নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ ঘুম ঘুম [email protected]

সালাহউদ্দীন মুহম্মদ সুমন

জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাজ করছি সময় টিভিতে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি" ২০০৪ সালের একুশে বইমেলায়, প্রথম গল্পগ্রন্থ "কষ্ট দহন" ২০০৬ সালের সেপ্টেম্বরে এবং প্রথম কাব্যগ্রন্থ "না প্রেম না দ্রোহ" ২০০৮ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়। ই-মেইল: [email protected]

সালাহউদ্দীন মুহম্মদ সুমন › বিস্তারিত পোস্টঃ

যেনো অন্য এক মানবী

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫২

তুমি যেনো অন্য এক মানবী

আন্তরিকতায় আপ্লুত দেহরেখা

ওই হাসির জোয়ারে মরে যায় অতিদীর্ঘ সব মরুভূমি

যখন তুমি কথা বলো ফিটফাট চেহারার হদমূর্খ কোনো এক

কসমেটিক্সের দোকানীর সাথে

সত্যিই কষ্টে জ্বলে ওঠে আমার বুক

পাশাপাশি থেকে, ভালোবেসে, মনজয়ের কতো

মন্ত্রই না পড়েছি দিনে ও রাতে

একটু আন্তরিকতা ও সুন্দর ব্যবহার পাবার জন্য

তবু কোনো যেনো কসমেটিক্সের দোকানীদের অতিক্রম করতে পারি না।



তুমি যেনো এক অন্য রমনী

উদ্বেলিত অঙ্গ-প্রতঙ্গ

ওই উলঙ্গ নৃত্যের ঘুঙরুর ঝংকারে কেঁপে কেঁপে আত্মহত্যা করে চক্ষু-লজ্জা

যখন তুমি আলাপ করো মাঝ-বয়সী কোনো এক

অন্তর্বাস বিক্রেতার সাথে

হিংসে হয় ওই অন্তর্বাস বিক্রেতার প্রতি

সারাজীবন নেচে গেলাম তোমার কথায় অকথায়

আমার জন্য একটি বারও দুলে ওঠেনি তোমার ওই দেহতরী।



মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

নাভদ বলেছেন:
সারাজীবন নেচে গেলাম তোমার কথায় অকথায়
============================

??

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০০

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
নাভদ ভাই কেমন আছেন?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

রাতিফ বলেছেন: দারুন সুমন ভাই! প্রেমে সিক্ত একটা কবিতা।


শুভেচ্ছা থাকলো।

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
রাতিফ ভাই,
বেশ কয়েকদিন আপনার সাথে কথা হয় না। আপনার লেখাও পড়া হয়নি কয়েকদিন। সময় করে আপনার ব্লগে হানা দেবো।

হা হা হা

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০১

মিলটন বলেছেন: এক হিংসুটে কবিকে দেখলাম।

লিখা ভালো হয়েছে।

ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৩

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
মিলটন ভাই,
না হেসে পারলাম না। মজার মন্তব্য।


যাহোক, পদ্মার পানি বেড়েছে। রাজশাহীতে চলে আসুন।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৭

সৌম্য বলেছেন: দুর্দান্ত বসিক কবিতা হইছে। আমার মারাত্মক ভালো লাগছে। অসাধারণ। ফিনিশিংটা কঠঠিন হইছে।

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৯

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সৌম্য...

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১

মাসুদ রানা* বলেছেন: সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

রাঙা মীয়া বলেছেন: জীবন থেকে নেয়া কবিতাটি অসম্ভব ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
ছোট্ট অথচ গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহী করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০

একরামুল হক শামীম বলেছেন: ভালো হইছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
শামীম ভাই,
খবর কি আপনার?

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

অক্ষর বলেছেন: ভালো হইছে এই কবিতাটাও

(খুব ভালো করছেন ভাই, নিজের সম্মান নিজেরই রাখতে হয়

গালাগালিতে তাদের সাথে আপনি পারবেন না

তাছাড়া আপনারে ঐটা করতেও দেখি নাই

ভালো লাগছে আপনার কথা শুনে)

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
অনেক ধন্যবাদ নাজমুল ভাই।

আপনাদের মতো মানুষ পাশে থাকলে ভুলগুলো শুধরিয়ে নিতে পারি সহজেই।

ভালো থাকবেন।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫

আশরাফ মাহমুদ বলেছেন: +++++

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
আশরাফ ভাই
খবর কি আপনার?

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

দ্রগবা বলেছেন: ভালো কবিতা লেখার হাত আপনার।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩২

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
আপনার মন্তব্য প্রত্যয়ী করবে আমাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.