![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলছে আমার বুকের ভিতর
মনটা ভাল নাই,
বিশ্বজুড়েই মার খাচ্ছে আজ
আমার মুসলিম ভাই।
বার্মাতে আজ চলছে দেখ
নির্যাতনের রোলার,
মানবতাবাদী গোটা বিশ্বেই
নেই কেহ তা বলার।
যুদ্ধ নহে শান্তির ত্বরে
হয়েছিল জাতিসংঘ,
মুসলিম ইস্যূ সামনে এলে
ওয়াদা করে ভংগ।
আমেরিকা-রাশা-ইসরাইলের
ওরাই পুতুল,দালাল,
মায়া দেখিয়ে আড়ালে করে
মুসলিম মারা হালাল।
*********************
মুসলিম বলেই নিজ দেশে আজ
হচ্ছে পরাধীন,
ঘৃহ ছাড়া হয়ে শরণার্থী বেশে
কাটাইতেছে দিন।
এতবড় এই পৃথিবীর বুকে
নেই যে তাদের ঠাই,
সাগর-নদীতে ভাসছে ওরা
দেখার কেহ নাই।
জ্বলছে আগুন পুড়ছে গৃহ
দহন করিছে দেহ,
চোখের সামনেই হচ্ছে এসব
বলছে না কিছু কেহ।
*************************
অর্ধজাহানের বাদশা ওমর
কোথায় তব শামশীর,
কোথা হারাল খালিদের মত
বিশ্ব বিজয়ী বীর।
জং ধরা সে তরবারী আবার
ফিরে পাক আগের ধার,
বীরের হাতেই মজলুমেরা
হোক তবে উদ্ধার।
ঘুমিয়ে কেন গোটা উম্মাহ
নিদ্রিত দু-নয়ন ?
আজ প্রয়োজন বদরের সে
তিনশত তেরজন।
©somewhere in net ltd.