নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ডিজিন স্কি রিসোর্টে একদিন...

২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

গত বছরের শুরুটা ছিল বেশ। বছরের প্রথম দিন শুরু তুষারপাত দিয়ে! জায়গাটা ইরানের রাজধানী তেহরান। তুষারপাত আমার কাছে নতুন নয়, জীবনে প্রথম দেখেছিলাম ভারতের মানালিতে ২০০৭ সালে। দারুণ ছিল সে অভিজ্ঞতা। কিন্তু আমার স্ত্রী এবং পুত্রদ্বয়ের কাছে এ যে এক অনন্য অভিজ্ঞতা! :)



অবশ্য এ অভিজ্ঞতাও ওরা পেয়ে গিয়েছিল ইরানে আসার দশ দিনের মধ্যেই। সবাই মিলে তেহরানের বাইরে লার লেইক দেখতে যাচ্ছিলাম। সময়টা ২০১৩ সালের নভেম্বর মাসে। শহর পেরিয়ে উত্তরে যেতেই দেখি আবহাওয়া পুরো অন্যরকম। আকাশ মুখ গোমড়া করে বসে আছে, চারিদিকে সাদা আর সাদা আর এক পর্যায়ে বরফ আবার পড়তে শুরু করা। বউ বাচ্চারা দারুণ মজা পেয়েছিল সেদিন। যদিও ঐ তুষারে ঢাকা পথের কারণেই আর লার লেইক যেতে পারিনি, পথের কোন এক জায়গা থেকেই ফিরে আসতে হয়েছিল।



বলা বাহুল্য, গত বছর ইরানে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশী তুষারপাত হয়েছিল। উত্তরে নাকি ২০ ফিট পর্যন্ত বরফ জমে গিয়েছিল, হয়েছিল মানবিক বিপর্যয়।



যাহোক, এবার চিত্র পুরো ভিন্ন। গত বছর আমাদের কারোই ভাল গ্লাভস ছিল না। এবার শীত আসতেই বরফের জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। বাজারে বোজোর্গ (তেহরানের বড় বাজার) থেকে সবার হ্যান্ড গ্লাভস, মাথার টুপি, মাফলার কিনে সেরকম প্রস্তুতি, কিন্তু তেহরানে বরফ কই?? এবার শীত একেবারেই কম তেহরানের যেদিকটা আমি থাকি সেখানে। মাঝে দুয়েক দিন সকাল বেলা দেখলাম, কিছু গাড়ী রাস্তায় চলছে গায়ে এক গাদা বরফ নিয়ে। বুঝলাম, তেহরানে অন্য কোথাও তুষারপাত হচ্ছে, কিন্তু আমি যেদিকটায় থাকি, সেখানে একেবারেই খা খা ! বরফের দেখাই নেই। তো শীত কাল প্রায় শেষের পথে, কিন্তু বরফের দেখা পাব না, তা কি করে হয় ! সুতরাং, তেহরানে আমাদের পরিচিত বাংলাদেশী কমিউনিটি মিলে ঠিক করলাম, ডিজিন স্কি রিসোর্ট ঘুরে আসি।



তেহরানের উত্তরে পুরো এলাকাটাই আলবোর্জ পর্বতমালা। তাই তেহরানের আশে পাশে মোট সাতটি স্কি রিসোর্ট আছে। তবে, ডিজিন বেশ বিখ্যাত এবং জন সমাগমটা বেশী হয়। এখানে নাকি মে মাস পর্যন্ত বরফ থাকে, মানে স্কি করা যায়। তাই আন্তর্জাতিকভাবেও ডিজিনের বেশ খ্যাতি আছে। ডিজিন স্কি রিসোর্ট চালু হয়েছিল ১৯৬৯ সালে। তেহরান থেকে চলুস রোড ধরে গেলে এর দূরত্ব ১২৪ কি.মি। আমরাও এই পথটা ধরেই গিয়েছিলাম। এর সবচেয়ে উচু স্কি লিফট ১১,৮০০ ফিট ওপরে যায়। বিশ্বের চল্লিশটি উচু স্কি রিসোর্টের মধ্যে ডিজিন অন্যতম।





ডিজিনের পথে...





জানুয়ারির ২ তারিখে ২৬ জনের দল নিয়ে আমরা ডিজিনের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘন্টা দুয়েকের মধ্যেই পৌছে গেলাম। চলুস রোডের মন কাড়া সৌন্দর্য সব সময়ই মুগ্ধ করে। লোকজন পাগলের মত ছবি তুলছে। অনেকের কাছেই জীবনে প্রথম বরফ ঢাকা পাহাড় দেখা, তাই উত্তেজনাটা একটু বেশীই।









এই হোটেলের স্থপতির প্রশংসা না করে উপায় নেই !



কত সুন্দর সৃষ্টি আল্লাহর, আলহামদুলিল্লাহ !



ডিজিন পৌছে জনপ্রতি ৩৫০,০০০ ইরানি রিয়েল দিয়ে টিকেট কেটে ডিজিন স্কি রিসোর্টে ঢুকে পড়লাম। সব বয়সের লোকজন স্কি করছে। বিদেশীও কিছু দেখলাম। ছোট ছোট বাচ্চাদের যখন দেখি কি সুন্দর করে স্কি করছে তখন বড় আফসোস হয়।





ডিজিন স্কি রিসোর্টের কেবল কার আপনাকে নিয়ে যাবে আকাশের কাছে...



বেশ কিছু কেবল কার আছে এখানে, মানে বেশ কয়েকটা রুট। আমরা একটাতে উঠে ওপরে চলে এলাম। ছবিতেই দেখুন।





চারিদিকে শুধু সাদা আর সাদা...





প্রকৃতির অপার সৌন্দর্য, আলহামদুলিল্লাহ !







বরফ নিয়ে ছোড়াছুড়ি আর পলিথিনের ওপরে বসে হালকা উচু থেকে নিচে নেমে আসাটা বেশ মজার খেলা হয়ে গেল। সাথে থাকা ভাবীরা মহা উৎসাহে এই খেলা খেললেন। জমজমাট অবস্থা।



হাকলা পাতলা স্কি করার ইচ্ছে আমারো ছিল, ভেবেছিলাম ওপরে স্কি ইকুইপম্যান্ট ভাড়া পাব। কিন্তু ওপরে উঠে দেখি, যন্ত্রপাতি নীচ থেকেই নিয়ে আসা দরকার ছিল। তাই এবার আর স্কি করা হল না। গত বছর এসে করেছিলাম, তবে প্রমাণ সাইজের একটা আছাড়ও খেয়েছিলাম, ভাগ্যিস বড় ধরণের কোন ব্যাথা পাই নি…B-)



সবশেষে আমার অফিসের সামনের একটি ছবি দিচ্ছি, কদিন আগে সকালে এসে দেখি রাতে হালকা তুষারপাত হয়েছিল, আর তাতেই ছোট্ট পার্কটি কি সুন্দর সাজে সেজেছে... :)





ভাল থাকবেন সবাই...

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

নীরব দর্শক বলেছেন: স্কি রিসোর্টে গিয়ে স্কি করতে পারলা না, তোমার ব্যাড লাক সেইরকম খারাপ :#)

ভাল থেকো।

২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, ভাই সেইরাম স্কি করতে হইলেতো খাসা ট্রেনিং লাগব, অত সময় কই?? আমরা হইলাম স্কি'র নীরব দর্শক !! :) :)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

ইমরান আশফাক বলেছেন: বাহ, বেশ সমৃদ্ধ আরেকটি ভ্রমন ব্লগ পাওয়া গেলো। পরবর্তী কোন পর্বে ওদের সংস্কৃতি (চাল-চলন, খাওয়া-দাওয়া, পোশাক অর্থাৎ জীবনধারন পদ্ধতি) সন্মন্ধে একটু আলোকপাত করবেন আশা করি। ওরা নিশ্চয়ই আরবদের মত আমাদের হেয় করে দেখে না?

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ইনশাল্লাহ লিখব ওদের নিয়ে ভবিষ্যতে... :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

হুপফূলফরইভার বলেছেন: সেই পুরনো শব্দতুলিতে একে দেয়া ছবিব্লগে পাঠকদের ঘুড়িয়ে আনার চমৎকার আয়োজন। পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন আপনি একাই নাকি সাথে যারা ছিল প্রায় সবাই। এতো বিরাট এডভেঞ্চার। কিপ ট্রাভেলিং হেয়ারদেয়ার। :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরে হুপু ভাই ! আপনার মন্তব্য দেখছি আমি ! এ যে এক আশ্চর্য বিষয় !! :D :D

পুরো পরিবার নিয়েই গিয়েছিলাম, মানে সহকর্মী এবং বন্ধু যাদের পরিবার ছিল, সবাই গিয়েছে... বাচ্চাদের নিয়ে গত বছরও গিয়েছিলাম... :)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

জুন বলেছেন: কেন যে লেখনা জহির । অনেকদিন পর লেখা দেখে অনেক ভালোলাগলো। জানলাম আর সাথে দেখা হলো ডিজিন স্কি রিসোর্ট।

আর না শিখে স্কি করা খুব রিস্কি। এত এক্সপার্ট মাইকেল শুমাখারের কি অবস্থা এখন।
+

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, কেন যে লিখিনা সেটা তো বহুবার বলেছি, জীবনের ব্যস্ততম সময় পার করছি, এজন্যইতো এখন ফাকি বাজি পোস্ট দেই, লেখা কম আর কয়েকটা ছবি ! :P

আমরা তো সৌখিন লেভেলের স্কি করতে চাই, মিডিয়াম একটা উচ্চতা থেকে, তাতেই চিৎপটাং !! :) :)

ভাল থাকুন আর আপনার অভিযান চালিয়ে যান দেশ বিদেশে ... :)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
আজকে আমাদের এলাকায় বছরের প্রথম তুষারপাত হচ্ছে !! :D

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

ইমিনা বলেছেন: জহিরুল ইসলাম ভাইয়ের কল্যানে ডিজিন স্কি রিসোর্টে ভার্চুয়াল ভ্রমন করে আসলাম। অনেক ধন্যবাদ জানবেন।।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইসস, শীতের কাপড় ঠিকমত নেন নি নিশ্চয়, এজন্যইতো আপনার মুখ ঠান্ডায় একেবারে সাদা হয়ে গেছে ! ;) ;)

পরের বার বেশী করে শীতের কাপড় নিয়ে আসবেন, ভাল থাকবেন... :)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

আরমিন বলেছেন: চমৎকার ভাইয়া !
পোস্টে অনেক অনেক ভালো লাগা ! + +
আপনার অফিসের সামনের পার্কটা তো খুব সুন্দর !

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এখানকার পার্কগুলো খুব সুন্দর হয় আরমিন। ইরান ছেড়ে গেলে যে জিনিসগুলো মিস করব তার মধ্যে এটা অন্যতম !

আমাদের বাসার কাছের সাঈ পার্ক এর কিছু ছবি দিচ্ছি, দেখ।






ভাল থেক... :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

এহসান সাবির বলেছেন: খুব চমৎকার।

ভালো থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

আরমিন বলেছেন: দেশে ভালো লাগেনা ভাইয়া! সুযোগ থাকলে এইদেশে না আসাই ভালো !

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... কিন্তু নিজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে চির দিনের জন্য অন্য কোথাও চলে যেতেও যে ইচ্ছে হয় না... :| :|

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

তুষার কাব্য বলেছেন: অনেকদিন পর মনে হয় জহির ভাই...চমত্কার আয়োজন...আমি প্রথমবার যখন তুষারপাত দেখি আমারও এই অবস্থাই হয়েছিল :)

আমারও অনেকদিনের স্কি করার ইচ্ছে..গত অগাস্টে মানালিতে গিয়েও করতে পারিনি বরফ কম ছিল বলে ।
ভালো থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য, আপনিও ভাল থাকুন... :)

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

নীল-দর্পণ বলেছেন: বাহ! অনেক সুন্দর :)

কাছ থেকে বরফ দেখার খুব ইচ্ছা। জানিনা আল্লাহ পূরন করবেন কীনা

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শীত কালে যদি ভারত বা ভুটানে একটা ট্রিপ দিয়া আসতে পারেন, তাহলেই বরফ দেখতে পাবেন ইনশাল্লাহ ! দোয়া রইল... :)

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

শ।মসীর বলেছেন: কত সুন্দর দুনিয়া, কত কি দেখার বাকি !!!

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... দুঃখের কথা কি জান, বাংলাদেশটাই এখনো ঠিকমত দেখা হল না আমার... :(

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

রোদেলা বলেছেন: ইরানে বসে আপনে সুন্দর স্নিগ্ধ ছবি দিবেন আর দেশে বসে হিংসায় জ্বলে যাবো-এই আর কি :|

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, হিংসা করা ভালু না... :P :P

আচ্ছা, আমাদের দেশটা কি কম সুন্দর? শুধু আমরা নিজেরা সেই সৌন্দর্য্য রক্ষা করতে পারছি না বলে... :( :|

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

শায়মা বলেছেন: ছবিগুলি দেখে আমি মুগ্ধ!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শায়মা আপু... আছেন কেমন?? :)

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইরানে চাষাবাদ কোন এলাকায় হয়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: উত্তর, দক্ষিণ এবং তেহরানের আশে পাশে অনেক এলাকেতেই হয়, বহুত বড় দেশ ভাই...

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন পোষ্ট , না গিয়েও দেখা হয়ে গেল। ধন্যবাদ। ভালো থাকুন প্রবাসে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তনিমা আপু সময় করে আসার জন্য... :)

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: ভাল লাগল ছবি এবং বর্ননা।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

আপনার বর্ণনার সাথে দারুন সব ছবি সবসময়ই ভালো লাগে।
হাহা আছাড়া খাওয়ার এটা ছবি দিলে দেখে মজা পেতাম :P

আমি পারসিয়ান শিখেছিলাম ডিপ্লোমা প্রথম ছয় মাস পর্যন্ত । পরে গ্যাপ দিয়ে আবার শুরু করেছিলাম কিন্তু সেবারও প্রথম ছয় মাস তাই আর সার্টিফিকেটের দেখা পাইনি।
আর অনভ্যাসে এতোদিনে ভুলেও গেছি :|


শুভেচ্ছা রইল, জহির।

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খেইলি মামনুন পনি আপু... :)

এর পর স্কি করলে কাউকে ভিডিও করতে বলব, এতে আছাড়ের দৃশ্য পুরোপুরি ধারণ করা সম্ভব হবে ! B-)) B-))

ভাল থাকবেন। সালে নু মোবারাক (পারস্য নববর্ষের শুভেচ্ছা)

আগামীকাল ইনশাল্লাহ ফারস প্রদেশের রাজধানী সিরাজ ঘুরতে যাচ্ছি। ৯৫০ কি.মি. গাড়ি চালিয়ে যাব ইনশাল্লাহ, অভিজ্ঞতা নেয়ার জন্যই এটি করা, যদিও অনেকেই বলেছে উড়োজাহাজ বা ট্রেনে যেতে। দোয়া করবেন, যাতে সহি সালামতে ঘুরে আসতে পারি।

১৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২১

রহমান সাম্য বলেছেন: ভাই, ছবিগুলো অসম্ভব সুন্দর, তথ্যপূর্ণ একটা ব্লগ :) ইরানের ভিসার ব্যাপারটা জানতে চাই

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।
ইরানে আসতে হলে এখান থেকে কাউকে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ভিসা কোড দেয়া হবে যেটা বাংলাদেশ বা সংস্লিষ্ট দেশের ইরান এম্বেসিতে পাঠিয়ে দেয়া হয়। এই ভিসা প্রসেস করতে ইদানিং প্রায় ২০০ ইউরো পর্যন্তও খরচ পড়ে যায়। বাংলাদেশী এবং ভারতীয়দের জন্য ওরা এটা কঠিন করেছে। এছাড়া বাংলাদেশেও এম্বেসিতে প্রায় ৪/৫ হাজার টাকা ভিসা ফি দিয়ে ভিসা নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.