নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি ভালো লাগে তবে ইচ্ছে একটু কম করে।

হুদাই পাগলামি

আমি হুদাই পাগলামি করি

হুদাই পাগলামি › বিস্তারিত পোস্টঃ

"লজ্জিত বাংলাদেশী হয়ে"

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

গাজা খাওয়ার জন্য আন্দোলন করা
লাগে না।
কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়তে
চাইলে
আন্দোলন করা লাগে,।
বুকের ওড়না না থাকলে কিংবা পরনের
জামা ছোট হলে কারো মাথা ব্যথা নেই,
কিন্তু পর্দা করার জন্য আন্দোলন করা
লাগে,।
লিভ টুগেদার করতে কোনো বাধা নেই,
কিন্তু
বিয়ে করার জন্য বয়স বেধে দেয়া হয়,।
মুখ থেকে মদের গন্ধ বের হলে সমস্যা
নেই
কিন্তু মুখে দাড়ি টুপির জন্য আন্দোলন
করা
লাগে,।
ধর্ষনের সেঞ্চুরী কারীকে পুরুষ্কিত করা
হয়,
কিন্তু ধর্ষিতার বিচারের জন্য আন্দোলন
করতে হয়,।
রাজাকারদেরকে আত্মীয় বানানো হয়,
আর
ইসলামিক মানুষ গুলোকে বাঁচানোর জন্য
আন্দোলন করা হয়,।
কোটি টাকার ফ্ল্যাট বাসা নিয়ে নেতা
ঘুমায় সেটা কোনো সমস্যা হয় না, কিন্তু
বিশ্ববিদ্যালয়ের হলে যায়গার জন্য
ছাত্রদের আন্দোলন করতে হয়,।
নেতারা পরনের কাপড় খুলে উলংগ হইলে
দোষ নেই, কিন্তু সাধারন জনগন সেটা
দেখে
লজ্জা পেলে ১ কোটি টাকা জরিমানা
সাথে তিন বছরের জেল,।
খাবারে বেজাল মিশালে কোনো
সমস্যা হয়
না কিন্তু চিকিৎসা সেবার জন্য
আন্দোলন
করা লাগে,।
বাজেটের নামে কোটি টাকা লুট হয়
তাতে
কারো কোনো আক্ষেপ নেই, কিন্তু
শিক্ষার
ফিসের জন্য রাস্তায় নামতে হয়,।
ইসলাম ধর্মকে গালি দিলে বিজ্ঞানী
হয়,
আর ইসলামকে রক্ষা করার জন্য রাস্তায়
গুলি খেতে হয়।
"আল্লাহু আকবার" বলে কোনো হিন্দু যদি
মন্দিরে হামলা করে তাইলে সে মুসলমান
হয়।
কিন্তু কোনো হিন্দু যদি মসজিদে হামলা
করে তাইলে সেটা তুচ্ছ ঘটনা বলে
এড়িয়ে
যাওয়া হয়,।
বঙ্গবুন্ধ শেখ মুজিবকে নিয়া বাজে কথা
বললে জেল,
জরিমানা হয় আর আমাদের প্রানের
নবীকে
নিয়ে বাজে কথা বললে তার সাজার
জন্য
আন্দোলন করতে হয়,।
মিথ্যা বললে বাহ বাহ দেয়া হয়, বন্ধু
ভাবা হয়
আর সত্য কথা বললে গলা চেপে ধরা
হয়,ফাঁসি
দেয়া হয়,।
খুন করতে টাকা লাগে না কিন্তু
হাসপাতাল
থেকে সন্তানের লাশ নিতে বাবা মাকে
ভিক্ষা করে টাকা জোগাড় করতে হয়,।
বাড়ির পোষা কুত্তার জন্য দৈনিক
তিনশত
টাকা বাজেট হয় সেটা সমস্যা না। কিন্তু
সামান্য একটা গ্লাস ভাঙ্গার জন্য
কাজের
মেয়েটাকে জীবন দিতে হয়।,
ভোজ সভায় কিংবা শোক দিবসে লক্ষ
লক্ষ
টাকার খাবার পরিবেশন করা হয়, কিন্তু
অভুক্ত মানুষ গুলোর ভাগ্যে সেই খাদ্য
জুটে
না,খাদ্যের জন্য আন্দোলন করতে হয়....."
অন্যায় হলে প্রতিবাদ হয় না, কিন্তু
খুনের
বিচারের জন্য আন্দোলন করতে হয়,।
......হ্যা, এটাই বাংলাদেশ
এই দেশটাতেই জন্মাইছি আমরা,বাইন্ধা
পিটায় কাউকে কইতে পারি না.....শুধু
জিজ্ঞাসা করলেই কই" সকল দেশের
রানী
সেতো আমার জন্মভুমি"
লোপাট নগরীতে ধোপাট এসে কোপাট
করে
যাচ্ছে,
আমরা কেবল ইসলামের জন্য আন্দোলন
করে
যাচ্ছি আর দিনের পর দিন নিটাইংগা
বাঁশ
গুনে যাচ্ছি,
এটাই নাকি বাংলাদেশ।নিজেকে
বাংলাদেশি বলতেও লজ্জা লাগে,,,।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.