নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তেহরান মিলাদ টাওয়ার (ছবি ব্লগ)

২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

গত বছর ২৭ ডিসেম্বর বিকেলে তেহরানে বসবাসরত কয়েকটি বাংলাদেশী পরিবার মিলে গিয়েছিলাম বিশ্বের ৬ষ্ঠ উচু যোগাযোগ ও ট্যুরিজম টাওয়ার "তেহরান মিলাদ টাওয়ার" দেখতে। ৪৩৫ মিটার উচু এই টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০০৭ সালে এবং ২০০৮ সালে এটি উদ্বোধন করা হয়।



চলুন তাহলে ছবিতে দেখি...









মূল টাওয়ারে প্রবেশের আগে সামনে লন...





টাওয়ারের ভেতরে আলো পানির খেলা...





লক্ষ্য করুন, প্রবাহিত পানি দিয়ে মাথার ওপর ফটক তৈরী করা হয়েছে, লোকজন লিফটের সামনে অপেক্ষমান...



এবার ওপর থেকে তেহরানের কিছু ছবি...





















বিশ্বের উচ্চতম যোগাযোগ টাওয়ারগুলোর প্রতিকৃতি









সূর্য ডুবছে...





টাওয়ারের চূড়া...











অবজারভেশন ডেস্ক থেকে আরো খানিকটা ওপরে এরোড্রোম এর ভেতর পারস্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে বিভিন্ন চিত্র কর্মে...













আবারো আলো ও পানির খেলা...











আমার যত ভ্রমন ব্লগ...

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!

অসাধারন!

জাতিগত ঐক্য আর সত্য বিশ্বাসে দৃঢ় থেকে তারা প্রমাণ করেছে কিভাবে বর্তমান বিশ্বে মাথা উচু করে বাঁচতে হয়।

আমাদের অনেক শেখার আছে। শিখব কি?

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমাদের নেতারাতো নিয়মিতই দেশ বিদেশ ঘুরে বেড়ান, কিন্তু শেখার কোন চেষ্টাতো দেখি না !! :( :(

২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ !

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই... :)

৩| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

জুন বলেছেন: বাহ খুব সুন্দরতো ছবিগুলো জহির। অনেকদিন পর হাল্কার উপর একটা পোষ্ট দিলে মনে হয় ? শুভকামনা অনেক সবার জন্য .।।।
+

আমিও পানির খেলা দেখেছি ব্যাংককের সাফারী পার্কে পুরো পথ জুড়ে বিভিন্ন কায়দায় পরিবেশ ঠান্ডা রাখার থাই কায়দা ।

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, জীবনের ব্যস্ততা বেড়ে যাওয়ায় হালকার উপরে পোস্ট না দিয়ে উপায় নাই !!! ;) ;)

আপনাদের জন্যও শুভ কামনা রইল আপু... :)

৪| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

জনাব মাহাবুব বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।

প্রিয়তে নিলাম
পোষ্টে +++++++++++++++

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

নীরব দর্শক বলেছেন: লাইক বাটন চাপছি আধাঘণ্টা আগে, এখনও চাকা ঘুরছে।

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হ ভাই, সামুর অবস্থা এখন এইরামই... ;) ;) :P :P

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০১

ইমিনা বলেছেন: ইস্, ভাইয়ার ভাগ্য কতো ভালো !!!
কতো জায়গায় ঘুরতে পারেন।
আমার খুব হিংসে হয় /:) /:) /:)

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হিংসা করা ভাল না আপু... :P :P ;) ;)

মানুষের কাজ তিনটিঃ নিয়্যত, চেষ্টা ও দোয়া করা। বাকিটা আল্লাহ ঠিক করবেন। আর তক্বদিরে থাকলে আপনি আমার চেয়েও বেশী ঘুরতে পারবেন ইনশাল্লাহ ! দোয়া রইল... :)

৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬

শ।মসীর বলেছেন: পানি দিয়ে মাথার ওপর ফটক তৈরী করা হয়েছে - একটু এদিক ওদিক হইলেইতো ভিজে যাবে লোকজন :)

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, শামসীর ভাই, সেই সম্ভাবনা নাই, হ্যা তবে যদি যান্ত্রিক/বিদ্যুৎ বিভ্রাট ঘটে পানির গতির তারতম্য হয়ে যায়, তবেই লোকজনের গায়ে পানি পড়বে... :)

এরা পানি এবং আলো দিয়ে কারুকার্য করতে পছন্দ করে। কিশ এয়ারপোর্টে দেখেছি, উপর থেকে পানি ফেলে আর তার মধ্যে আলো দিয়ে ওরা Welcome to Kish Island বা এই জাতীয় বিভিন্ন তথ্য দেখাচ্ছে, এই ব্যাপারগুলোতে এরা বেশ ভাল বলা যায়...

৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪

শ।মসীর বলেছেন: আমরা কিছুতেই ভাল হইলামনা :(

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেইটাই, কষ্ট লাগে, যোজন যোজন দূরত্ব... :(

৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

বিডি আইডল বলেছেন: পারসী ভাষায় মিলাদ শব্দের মানে কি??

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মিলাদ মানে "জন্ম", আমরা বাংলাদেশে এই শব্দটার যে অর্থ জানি সেটাই...

১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫

মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার সব ছবি ! কয়েকদিন আগে ফেসবুকে একজন ইরানের ট্রেনের ছবি পাবলিশ করেছি ! সে ট্রেনও দেখি চমৎকার ডিজাইনের !

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, শহরে দোতলা ট্রেন আছে, চড়া হয়নি। এছাড়া আন্তঃনগর ট্রেন নাকি বেশ হাইস্পিড, সেটাও দেখা হয় নি... ধন্যবাদ।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

ছবিঘর বলেছেন: ভালো লাগলো

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১২| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৫

অ্যানোনিমাস বলেছেন: প্লাস

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওকে...

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোস্টে ভালোলাগা। +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার জন্যও শুভকামনা তনিমা আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.