নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি করেছ বিপ্লবী মোরেবিদ্রোহী করেছ জনমের তরে।প্রেমের দোয়ারে করেছ আগাত,প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন

তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।

জাহিদুল ইসলাম সুমন › বিস্তারিত পোস্টঃ

দূর প্রবাসিনী

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১২

জাহিদুল ইসলাম সুমন

স্বপ্নে বিভোর অানন্দ সন্চারি নাম না জানা কিশোরী
দূর প্রবাসিনী চোখে দেখেনি রুপ ভরা বদন খানি,
নিরব তর হাসির দোলা দেখিনি তর চাঁদ মুখ খানি।

শুনেছি সুন্দর্য সন্চারী অতি প্রীয় মুখের বাণী
মিষ্ট মধুর কন্ঠ ধ্বণি প্রাণ জুরানো হাসি,
নাম না জানা কিশোরী তর চাদঁ মুখ দেখিনি।।

জুরায়েছিস হিয়া মোর অাকুল পিয়াসী মন
ঘুছিয়েছি যাতনা সব, শান্তনাহীন চাহনি,
নাম না জানা কিশোরী তর চাঁদ মুখ দেখিনি।।

হৃদয়ের ক্যাম্পাসে হাজার রংগের মিশ্রণে
মিষ্টি হাসির ছবি অাকিঁ ওগো বিদেশিনী,
নাম না জানা কিশোরী তর চাঁদ মুখ দেখিনি।।

জীবনানন্দের বনলতার মত বিস্ময়েরর চাহনি
হেটেছি তোর পানে বহু দূরে,কাছে অাসতে পারিনি,
নাম না জানা কিশোরী তর চাঁদ মুখ দেখিনি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.