নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুন নাহার সানজিদা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা › বিস্তারিত পোস্টঃ

কি-বোর্ডের অতি জরুরি ১৫টি শর্টকাট কী

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২

আমরা সাধারণত মাউস ব্যবহার করেই কম্পিউটারের যাবতীয় কাজ সারি। কিন্তু কি-বোর্ডের শর্টকাট কি ব্যবহার করেই বাচাঁনো যায় অনেক সময়। চলুন জেনে নেয়া যাক কি-বোর্ডের ১৫ টি শর্টকাট কী।

Ctrl+F : ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?

Ctrl+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।

Ctrl+Shift+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।

Alt+Tab : ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।

Ctrl+T : ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।

Ctrl+N : ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়।

Ctrl+L : চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।

Ctrl+W : চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।

Ctrl+C : কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।

Ctrl+X : কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।

Ctrl+V : কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।

Ctrl+Z : সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।

Ctrl+A : ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।

Ctrl+S : কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট।

Shift+Ctrl+Right : কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।

Ctrl+Right : পরবর্তী শব্দের শুরুতে কার্সর নিতে এ শর্টকাট ব্যবহার করা যায়।

এগুলো ছাড়া আরো অনেক কিবোর্ড শর্টকাট আছে। তাছাড়া সফটওয়ার ব্যবহার করে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন আরো শর্টকাট।

তাহলে শর্টকাট ব্যবহার করুন। আর সময় বাঁচিয়ে করুন আরো অনেক কাজ।

সূত্র : ক্যারিয়ার ইনটেলিজেন্স

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩

মীর সজিব বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

মনিরা সুলতানা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.