছেন: পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা .......যথারীতি চমৎকার লেখনিতে মুগ্ধ হলেম।
কেমন আছো আপু???
ভালো থেকো সবসময়।
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো আছি ইমন।
তুমিও অনেক অনেক ভালো থেকো।
ছোট বোনটা কেমন আছে?
শুভকামনা।
১২| ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৩
কঁাকন বলেছেন: মানুষ বরাবরই অবুঝ
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন: তাই কি?
শুভেচ্ছা কাঁকন।
১৩| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:১৫
দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা....
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা থাকলো.........।
১৪| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৭
আশরাফ মাহমুদ বলেছেন: আমি ভালো । ঢের।
আপনি? একবার জানালেন না, এখানে এলেন!
দাঁড়ান, সামনের মাসে (অগাষ্ট) আম্মু ফিরে আসছে, আপনার আর রান্নার ভয় নেই।
সব কিছু ঠিক তো? শুভকামনা।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক আছে অগাস্ট এর পর বলে কয়ে আসবো।
আমি ও আগেও বলেছিলাম রান্না ভয় পাই না.......।এসে বেড়ায় যাও।
চলছে জীবন।ভালোই।তুমি ভালো থেকো।
১৫| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৮:৩১
আমি ও আমরা বলেছেন: মানুষগুলো ফিরে আসে, তবে ধান্দা করতে, বুড়ো বট গাছকে কেটে ওখানে একটি রাস্তা বানাবে ঠিক করেছে। মানুষগুলো ফিরে ঠিক এইভাবেই।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: এটাও একটা সত্যিকার ব্যাপার........।
তবে আমার লেখার চলে যাওয়াটা একেবারে চলে যাওয়ার কথা।মানুষ আমরা যদি সবাই চলে যাবার কথাটা ভাবতাম.........পৃথিবীতে এত বৈষম্য থাকতো না......
বেঁচে থাকলে মানুষের চাওয়ার কোন সীমা থাকে না।
ভালো থাকবেন।
অনেক শুভেচ্ছা।
১৬| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৫
আবু সালেহ বলেছেন: পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।
মানুষ বোঝে না....মানুষ বোঝে না...
ছবি পছন্দ হইছে.....
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ..........।
কত সুন্দর সুন্দর যে ছবি আছে।লিন্কটায় দেখতে পারেন।
অনেক শুভেচ্ছা।আশাকরি ভালো আছেন।
১৭| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৪
আবুল বাহার বলেছেন: কেমন করে যে আপনি বিষয় গুলো তুলে ধরেন ?
বট বৃক্ষের বর্ননাটাও খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা রইলো।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ আপনার এই পর্যবেক্ষণের জন্য............।
আসলে কত কিছু যে ভাবায়........।
যেমন করে ভাবি সব সময় তেমন করে লেখে হয় না।
অনেক শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকবেন।
১৮| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:২৬
প্রচেত্য বলেছেন: মানুষ ঠিকই হয়ত বুঝতে পারে কিন্তু মানুষের মন বোঝেনা
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন: হয়তোবা.........।
শুভেচ্ছা প্রচেত্য।
১৯| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৯
পথিক!!!!!!! বলেছেন: সিম্লি অনুভূতির চরম উৎকর্ষ জাগানো কবিতা ...
ছবিটাও মারভেলাস
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ পথিক।
অনেকদিন পর দেখলাম........।কেমন চলছে পথ হাঁটা?
অনেক শুভেচ্ছা।
২০| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৪
রন্টি চৌধুরী বলেছেন: পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন: হুমম্............।কি খবর রন্টি?
শুভকামনা থাকলো।
২১| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:৫০
বিবেক সত্যি বলেছেন:
কাঠফাঁটা রদ্দুরে চারিদিক তপ্ত
করবে কি ? - কৌশল করে নাও রপ্ত
কোথা বসে বিশ্রাম নিতে মন চায় কি ?
কানপেতে শোন; পাখি গান-টান গায় কি ?
যদি পাও চলে যাও দ্বিধাহীন চিত্তে
পেয়ে যাবে বটগাছ একা নিভৃত্যে (বানান ... ? )
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুণ তো!
নিভৃত্যে.......নিভৃতে হবে মনে হয়।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা।
২২| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৮
নুরুন্নবী হাছিব বলেছেন: বটবৃক্ষের ফডোকগুলা দারুন...লেখাটাও....
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ফটোকগুলা গুগুল এ আছে।
আমি ও অনেকক্ষণ বসে শুধু বটগাছের ছবি দেখলাম।
ভালো থাকবেন,শুভেচ্ছা।
২৩| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ১০:৩১
সুরভিছায়া বলেছেন: একটা প্রাচীন বটগাছের শিকড়ে বেচেঁ থাকার অনেক উপকরন ছড়িয়ে থাকে দেখতে পাচ্ছি বটে।
চলে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে দাড়িয়ে থাকে বিষন্ন বটগাছ।
এ বটগাছটি কি শ্রীপুরের রাস্তার পাশে ?
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক জানি না.......লিন্কটায় ঘুরে আসলাম।জায়গার কথা লেখা নেই।
ভালো থাকবেন।শুভেচ্ছা।
২৪| ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: আর বটগাছ শতাব্দীর পর শতাব্দী
ছায়া দিয়ে যায়।
অহংকারী মানুষ যখন উল্লাসে ভুলে যায়
ছোট্ট এ জীবনের সরল অংক সব।
ভুলে যায় চলে যাওয়া ......................অপূর্ব!!!
শুভেচ্ছা থাকলো।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ চিটি.............।
কেমন আছো?অনেক ভালো থেকো।শুভেচ্ছা।
২৫| ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭
ফারহান দাউদ বলেছেন: শিরোনামটা পছন্দ হইসে,গাছটাও।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: আচ্ছা.........
শুভকামনা থাকলো।
২৬| ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
আহসান হাবিব শিমুল বলেছেন: হমম।কবিতা ঠিক বুঝিনা কিন্তু এইটা ভালো লেগেছে।অকারণ ভালো লাগাও বিচিত্র মানুষের এক চমৎকার বৈশিষ্ট।কবিরা কি বলে?
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠিক তাই..........
মানুষের ভালোলাগার কোন সীমা নেই......আর কার যে কি ভালো লাগে!
পড়বার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা।
২৭| ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: দারুন ! B
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ......।
শুভেচ্ছা.....।
২৮| ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:১০
মুকুল বলেছেন: পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।
.....
.....
.....
দূর্দান্ত!
*****
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ মুকুল..।কেমন আছো?
সবাই ভালো?
অনেক অনেক ভালো থেকো।
শুভকামনা।
২৯| ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:২০
মানুষ বলেছেন:
কতো যে কথা এইটুকু গাছ
কতো যে কান্না এইটুকু গাছ
একটা সময়ের কিছু চিহ্ন
দাগ কেটে যায় কোথায় যেন
একটি গাছ, কেমন ভিন্ন
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: মানুষ...........অসাধারণ......।
অনেক অনেক ধন্যবাদ,
শুভেচ্ছা......।
৩০| ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:২৪
প্রাকৃত বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানাই আপু!
''বটগাছ যা বোঝে মানুষ বোঝে না''
নামটা খুব ভাল লাগছে........
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ প্রাকৃত......।
কবিতার নামকরণে আমি খুবই কাঁচা............
কি যে কষ্ট হয়!
নামটা ভালো লাগছে জেনে খুশী হলাম।
অনেক ভালো থেকো।
সুন্দর থেকো।
৩১| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
রণদীপম বসু বলেছেন: কবিতা দারুণ, ছবিটা চমৎকার !
Click This Link
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ...........
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা......।
৩২| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
চিকনমিয়া বলেছেন: এই কবিতাডা কতডা ভালা হইচে, আফা কি হেইডা জানে নিকি?
পেলাচ
০২ রা আগস্ট, ২০০৮ রাত ২:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: চিকন সাহেব অনেক ধন্যবাদ.............
ঠিক জানি না।
প্রিয়তে নেয়ার জন্য ম্যালা থ্যাংকস্।
শুভেচ্ছা।
৩৩| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
চিকনমিয়া বলেছেন: পোস্টটি আপনার পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে
৩৪| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
রুবেল শাহ বলেছেন: ঠিক বলেছ কবি হওয়া এত সহজ না -----
তবে আমার এক বন্ধুকে বলেছিলাম .........
কবিতা যার উপর ভর করে কবিতা তাকে কবি না বানিয়ে ছাড়ে না।
বুঝলে---------- শুভেচ্ছা নিও
০২ রা আগস্ট, ২০০৮ রাত ৩:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: তা ঠিক............
তবে কবি হওয়া অনেক কঠিন ব্যাপার।
আমার তো তাই মনে হয়।
অনেক ভালো থেকো রুবেল..........তোমার শুভকামনা হৃদয়কে ছুঁয়ে যায়।
৩৫| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ২:৫৯
কালপুরুষ বলেছেন: অসম্ভব রকমের সুন্দর ভাবনার প্রকাশ ঘটেছে তোমার এই লেখায়। খুব ভাল লাগলো। বটগাছের মতো তোমারও দীর্ঘজীবন কামনা করি।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ৩:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ..........
অনেক সুন্দর মন্তব্যে দিয়েছেন।
বটগাছের মত দীর্ঘজীবন.......।
তাহলেই হইছে।
অনেক ভালো থাকবেন......।শুভেচ্ছা।
৩৬| ০২ রা আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৩
তারেক আনোয়ার বলেছেন: কিছু মনে করবেননা একটা প্রশ্ন, আচ্ছা আপনি অনলাইনে থাকেন কতক্ষন ? আমি যখনি আসি তখনি আপনি অনলাইনে ।
০২ রা আগস্ট, ২০০৮ ভোর ৬:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: হ্য়তো আপনি যেখানে থাকেন তার আশে পাশে থাকি......।টাইম জোনটা একই।তাই আপনি আসলে দেখেন.......।
আর গত কিছু দিন তো বেশি আসাই হয় না.....।কত জনের লেখা পড়া হয়নি।
৩৭| ০২ রা আগস্ট, ২০০৮ ভোর ৬:২৭
তারেক আনোয়ার বলেছেন: হয়তো । আমি যেখানে থাকি সেই গ্রহে থাকেন !!
৩৮| ০২ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:১৬
উত্তরাধিকার বলেছেন:
সাজি আপু,
মানুষ রূপী বটবৃক্ষ কিংবা বটবৃক্ষ রূপী মানুষ বিষয়ক কবিতা খানি হৃদয় ছুঁয়ে গেল।
অযত্নে বেড়ে ওঠা বৃক্ষের শেকড় দিনে দিনে মাটির গভীরে প্রবেশ করে পরম নির্ভরতায়।
তাই একদিন খুব যত্ন করেও তুলতে গেলে বিফল হতে হয়।
সব এলোমেলো হয়ে যায়।
বৃক্ষ অভিমানে চলে যায় দূরে।
মানুষ ও বড় অভিমানী।
অযত্নে অনাদরে জড়ানো সম্পর্কও
সময় গেলে বড় ভোগায়- বড্ড কাঁদায় !
ছবিগুলোও তোমার আঙিনার উপযুক্ত !
ভাল থেকো।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছো?
ঠিক বলেছো........।
মানুষ যখন নিজের সন্মানটুকু পায় না........খামোখা জটিলতা!
ভীষণ কষ্ট হয় বেঁচে থাকা.......
কি জানি তখন বেঁচে থাক সুন্দর মনে হয় কি না!
হবার কথা না!
কালবেলাটার খবর জানো?
অনেক ভালো থেকো।
শুভকামনা।
৩৯| ০২ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:১৭
রাহামনি বৃষ্টি বলেছেন: শুভসকাল আপু.........
কবিতাটি অসাধারণ
হিংসায় পুড়ছি
**আমার বাড়ি আইসো।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:১১
সুলতানা শিরীন সাজি বলেছেন: হিংসা আমার সাথে!
ভুলেও করো না.।মিথ্যা করেও না।
তুমি অনেক অনেক ভালো লেখো।
তোমার বাড়ী ঘুরে এলাম কাল রাতে........
কবিতাটা দারুণ ছিলো।
অনেক অনেক ভালো থেকো রাহামনি।
৪০| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৩১
রাতিফ বলেছেন: শেষের দিকে এসে মনকে নাড়িয়ে দিলেন আপু।
খুব খুব ভালো লাগলো আপনার ভাবনা এবং ভাবনার বহিঃপ্রকাশ।
দারুন একটা কবিতা ।
শুভেচ্ছা থাকলো।
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ রাতিফ.........কেমন আছো?
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।
৪১| ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২
আন্দালীব বলেছেন: "একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।"
কিছুটা ইনফর্মেটিভ যদিও, তবু ভালো লাগে। কেননা, এখানে নিজস্ব উপলব্ধিগত বিষয়াষয়ও যেন সমানভাবে জড়িত....
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: আচ্ছা..........
জেনে ভালো লাগলো।
ভালো থাকবেন আন্দালিব।
শুভকামনা/
৪২| ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫
ঘাসফুল বলেছেন: লেখাটা-- মন্কে অনেক পোড়াইলো [+]
০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: মন পোড়ানোর জন্য দুঃখিত।
শুভেচ্ছা ঘাসফুল।
৪৩| ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৬:০১
রাশেদ বলেছেন: ফিরে আসে মানুষ! আরো খারাপ ভাবে ফিরে আসে! স্মৃতি হয়ে!
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমার কথাও ঠিক.......।
আমি লিখতে চেয়েছিলাম যা....
মানুষ আমরা ভুলে যাই জাগতিক মোহে পড়ে.......
একবার চলে গেলে আর ফেরে না মানুষ।
কেমন আছো রাশেদ?
ভালো থেকো।
৪৪| ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৫
চিকনমিয়া বলেছেন: ডিং
আবার পড়চি
০৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুশী হলাম।
অনেক শুভেচ্ছা।
৪৫| ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
মেহেদী ইকবাল রমি বলেছেন: খুব ভালো......
০৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ........
শুভেচ্ছা থাকলো।
৪৬| ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৮
মেহেদী ইকবাল রমি বলেছেন: +
৪৭| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
বিষাক্ত মানুষ বলেছেন:
শুধু মানুষ বোঝে না!
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৪:০৪
রাতমজুর বলেছেন:
ঠিক, মানুষ আর ফেরে না।
আমিও ফিরি না,
চলি নিজের গড়া অন্ধকারের পথে,
চাঁদের পূজারী....