![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
স্বপ্ন ঘেরা পুকুর পাড়ে যুবকটির প্রতিদিন আসা
সুদূর পথ পাড়ি দেওয়া পথের শেষ এখানেই;
প্রতি বিকালে স্বপ্ন উদিত হয় ঐ পুকুর পাড়ে
নিত্য দিনে পুকুর ঘাটের বই হাতে তরুনীর মগ্নতায়।।
পড়ার ছলে কখনো হাসে সে
কখনো ভাসে চোখের জলে।
তরুনীর বইয়ের পাতায় আরেকটি পৃথিবী ভাসে,
অজান্তেই সে হাসে কাঁদে গল্পের ভাজেঁ ভাজেঁ
যুবকের পথের শেষ এখানেই;
তরুনীর ঐ সরল মুখ,নিশ্পাপ মনের হাসি
অজান্তেই নিজের করেছে সে যুবকের পৃথিবী।
পৃথিবীর হরেক রং দোলায়নি তাজা প্রাণটি তার
বইয়ের ভাঁজে পৃথিবী দেখেছে সে স্পর্শহীন প্রেমে
জাগেনি কবু সুখের অনুভুতি প্রণয়ের চাদরে।
যুবকের প্রেমের শুরু এখানেই।
তরুণীর নিরব চাহনি,অমিমাংশিত হাসির অন্তরালে
কবিতার রাজ্যে হাজার ছন্দের সৃজন করে।
নিত্য হাসে সে উদ্যেলিত করে কবিতার প্রাণ
প্রণয়ের চাদরে ঘিরেছে যুবকের প্রাণ,,,
যুবকের স্বপ্নের শুরু এখানেই;
প্রেয়সীকে প্রেম নিবেদনের হাজার প্রচেষ্টা,,
শত জীর্ণতাকে দূর করে মিতালীতে আসা।।
তরুনীর ধীর চলার পথে সুভাসের মুক্তা ঝড়ে
বই হাতে স্কুলের পানে হাটার যে সৌন্দর্য
যুবকের চোখে স্বপ্ন হয়ে মিলনের পথে হাটে।
যুবকের সুখের শুরু এখানেই;
নিজেকে বিলিন করে তরুণীর সুখের রাজ্যে হাটা
অপলক চেয়ে থাকা মায়াবী চোখে হাজার স্বপ্ন আকাঁ।।
তরুনীর মধুর কন্ঠে যে সুর ধ্বমনীত হয়
যুবকের হাসোজ্জল প্রাণে পূর্ণতা আনে সে সুর
প্রণয়ের সুখে হারিয়ে যায় পৃথিবীর শত সুখ।।
যুবকের স্বপ্নের শুরু এখানেই;
প্রেম মিতালীতে ভাসবে দু চোখ,
তরুনীর স্পর্শে কাটবে প্রেমের ঘোর।।
যুবকের খোলা চিঠি টেবলের উপর সযতনে রেখে
তরুনীর মুগ্ধ নয়নে চাহনি স্বপ্নের সুচনা করে
যুবক স্বপ্নে ভাসে তরুণির না বলা প্রেমে।।
©somewhere in net ltd.