![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
বুকের ডানপাশটা অবশ হয়ে গেছে
ঢের আগেই!কেউ বুঝেনি এমনকি তুমিও!
তোমার ক্ষণিক চলন গুলো থেমে গেছে
ফাকা হৃদয়ে যুদ্ধ চলে হতাশার সাথে ,,,,,,,
বুকের বামপাশে যেখানে হৃদয়ের বসবাস?
অজস্র বেদনার পাহাড় গড়েছে সেখানে।।
তোমার স্মরণে ক্ষরিত হয় হাজার স্মৃতি
বিষণ কষ্টে নড়ে ওঠে হৃদয়ের গাথুনি,,,,
নিরলে যখন ভেসে আসে মায়াবী তোমার মুখ
নিস্তব্দ হয়ে যায় সকল চাওয়া-পাওয়া,,,
সুখ গুলো সব প্রতিবিম্ব হয় হৃদয়ের আয়নাতে
বুকের বামপাশটা ভাড়ি হয় অবশেষে,,,,
কোন কালেই মুক্তি দেইনি তোমায়,
যতনে পোষেছি হৃদয়ের পাজরে,,,,,
আমার মনের সিকল বেড়ি ছিরেছ তুমি
রক্তাক্ত করেছ বিষাধের ডোরে,,,,,
তৃষ্ঞার্ত হৃদয়টা পায়নি প্রেমের সুধা
যতটুকু দিয়েছ বেড়েছে প্রাণের ক্ষুধা।।।
চেয়েছি ঘুটিয়ে নিব করব প্রেমের অবসান,,
পারিনি তাই সহি আমি তোমার অণলবাণ।।
২| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৫৬
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: কষ্ট গুলো ধুমরে মরে এতেই যেন তার স্বার্থকতা।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: বুকের কষ্ট কখনও কারও চোখে পড়ে না।
কবিতা ভাল হয়েছে।