![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের অট্টহাসি প্রতিনিয়ত বিবেক ভাবায়..........
চলার পথ যখন রুক্ষ-শুষ্ক হয়
জীবন তখন স্থানুর মত হয়ে পড়ে।
এক সেকেন্ড ও আগের মতো থাকবে না
এরুপ শর্তের জালে যখন জীবনগতি থমকে যায়
বিবেককে তখন মোহ আচ্ছন্ন করে।
এখানে ভালোবাসার কোন মূল্য নেই, স্নেহের রঙ বির্বণ।
রুক্ষ পথে একঘেয়ে জীবনে বিবেকের মর্মবাণী হৃদপিন্ডকে
ক্ষত-বিক্ষত করে।
নষ্ট করে প্রাণশক্তি!
নষ্ট করে মনুষ্যত্ব; নাশ করে বোধের গভিরতা।
জীবন যেখানে যেমন সেখানে তেমন ভাবে থাকতে চায়।
তার চাওয়াটা যথাযত: স্বভাব প্রসূত চক্র ..........
সে তার পথে চলতে চাইবে; ভুল হলেও তার কাছে সেটাই ঠিক .......
ঠিক, এখানেই মানুষ অসহায়
লাগাম টানতে তারা ভুল করে; ভুল করে পথ চলতে .......
তার সাথে গা ভাসান জীবনের যথার্ততা হতে পারে না,
আমি বুঝেছি...
ভালোবেসেছি, কেঁদেছি, অনেক কিছু হাড়িয়েছি...
সব হাড়ানোর আগেই আবার ফিড়ে এসেছি।
হে বিবেক আমাকে গ্রহণ করো।
হে মনুষ্যত্ব আমাকে গ্রহণ করো।
হে জীবন আমাকে গ্রহণ করো।
২৬।০৪।১৫
©somewhere in net ltd.