![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
ফিরিয়ে' যদি নেবে মুখটি তোমার -
তবে কে'-নো দিয়েছিলে প্রেমের ছোঁয়া!
পেতে না পেতেই অচিরেই হারিয়েছি -
অচিনপুরের সুখ নামক ভালবাসার ছোঁয়া।
তবে কেনো হৃদয়ে বুনেছিলে, ভালবাসার বীজ ?
- যা আজও কুঁড়ি হয়ে, পাতা মেলেনি!
সুপ্তই র-য়ে গেলো জীবনের যতো চাওয়া পাওয়া,
আজও খুঁজে পায়নি; ফিরে আসার পথটিরে ;
তবে কেন কেঁদেছিলে ? হাতটি ধরে -
পথের পানে চেয়েছিলে চোখের জল ফেলে ?
আজ কেন ক্ষণিক প্রেমের স্মৃতিগুলো :
আমাকে নিঃশ্ব করে দিনে রাতে !
তুমি আসবেনা বলে ; আসবেনা বল?
আমার হৃদয় কোণ শূণ্য ছিলো, আজও আছে,
তোমার ক্ষণিক আসা যাওয়া যে- ছিল তাতে!
কখনো ভাবিনি আজও শূন্য র-য়ে যাবে,
শুধু তোমার ক্ষণিক অনুভূতি আমাকে কাঁদাবে।
আজও আমি রা'ত জাগি-
তোমার স্মৃতিগুলো, ঘুমাতে দেয়না আজ- অবধি।
যখন চরম শূন্যতা অনুভব করি
তখনই তোমার স্মৃতিগুলো আসে।
এক বিষম; যন্ত্রনা এসে হানা করে-
রক্তাক্ত হৃদয়ের শূন্য ঘরে।
আমি তৃষি-ত, চরম তৃষ্ঞা আমার মনে
শুধু তোমার রুপের সুধা পান করিতে।
যখন মনে পরে তোমার ভেজা- চোখগুলো'
যেন খঁড়া লেগে যায়,
ফাঁটা হৃদয়ের তৃষ্ঞার্ত হৃদয়টা, ফেঁটে চৌচির হয়ে যায় "
সিগারেটের ধোঁয়ায় ' তোমায় দেখিনি -
কিংবা রাতের আঁধারে মদের কোন গ্লাসে ;
তোমায় দেখেছি শূন্যতার ছাঁয়াতলে,
যেখানে' অনুভূতিগুলো নিরবে কাঁদে।
আমি ক্ষুধার্ত; চরম ক্ষুধা আমার মনে,
তোমাকে নয়ন ভরে, দেখবো বলে।
তোমার ক্ষণিক প্রেম আমাকে নষ্ট করেনি, - করেনি পথহারা।
শুধু করেছে দিশেহারা জনমের তরে।।
২| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৫
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ,,,সঠিক পরামর্শ দেওয়ার জন্য
৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাঠামোগত চিন্তারা শব্দে রূপ নিয়ে যে ক্যানভাসটি একে যায় কবিতার খাতায় সে একটি গল্প। আপনার চেষ্টায় তা ফুটাতে পারছেন। ধন্যবাদ অনুসরণে।
৪| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ,,,,,,সুন্দর মতামতের জন্য
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লিখেছেন ভাই। সুন্দর হয়েছে কবিতা। মুগ্ধতা রইল।
বানানে আরো সচেতনতা হওয়ার পরামর্শ।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।