![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
তখনো বুঝেনি জীবনের মানে
যখন ছিলে প্রথম যৌবনে,,,
সেদিন খুঁজেছি তোমার রুপ
বার বার আকুলতার টানে।।।
খুঁজেনি সুখ কোথাও
দুঃখের কোন পরশে
তুমিই ছিলে সুখ দুঃখ
আমার জীবন নীঁড়ে।।।
সূখ দুঃখের হিসাব কষা
হয়নি তবু মনে,,,,
মন যে ছিল তোমার প্রেমে
নিবিঁড় হবার টানে।।।।
আজ বুঝি জীবনের মানে
তোমায় ছাড়া প্রতি ক্ষণে,,
অবুঝ মন বার বার কেঁদে ওঠে
তুমি ছাড়া প্রহসনে।।।
বুকে আজ বীষণ ঝড়
ভালবাসায় যখন করল পর,,,,
জীবন যেখানে সুখের ছিল
সেখানে আজ বীঁষণ ঝড়।।।
জীবন মরণ সন্ধিক্ষণে
বেচে আছি ব্যথা নিয়ে,,
তোমায় ছাড়া বাচা মরার
পায়না খুঁজে কোন মানে।
২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণার জন্য
২| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা লেখেন ভাই। যে কয়টা পড়েছি, ভালো লাগলো।
শুভকামনা আপনার জন্য সবসময়
৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণার জন্য দোয়া চাই,,,
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।