![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে নারীকুল! তুমি কে?
তুমি কি তোমার আত্মপরিচয় ভুলে
যাচ্ছো?
.
তুমি মা খাদিজা, তুমি মা আয়েশা, তুমি
মা ফাতেমা।
তুমি জান্নাতের সর্দারনী, পৃথিবীতে
থাকতেই তোমাকে
জান্নাতের প্রবেশ পত্র দেওয়া হয়ে ছিল।
.
তুমি নিজের নৈতিকতা, মানবিকতা,
লজ্জাবোধ ভুলে কি সব করছো?
যাতে ঐ সব নারীর লজ্জাবোধ হতে হবে,
যারা ঈমানদার।
.
জগতে ক'জন নারী খারাপ? হয়ত
অধিকাংশ।
সারা বিশ্বে ৭'শ কোটি মানুষ থাকলে
২'শ কোটি মুসলিম।
.
তবে এখন ইহুদী-নাসারা আর আমার
মুসলিম বোনদের মধ্যে
কোন পার্থক্য পাওয়া যায়না। কি দুঃখ!!!
.
২ জন অশ্লীল নারীর জন্য কেন ২ হাজার
নারীকে দোষী সাব্যস্ত করত হবে?
.
নারী তুমি আমার মা, আমার বোন, আমার
স্ত্রী, (যদিও এখনো বিয়ে করিনি) আমার দাদী-
নানী। তোমার এ অধঃপতনের জন্য পুরো
মুসলিম বিশ্ব আজ নত!
.
বদলে দাও, বদলে যাও, ইসলামের পথে
এসো, জান্নাতে যাও...
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
হুদাই পাগলামি বলেছেন: আপনাকে ও আমার ব্লগে আপনাকে স্বাগতম
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
হুদাই পাগলামি বলেছেন: হুম আপনার লেখাও আমার কাছে খুব ভালো লাগে।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
হুদাই পাগলামি বলেছেন: আপনাকে ও আমার ব্লগে আপনাকে স্বাগতম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০
ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।