নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি করেছ বিপ্লবী মোরেবিদ্রোহী করেছ জনমের তরে।প্রেমের দোয়ারে করেছ আগাত,প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন

তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ রাজ্য বিপর্যস্ত

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩

জাহিদুল ইসলাম সুমন

বিস্তৃত সভ্যতার বিকাশ,বিকশিত করেনি মানবতা,,
ধর্মের নামে চলে প্রহসন,ধার্মিক সেজে করে আগ্রাশন।
সমাজের দাঁড়ে দাঁড়ে মানুষ নামক কীটের বাস,
শিক্ষিত্ হলেই দাম্ভিকতা,অহংকারে করে গ্রাস।।
বাচালেরা ধর্মের রাজা,বিণয়ীরা পায় সাজা,,
ভন্ডরা সাধুর সাজে,ওলিরা আজ ঘর ছাড়া,,,,
মসজিদ দখন মোল্লার হাতে,কোরআন তাদের বগল তলে,
যাহা খুশি বলে ওঠে,সমাজটাকে কব্জ করতে,,।।
ধর্মের ভুলি ছাড়ায় মুখে,ধর্ম পিষ্ট মতবাদে,,,
নিজের চিন্তা বরাবরে,ধর্ম পিছনে হাক ছাড়ে।।
শিক্ষা নামের কুশিক্ষার ঘরে ঘরে জয়কার
মুক্তমনা যুক্তি খুঁজে ধর্ম করতে বানচাল।।
ধর্মের আবেগ কেড়ে নিতে দালালেরা পাগল প্রায়,
ধর্মের শুনাম শুনতেই তাদের গায়ে আগুন লেগে যায়।
মোল্লা ব্যস্ত মগজ ধুঁতে,সমাজটাকে হাতে নিতে,
মতবাদ কে পোক্ত করে দেশ দখলে নিজের হাতে।।
ধর্ম কাঁদে করুন সুরে,ধর্মের নামে অশ্র ধরে।
ভাইকে ভাই খুন করে ইহুদীরা হেসে মরে।।
অভাগা আজ মুশলিম জাতি খন্ড খন্ড মতবাদে
ধর্ম গুরুর প্রশংসাকে শিরক বলে উরিয়ে দিতে।
ধর্মের কাজকে ছোট করতে,সদা প্রয়াস দিনে রাতে।
অসভ্য অাজ সভ্য শিখায়,ধর্ম যে অাজ তাদের চাপায়।
বেদাত বেদাত উলু ধ্বনি মুখে মুমিন জয়কার।
বেদাত দিয়ে সমাজ ঘেরা ধর্মের ক্ষেত্রে হাহাকার।
ধর্ম গুরুর শান-মান কি করে হয় তার সমান।
তিনি বলেন অসীম অামি,তাহার শানে মুমেন তুমি।
অামাকে সে সসীম করে,তাহার শানে যে জ্বলে মরে।
শান যদি বেদাত হয়,ধর্ম তোমার কোথায় রয়?
নিছক তুমি ধর্ম পাগল,তাহার সালাম তোমার সম্বল।
দিনে রাতে দুরুদ পড়,তাহার সেফা হাসিল কর।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.