![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন হলো গভীর রাতের আকাশে
রুপালি চাঁদ দেখা হয় নি;
যেতে পারি নি বস্তির ভাসমান সব
মানুষের কাছে,
জীবনের গভীর সঞ্চরণে বাস্তব রূপ
জেগে ওঠে
অনন্যসাধারণ হতে পারি নি।
আমার নৈর্ব্যক্তিক ভাবনা গুলো জেগে
ওঠে
মুহূর্তের মুখে বলে উঠে সত্যের স্তরে,
তোমাদের জন্য আমরা
কী করতে পেরেছি?
কী করতে পারি নি!
আজো স্বাধীনতা নিশ্চিত করতে পারি
নি
নিশ্চিত করতে পারি নি;
বাসযোগ্য ভবিষ্যত পৃথিবী।
আমারা আজো তোমাদের
ভালোবাসতে পারি নি,
পারি নি তোমাদের মুখে
দু’বেলা ভাতের ব্যবস্থা করতে,
পারি নি রক্ষা করতে তোমাদের
সম্ভ্রম।
জাগতিক ভাবনায় আর ক্ষমতার মোহে
তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি;
তোমাদেরকে ব্যবহার করেছি
কল্যাণ করতে পারি নি।
অনেকদিন হলো গভীর রাতের আকাশে
রুপালি চাঁদ দেখা হয় নি;
আমার চেতনাগত দিক
থেমে যায় বলে,
আমি নিজেকে প্রশ্ন করি
আমার বাংলাদেশের দুঃখ কী?
কতবার দেখেছি বাংলার লাঞ্চিত
দৃশ্যগুলি
বেদনার ইতিহাস হয়ে হয়ে
কালে কালে দৃশ্যের আড়ালে
হরিয়াল গানের মতোই অকাতরে
হরিয়ে গেছে।
অনেকদিন হলো গভীর রাতের আকাশে
রুপালি চাঁদ দেখা হয় নি।
©somewhere in net ltd.