![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
সুদূরের অচেনা কেউ জিজ্ঞেস করেছিল এসে
হৃদয়ের কোঠরে রেখেছ যারে,সে প্রমি কে?
ঠোটের কোণে হাসি রেখে,অন্তর্দহন লুকিয়ে রেখে,
বলেছিলাম স্মৃতি গুলো নিরব কোন রাতে।।
অজানা অদ্ভুত অনুভুতির নাম প্রমি
কিশোর হতে কৈশোরের প্রথম সুখের আশ্রয়স্থল প্রমি।
বালিকা হেসেছিল উচ্চ স্বরে, প্রাণটি তার হাসেনি
কিশোর কৈশোর বেধে রেখে ভাগ্যবতি প্রমির হাতে,
যৌবনে কেন মরছ ধুকে অজানা এক মরণ পথে।।
তবে কেন ডাকনি তাকে তোমার যৌবন প্রভাতে ,,
সুখের পরশ নাও নি কেন প্রিয়সী তোমার প্রমির কাছে।
হেসেছিলাম বলেছিলাম প্রবাসের স্মৃতি গুলোর বাঁকে
আমি হারায়নি তাকে সে আমাকে হারিয়ে কেদেছে অঝরে।
প্রেমকে বরণ করে,দুঃখকে আপন করে,নিজেকে বিলিন করে।
জীবনকে জয় করতে,প্রবাসকে গতি করে,চেয়েছিলাম প্রমিকে।
প্রবাসের সময়টাতে দুঃশাসনের বেড়াজালে হারিয়েছি তাকে।
আমি হারিয়েছি তাকে,হৃদয় থেকে হারায়নি সে
অতীত গুলো স্বপ্ন সাজে,ঘুমের ঘরে পরীর বেশে
নিত্য আসে শেষ রাতে,
তাহার ডাকে ঘুর কাটে স্বপ্ন গুলো মিথ্যে সাজে
অণায়সে জল আসে অবুঝ মন কেদে ওঠে অতৃপ্ত আর্তনাদে।
আমি হারায়নি তাকে সে আমাকে হারিয়েছে।।
সেদিনের বকুলের তলে বিস্ময়ের ঘোরে কেঁদেছিল সে।
যেন জীবনের লেনাদেনার অবসান করিবে আজ
যেন তাহার সমস্ত পৃথিবী জুরে আমার বসবাস,
বুঝিতে পারিনি তার আকুতি গুলো স্তব্দ দাঁড়িয়ে আমি।
সেদিন নিস্তব্দ মনে প্রেম এনেছিল প্রথম যৌবনা প্রমি।।
অস্তিত্বের লড়াইয়ে প্রবাসকে বরণ করেছি অবশেষে
আমি আমার কথা রেখেছি রাখতে পারেনি সে,
মায়ের বকুনিতে ভুলেছে সব জীবনের লেনাদেনা
দুশ্চিন্তার বেড়াজালে হারিয়েছে অতীত চেতনা;
কৈশোরের প্রেমকে করেছে নষ্ট অতীত,পায়নি সে শান্তনা।
ঘুছিয়েছে অতীত প্রেম,মিলনের সম্ভাবনা।।
জীবন তাহার থেমে নেই, থেমে গেছি আমি
জীবনের প্রয়োজনে ভুলেছে সে. ভুলিতে পারিনি আমি
শেষ রাতের তারা গুলো আধো আধো জ্বলছে,
নিস্তব্দ রাতে বালিকা প্রেমের কাব্য লিখছে;
এ কাব্যের শেষ কোথায় সুধালো অবশেষে,
শেষ নাই এ প্রেমের অনন্তকাল লিখিলে।।
যা হারাবার হারিয়েছি পেয়েছি নামটিকে
নামটি তাহার ধরে রাখব হাজার কাব্যের ভিরে।।
©somewhere in net ltd.