![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
জাহিদুল ইসলাম সুমন
আমার বুকে তোমার বাস
চারিদিকে যা দেখি ;
দেখিতে পাই তোমার আবাস।
ধরিতে নাহি পারি অনুভূতিতে পাই
যেথায় যাই সেথায় পাই
অদ্ভূত এক সুপ্ত ভালবাসায়।।।
হাসিতে তুমি খুশিতে তুমি
দুঃখে তুমি সুখে তুমি”
নয়নে তুমি অন্তরে তুমি;
চিন্তায় তুমি ভাবনায় তুমি
চারিদিকে শুধূ তুমি”
যেথায় যাই সেথায় পাই
অদ্ভূত এক সুপ্ত ভালবাসায়।।।
হৃদয় দোলে তোমার ছুঁয়ায়
মন হাসে তোমার দেখায়’
কষ্ট পাই না পাওয়ায়
কাছে চাই বারবার।
হাসি ফুটে মনের কোণে
যখন তোমায় কাছে পাই।
যেথায় যাই সেথায় পাই”
অদ্ভূত এক সুপ্ত ভালবাসায়।।।
স্বয়ণে তুমি স্বপনে তুমি
আঁখি মেলে দেখি তুমি”
মনের কোনে বসা।
কাছে নাহি পাই আমি
তবুও থাকি আশায়;
যেথায় যাই সেথাই পাই
অদ্ভূত এক সুপ্ত ভালবাসায়।।।
বলিতে পারিনা সহিতে পারিনা
চাই কাছে বারবার”
হৃদয় তোমার ছোয়াব আমি
খুঁলে ভালবাসার দোয়ার।।
যেথায় যাই সেথায় পাই”
অদ্ভূত এক সুপ্ত ভালবাসায়।।।
হাসাও তুমি ভাসাও তুমি
নিদ্রায় তুমি রাত জাগায় তুমি
সুখের ভেলায় শুধু তুমি
দুঃখের ভেলায় স্মৃতি তুমি”
যেথায় যাই সেথায় পাই
অদ্ভূত এক সুপ্ত ভালবাসায়।।।
©somewhere in net ltd.