নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ভালবাসার গল্প ও কিছু স্মৃতি

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।

স্বপ্নচারী সুমন

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে

স্বপ্নচারী সুমন › বিস্তারিত পোস্টঃ

:):):):D:D:Dএই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি দেখে নিন (দেখতে টাকা লাগবে না;) ) সংগ্রহে রাখার মুতন পুষ্ট:D:D:D:):):)

১৮ ই মে, ২০১২ রাত ১১:০৪



গাড়ির সখ নাই, এমন লোক মনে হয় খুব কমই আছে। আর সেটা যদি হয় সুপার কার, তাহলে তো কথাই নাই। যে কেউ চাইবে এগুলার একটার মালিক হতে। আপসুস, চাইলেই সব হয় না।:P:P

কারন ??? এগুলার দাম। আজ বিশ্বের সবচেয়ে দামি ১০ টি গাড়ির নাম, দাম, বিবরণ আর ছবি দিলাম। কিনতে না পারি, ছবি দেখতে তো আর দোষ নাই। ;)



দশমঃ Porsche 918 Spyder

মূল্যঃ ৮৪৫,০০০ ডলার (৬ কোটি ৭৬ লক্ষ টাকা)




পোরশের নাম শোনেনি এমন লোক পাওয়া ভার। পোরশের এই মডেল টি ২০১২ তেই বের হয়েছে। ০ থেকে ৬০ mph এ উঠতে পারে মাত্র ৩.১ সেকেন্ডে। এটার আছে টার্বো এবং সুপার চারজার সহ V8 ইঞ্জিন যেটা ৫০০ হর্স পাওয়ার তৈরি করতে পারে।













নবমঃ SSC Ultimate Aero

মূল্যঃ ৯০০,০০০ ডলার (৭ কোটি ২০ লক্ষ টাকা)




আমেরিকান গাড়ি। দাম Bugatti Veyron এর ৩ ভাগের ১ ভাগ প্রায়। কিন্তু দাম শুনেই এর কদর বোঝা যাবে না। এটা সহজেই Bugatti Veyron এর সাথে পাল্লা দিতে পারে। ০ থেকে ৬০ mph এ উঠতে পারে মাত্র ২.৭ সেকেন্ডে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫৭ মাইল।

পৃথিবীতে আছে মাত্র ২৫ পিস। আর বানানো হবে না।















অষ্টমঃ McLaren F1

মূল্যঃ ১,১০০,০০০ ডলার (৮ কোটি ৮০ লক্ষ টাকা)




১৯৯৪ সালে এটাই ছিল সবচেয়ে দ্রুতগতির আর সবচেয়ে দামি গাড়ি। আজও ১৮ বছর পরও এটা অন্যান্য গাড়ির সাথে টেক্কা দিতে পারে। ০ থেকে ৬০ mph এ উঠতে পারে মাত্র ৩.২ সেকেন্ডে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪০ মাইল।















সপ্তমঃ Pagani Huayra

মূল্যঃ ১,৬০০,০০০ ডলার (১২ কোটি ৮০ লক্ষ টাকা)




অসম্ভব রকম সুন্দর এই গাড়িটি ঘণ্টায় ২৩০ মাইল বেগে ছুটতে পারে। সর্বকালের সবচেয়ে সুন্দর গাড়িগুলোর মাঝে এটা একটা।এটার V12 ইঞ্জিন ৭০০ হর্স পাওয়ার তৈরি করতে পারে।

















ষষ্ঠঃ Aston Martin One-77

মূল্যঃ ১,৭০০,০০০ ডলার (১৩ কোটি ৬০ লক্ষ)




ব্রিটিশদের মান রেখেছে এই গাড়ি। এর নামের একটা বিশেষত্ব আছে। মাত্র ৭৭ টি গাড়ি আজ পর্যন্ত তৈরি হয়েছে। আর হবে না। এটার V12 ইঞ্জিন ৭৫০ হর্স পাওয়ার তৈরি করতে পারে। ০ থেকে ৬০ mph এ উঠতে পারে মাত্র ৩.৪ সেকেন্ডে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২০ মাইল।

















পঞ্চমঃ Koenigsegg Agera R

মূল্যঃ ১,৮৫০,০০০ ডলার (১৪ কোটি ৮০ লক্ষ টাকা)




সুইডেনে তৈরি। এটার আছে টার্বো এবং সুপার চারজার সহ V8 ইঞ্জিন যেটা ১১১৫ হর্স পাওয়ার তৈরি করতে পারে। ০ থেকে ২০০ mph এ উঠতে পারে মাত্র ১৭ সেকেন্ডে।















চতুর্থঃ Zenvo ST1

মূল্যঃ ১,৯০০,০০০ ডলার (১৫ কোটি ২০ লক্ষ টাকা)






Zenvo ST1 ডেনমার্কে তৈরি। এটার আছে টার্বো এবং সুপার চারজার সহ V8 ইঞ্জিন যেটা ১২৫০ হর্স পাওয়ার তৈরি করতে পারে।













তৃতীয়ঃ Lamborghini Reventon

মূল্যঃ ১,৯৮০,০০০ ডলার (১৫ কোটি ৮৪ লক্ষ টাকা)




এটাই সবচেয়ে দামি Lamborghini ।

এই গাড়ি সারা পৃথিবীতে মাত্র ২০ টা বানানো হয়েছে। ০ থেকে ৬০ mph এ উঠতে পারে মাত্র ৩.৩ সেকেন্ডে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১১ মাইল।

















দ্বিতীয়ঃ Ferrari 599XX

মূল্যঃ ২,০০০,০০০ ডলার (১৬ কোটি টাকা)






ফেরারির নাম কে না শুনেছে ! Ferrari 599XX আছে এই লিস্টের দ্বিতীয় স্থানে। কোনও টার্বো বা সুপার চার্জার ছাড়াই এটার V12 ইঞ্জিন ৭০০ হর্স পাওয়ার তৈরি করতে পারে। ০ থেকে ৬০ mph এ উঠতে পারে মাত্র ২.৯ সেকেন্ডে।













প্রথমঃ Bugatti Veyron Super Sports

মূল্যঃ ২,৬০০,০০০ ডলার (২০ কোটি ৮০ লক্ষ টাকা)




Bugatti Veyron Super Sports অবিসংবাদিতভাবে বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়ি। এটিই বিশ্বের সবচেয়ে দ্রুতগামি গাড়ি। এক্সেলারেশন সবচেয়ে বেশি। ০ থেকে ৬০ mph তে পৌঁছাতে এর সময় লাগে মাত্র ২.৫ সেকেন্ড। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬৭ মাইল।

এতে আছে quad-turbo 8.0-liter W16 engine যেটা ১২০০ হর্স পাওয়ার তৈরি করতে সক্ষম।















চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ৭



চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ৬



চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ৫



চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ৪



ফটোশপে ছবির নির্দিষ্ট কিছু অংশ ঝাপসা ( ব্লার) করা '''টিউটোরিয়াল পুষ্ট(ছবি সহ)'''



চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ৩



দুই তিন টা ক্যামেরা পছন্দ হয়েছে । কিন্তু কোনটা কিনলে ভালো হবে বুঝতে পারছি না। পোস্ট এ বিস্তারিত দিলাম। যারা জানেন এ বিষয়ে একটু হেল্পান প্লিজ। হেল্পানো খুবই জরুরি। প্লিজ



চরম লুলীয় কিছু ছবি ( কয়েকটা ১৮+ নিজ দায়িত্বে দেখবেন)







মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি





ক্লিক ক্লিক ক্লিক





আমার আমি





কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।





এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)





গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন)





তোমার ছেলে আজ অনেক বড় .................... দেখে যাও তুমি মা ....................................



চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ২

মন্তব্য ৬৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১২ রাত ১১:০৯

মুনলাইট বলেছেন: দুই নাম্বারটাকে ফার্স্ট করা উচিত।

১৮ ই মে, ২০১২ রাত ১১:১২

স্বপ্নচারী সুমন বলেছেন: হায় হায়। বলেন কি !!!! Bugatti Veyron এর উপর আবার গাড়ি হয় নাকি !!! Bugatti Veyron এর ধারে কাছে যাবার মত কোনও গাড়ি এখন পর্যন্ত তৈরি হয়নি। প্রতিদ্বন্দ্বিতা করা তো দুরের কথা।

২| ১৮ ই মে, ২০১২ রাত ১১:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: টেকা ব্যাপার না মিয়া /:) কিন্তু বিদেশি জিনিস ইউজাই না ;) নাইেল ২-৪ টা কিনতাম

+++

১৮ ই মে, ২০১২ রাত ১১:১৪

স্বপ্নচারী সুমন বলেছেন: তাই নাকি ?????? ২-৪ টা আপ্নে কি করবেন ! আমারে হের মইদ্দে থেইকা এক পিস দিয়েন। ;) ;) ;) ;) ;) পেলাসের জন্য ধইন্যা।

৩| ১৮ ই মে, ২০১২ রাত ১১:১৬

শিবলী১২৩ বলেছেন: নওশীন হায়দার সানীর মত করে বলতে হয় " ওওওও মাই গঅঅঅড"

১৮ ই মে, ২০১২ রাত ১১:১৮

স্বপ্নচারী সুমন বলেছেন: পুরাই হা হা কার অবস্থা

৪| ১৮ ই মে, ২০১২ রাত ১১:২২

এবিসি১০ বলেছেন: ফ্রান্সের আলসাচ রিজিওনে বুগাত্তির ফ্যাক্টরিতে যাবার সৌভাগ্য হয়েছিলো। অ-সা-ধা-র-ণ। প্রত্যেকটা কার হ্যান্ড মেইড।

প্রোডাকশন লাইন দেখে মনেই হয় না এটা কোন কার ফ্যাক্টরি। চকচকে-ঝকঝকে-তকতকে। :)

১৮ ই মে, ২০১২ রাত ১১:২৪

স্বপ্নচারী সুমন বলেছেন: আমি ডিসকাভারি তে দেখেছি। পুরাই কোপাকুপি।

৫| ১৮ ই মে, ২০১২ রাত ১১:২৩

নাম বলবো না বলেছেন: ১ নাম্বারটা ভালোই লাগছে, সামনাসামনি দেখে পছন্দ হলে কিনার বিষয়ে চিন্তা করুমনে!!!!

১৮ ই মে, ২০১২ রাত ১১:২৬

স্বপ্নচারী সুমন বলেছেন: ভালো লাগবেই। আমি বেচমু Bugatti Veyron । কিনবেন নি ? দাম ১০-২০ টাকা কুমায় রাখবানি। কিনলে আওয়াজ দিয়েন। ;) ;) ;) ;) ;)

৬| ১৮ ই মে, ২০১২ রাত ১১:২৪

হাসান৭৭৭ বলেছেন: ভাল লিখেছেন । বুগাত্তি ভেরনের স্পীড দেখেন http://www.youtube.com/watch?v=LSFX9vrwJf8

১৮ ই মে, ২০১২ রাত ১১:২৮

স্বপ্নচারী সুমন বলেছেন: দেখলাম। চরম। :D :D :D

৭| ১৮ ই মে, ২০১২ রাত ১১:২৯

সাহিদ০৬ বলেছেন: :-B :-B :-B+++

১৮ ই মে, ২০১২ রাত ১১:৩৪

স্বপ্নচারী সুমন বলেছেন: পেলাসের জন্য ধইন্যা। :D :D :D

৮| ১৮ ই মে, ২০১২ রাত ১১:৪৫

ক্লাউনবয়৮৭ বলেছেন: এক দুর্ধর্ষ নাস্তিকের বিবর্তন

১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৭

স্বপ্নচারী সুমন বলেছেন: এই নাস্তিক কে Bugatti Veyron দিয়ে চাপা দেয়া হোক।

৯| ১৮ ই মে, ২০১২ রাত ১১:৪৫

মিনহাজুল হক শাওন বলেছেন: মুনটা খারাপ হইয়া গেল যে! :(

১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৬

স্বপ্নচারী সুমন বলেছেন: আহারে !!! মুন ভালা করেন ভাই। শুধু আপ্নে না, বাংলাদেশে হয়ত কখনই Bugatti Veyron দেখবেন না।

১০| ১৮ ই মে, ২০১২ রাত ১১:৫০

অপ্রিয় বলেছেন: মাগার কুনডাই পছন্দ হইল না, বেকার হালায়, ট্যাহা পসা ব্যাপার না মাগার সিলিন্ডার সুলিন্ডার বহানোর জায়গা নাইক্কা। লাগেজ লুগেজ কই রাখুম অর মায়েরে বাপ। অর উপরে আবার দরজার ডিজাইন মিয়া খরাপ, চিপা গলির মধ্যে মিয়া খুলনই তো যাইবো না। অর এত ছুড বানাইছে কিল্লাই, বৌ পোলাপান লইয়া মাগার উঠুম কেম্নে? তয় এক কাম করন যায়, ধোলাই খালের কাল্লু মিস্তরি ইন্জিনখান রাইখা বডি বুডি মাগার ফালাইয়া দিবার পারে। করল্লার বডি হালার দ্যাখছিলাম মুনেকয় হালায় ফালাইয়া রাখছে। খারান অখনই কইতাছি, অয় লাল্লু, আবে কই বে হালায়, আমার মুবাইলটা লইয়া আয় হালায়, কাল্লুর গ্যারেজে ফোন দে তর মায়েরে বাপ..

১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৪

স্বপ্নচারী সুমন বলেছেন: আপ্নের জন্য এল এক্স ১০০ মডেলের টয়োটা ওয়েট করতাছে। :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

১১| ১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৩

অর্থহীন স্বপ্ন বলেছেন: SSC Ultimate Aero সাথে মাইয়াটা কি ফ্রি :|| :|| :||

১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৫

স্বপ্নচারী সুমন বলেছেন: নাহ, ওর জন্য 'দিনে আইনা দিনে খাওন' ভিত্তিতে চার্জ প্রযোজ্য। :P :P :P :P :P

১২| ১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৭

আবিরে রাঙ্গানো বলেছেন: আপনার স্বভাব অনেক খারাপ। দিলেন তো গরিবের মাঝে ঘোড়া রোগ ঢুকিয়ে। এখন তো আমার শশুরের কাছ থেকে গাড়ী যৌতুক নেয়ার খায়েশ জাগছে। :P

১৮ ই মে, ২০১২ রাত ১১:৫৯

স্বপ্নচারী সুমন বলেছেন: খাইছে। এমনিতে যদিও বা বিয়া হইত, এইবার তো পুরাই বন্ধ হইয়া যাইব। আর ভাগ্য যদি খুব ভালা হয়, তাই কানা, খোঁড়া, বোবা মাইয়া পাইবেন। :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

১৩| ১৯ শে মে, ২০১২ রাত ১২:২১

তন্ময় চক্রবর্তী বলেছেন: পোরশি এর গাড়িটা পারফরমেন্স এবং দামের দিক দিয়ে যদিও সব শেষে আছে তারপরও ওটার ডিজাইনটাই সবচাইতে বেশি ভালো লাগলো। পোস্টে + , ভালো লাগলো গাড়ি গুলো দেখে।

১৯ শে মে, ২০১২ রাত ১২:৪২

স্বপ্নচারী সুমন বলেছেন: হুম।
ধন্যবাদ আপনাকে। :) :) :)

১৪| ১৯ শে মে, ২০১২ রাত ১২:৪১

সপ্নহীন আমি বলেছেন: ভাই কি গাড়ি দেখাইল।।? খাড়ান ...... আজকেই সব চালাইয়া লমু... ;) ;) ;)

১৯ শে মে, ২০১২ রাত ১২:৪৪

স্বপ্নচারী সুমন বলেছেন: কিসে ??? নিড ফর স্পীড হট পারশুট ২০১০ এ সবগুলা গাড়িই পাবেন প্রায়।
ওখানে চালাতে যাচ্ছেন ??? :P :P :P :P :P

১৫| ১৯ শে মে, ২০১২ রাত ১:২১

ফ্রিঞ্জ বলেছেন: আহারে... (এরপর দীর্ঘশ্বাস এর শব্দ হবে) :( :(

১৯ শে মে, ২০১২ রাত ১:৫৪

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৬| ১৯ শে মে, ২০১২ রাত ২:১২

poops বলেছেন: Bugatti Veyron Super Sports এই গাড়ি দিয়া নিড ফর স্পীদ এ highper race খেলি।

১৯ শে মে, ২০১২ সকাল ৮:২৬

স্বপ্নচারী সুমন বলেছেন: আমিও খেলি। সাদা কালার নিয়ে খেলি। সেইরকম আরাম লাগে চালাইতে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি !!! =p~ =p~ =p~

১৭| ১৯ শে মে, ২০১২ রাত ২:২০

অক্টোপাস পল বলেছেন: আফসোস আর আফসোস :(

১৯ শে মে, ২০১২ সকাল ৮:৫৪

স্বপ্নচারী সুমন বলেছেন: আপসুস কইরা আর কি হইব !!!

১৮| ১৯ শে মে, ২০১২ রাত ২:৩৫

রাশেদ হাসান নোবেল বলেছেন: Aston Martin চালাতে মনচায় ( দীর্ঘ ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও শ্বাস ) :|

১৯ শে মে, ২০১২ সকাল ৯:৪৮

স্বপ্নচারী সুমন বলেছেন: গেম এ চালিয়ে নেন

১৯| ১৯ শে মে, ২০১২ রাত ২:৫৫

নাইটফল বলেছেন: Aston Martin ব্রিটিশ কম্পানি

১৯ শে মে, ২০১২ সকাল ৮:৩১

স্বপ্নচারী সুমন বলেছেন: সরি ভাই। জানতাম। কিন্তু লিখতে গিয়ে হয়ত ওইটাই মাথায় চলে এসেছে। যাহোক, ঠিক করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। :#>

২০| ১৯ শে মে, ২০১২ সকাল ১০:১৫

অগ্র পথিক বলেছেন: ডলার জমানো শুরু করছি জমানো শেষ হলে আওয়াজ দিব। আপনি আইসেন । আপনারে ছাড়া গাড়ি আনতে যাইতাম না ।

১৯ শে মে, ২০১২ সকাল ১১:০১

স্বপ্নচারী সুমন বলেছেন: শুইনা পরানডা একদম ভইরা গেল। থ্যানকু

২১| ১৯ শে মে, ২০১২ সকাল ১১:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: গাড়ির স্পীড এতো কম কেন ? সৌদি আরবে হাইওয়ে রোডে সৌদিরা ১৮০ বা ২০০ স্পীডে সব সময় গাড়ি চালায় সেই হিসাবে তো এই সব গাড়ির স্পীড অনেক কম ।

১৯ শে মে, ২০১২ বিকাল ৫:১১

স্বপ্নচারী সুমন বলেছেন: কি বলেন ভাই !!!! ২৬৭ মাইল পার আওয়ার এ কুনো গাড়ি চললে কি হবে বুঝতে পারতেছেন !!!! ভিতরে বসে থাকাই দায় !!! আমার মনে হয় আপনি কিলোমিটার পার আওয়ার হিসাব করেছেন।
Bugatti Veyron এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬৭ মাইল। তার মানে ঘণ্টায় প্রায় ৪৩০ কিলোমিটার।
আর এই গাড়িগুলো যে পৃথিবীর সবচেয়ে দামি, শুধু তাই নয়। এগুলার অধিকাংশই সবচেয়ে দ্রুতগতিরও ।

২২| ১৯ শে মে, ২০১২ দুপুর ১২:৪৮

ফ্রিঞ্জ বলেছেন: @লিঙ্কনহুসাইনঃ এখানে গাড়ির স্পীড মাইল পার আওয়ার এ দেয়া আছে। কিলোমিটার এ কনভার্ট করলে আর কম মনে হবেনা। আপনার সৌদি স্পীড কিলোমিটার এ।

২৩| ১৯ শে মে, ২০১২ দুপুর ২:০০

তাশা বলেছেন: বুগাত্তি ভেরন আর ল্যাম্বরগিনি রেভেটন কিনবার মুঞ্চায়.................. বড় হইলে কিনমু...............

১৯ শে মে, ২০১২ বিকাল ৫:১১

স্বপ্নচারী সুমন বলেছেন: সাথে পাগানি হলে কেমন হয় ????

২৪| ১৯ শে মে, ২০১২ দুপুর ২:২২

নাম দেবো না বলেছেন: দেখে গেলাম!

আপনি মনে হয় আমার পোষ্ট এর লিষ্ট গুলো দেখেন নি! ৭ই মে আমি একটা পোষ্ট দিয়ছিলাম বিশ্বকাপানো সেরা দশ গাড়ী।

যাই হোক আপনার পোষ্টটাও সুন্দর হয়েছে।

আর আমার লিষ্ট সঠিক না আপনারটা, এই নিয়ে তর্ক করা শুধুই সময়ের অপচয়। দামের ব্যাপারটা আপেক্ষিক, বিভিন্ন ফ্যাক্টের প্রভাবে প্রতিনিয়তই দামের হের-ফের হয়। তাছাড়া কাষ্টমাইজ ও নানা আর্টওয়ার্ক এর জন্যও দামের ব্যবধান দেখা যায়। এছাড়া টপটেন লিষ্ট যারা করে তাদেরও সূক্ষ প্রভাব থাকে। যাই হোক মোট কথা টপটেন লিষ্ট প্রতিনিয়তই বদলে যায়।

একটু বেশী বলে ফেললাম মনে হয়? এনিওয়ে, হ্যাপি ব্লগিং।

১৯ শে মে, ২০১২ বিকাল ৫:১৮

স্বপ্নচারী সুমন বলেছেন: না ভাই, আপনার পোস্ট টা দেখা হয়নি। গেম খেলছিলাম হট পারশুট ২০১০ , হঠাৎ ভাবলাম, গাড়ি নিয়ে পোস্ট দেই।
আপনারটাও দেখলাম। বর্ণনাগুলো ভালো দিয়েছেন। কয়েকটা ছবিও ভালো লেগেছে।
তবে টপ টেন নিয়ে যে সমস্যা টা হয়েছে সেটা হল, Pagani Zonda R এডিশন টা এখন আর বের হচ্ছে না। নতুন মডেল টা হচ্ছে Pagani Huayra দাম ডাবল এরও বেশি। আর আমি মেইনলি ২০১২ সালের বেসিস এ দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সবসময়য় পাশে পাবো

২৫| ১৯ শে মে, ২০১২ বিকাল ৪:৩৪

বস শাকিল বলেছেন: কি লিস্ট দিছেন মিয়াঁ, একটাও তো পছন্দ হইলোনা !!

১৯ শে মে, ২০১২ বিকাল ৫:২৮

স্বপ্নচারী সুমন বলেছেন: কি আর করবেন !!!
আমারটা পছন্দ হয় ??? হলে এইটা আপ্নেরে দিমুনে। :P :P :P

২৬| ১৯ শে মে, ২০১২ বিকাল ৫:১৫

মিনহাজুল হক শাওন বলেছেন: কমেন্ট দেইখ্যা মুন ভালা হৈছে :D

১৯ শে মে, ২০১২ বিকাল ৫:২০

স্বপ্নচারী সুমন বলেছেন: হেহেহেহহে। বাঙালি আমরা । বুঝতে হবে। নিজে না পাই, না পাই। অন্যে না পাইলেই খুশি। :D :D :D :D :D

২৭| ১৯ শে মে, ২০১২ বিকাল ৫:২২

মদন বলেছেন: অসাধারন।
সব গাড়ীই কিনতে মনে চায় :(

http://www.motorcyclevalley.com/

১৯ শে মে, ২০১২ বিকাল ৫:৩১

স্বপ্নচারী সুমন বলেছেন: হুম। আমার তো পুরা খায়া ফেলতে মুঞ্চায়। লিঙ্ক এর বাইক গুলা কি বাংলাদেশে পাওয়া যায় ??????

২৮| ২০ শে মে, ২০১২ রাত ১১:১৬

বাহাদুর বাপ্পী বলেছেন: নগদে গতকাল একটা রেস দেখলাম গুগল প্লাসে , এক ফ্রেন্ড শেয়ার করছে ।Bugatti ই জিতল শেষ মেস ।

২০ শে মে, ২০১২ রাত ১১:২২

স্বপ্নচারী সুমন বলেছেন: জিতবেই। বস পুরা

২৯| ২১ শে মে, ২০১২ দুপুর ১:৪৪

মিদহাত বলেছেন: bugatti তো ৩০০০ HP এর গাড়ি। Computer দিয়ে একে ১০০১ এ সীমিত রাখা হয়েছে...Discovery তে দেখাইসে...।

২১ শে মে, ২০১২ রাত ৮:১১

স্বপ্নচারী সুমন বলেছেন: খাইছে

৩০| ২১ শে মে, ২০১২ দুপুর ১:৫৯

তাশা বলেছেন: BMW কই...........??? BMWর কি বেইল নাই নাকি আজকাল.................???

২১ শে মে, ২০১২ রাত ৮:১৫

স্বপ্নচারী সুমন বলেছেন: BMWর বেইল নাইক্কা। হেহেহেহে। অনেক গাড়িই তো লিস্ট এ নাই। যেমন BMW, lemujin, bentley, corvette, marcedes( jodio eta maclaren er)

৩১| ২১ শে মে, ২০১২ দুপুর ২:০৯

রবিন মিলফোর্ড বলেছেন: ওক্কে কিনুমনে একখান :-0 :P

২১ শে মে, ২০১২ রাত ৮:১৫

স্বপ্নচারী সুমন বলেছেন: আমারে নিয়া যাইয়েন

৩২| ৩১ শে মে, ২০১২ বিকাল ৪:৫০

সাত সাগেরর মাঝি বলেছেন: আপনার ইনফর্মেশন এর উত্‍স দিলয়ে ভালো হতো ।

৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০০

স্বপ্নচারী সুমন বলেছেন: টপ টেন মোস্ট ভালুএবল কারস ইন ২০১২
আর গাড়ির ডিটেইলস এবং ছবি গুগল, বিভিন্ন ওয়েব সাইট, আর কিছু কিছু নিজের জ্ঞান থেকে লেখা
ধন্যবাদ

৩৩| ৩১ শে মে, ২০১২ বিকাল ৫:০১

মদন বলেছেন: লিংকের একটি বাদে সব বাইক ই বাংলাদেশে কিনতে পাওয়া যায়।
ডিসকোভার ১২৫এসটি এখনও আসে নাই।

http://www.motorcyclevalley.com/

৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০০

স্বপ্নচারী সুমন বলেছেন: বাইক কিনবার মুঞ্চায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.