নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুন নাহার সানজিদা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তহীন ছুটে চলা › বিস্তারিত পোস্টঃ

বাহ! ঘরে বসেই নাকি বানানো যায় সান্সক্রিম

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮

বাহ! ঘরে বসেই নাকি সান্সক্রিম বানানো যায়। আমি জানতাম না। একটা অনলাইন পেপারে দেখলাম। ব্লগেও শেয়ার করলাম।

শীতের মিঠে রোদ হোক কিংবা গরমের কড়া রোদ, সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন মাস্ট৷শুধু সূর্যরশ্মি নয়, রান্নার সময় আগুনের তাপ এমনকি যারা দীর্ঘক্ষন কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাঁদের ত্বকেও সানস্ক্রিন লোশন লাগানো প্রয়োজন৷

যা যা লাগবেঃ
– ২ টেবিল চামচ নারকেল তেল
– ১ টেবিল চামচ শিয়া বাটার
– আধা চা চামচ সিসেমি অয়েল (তিলের তেল)
– আধা চা চামচ অ্যালোভেরা জেল
-২ চা চামচ জিংক অক্সাইড পাউডার
জিংক অক্সাইড পাউডার ফার্মেসী এবং কেমিক্যালের দোকানে কিনতে পাওয়া যায়।

পদ্ধতিঃ
– প্রথমে একটি পাত্রে জল দিয়ে আগুনে বসান। এরপর একটি বাটিতে শিয়া বাটার, নারকেল তেল নিয়ে ফুটন্ত জলের ওপরে দিয়ে দিন। গরম জলে শিয়া বাটার গলে মিশে যাবে।
– তারপর এতে সিসেমি অয়েল এবং অ্যালোভেরা জেল দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। এরপর পুরো মিশ্রণটি ভালো করে নেড়ে সবকটি উপকরন মিশিয়ে নিন।
– জিংক অক্সাইড পাউডারই মূলত এসপিএফ এর মাত্রা নির্ধারণ করে। এই উপকরণটি সবচেয়ে পড়ে মেশাবেন।
– জিংক অক্সাইড খুব ভালো করে মিশে গেলে পুরো মিশ্রণটি একটি বোতলে রেখে দিন।
– এই সানস্ক্রিনটি ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। প্রায় ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি এই সানস্ক্রিন।


http://www.bengali.kolkata24x7.com/build-houses-spf-sunscreen-lotion.html

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১০

আনিসুল ইসলাম বলেছেন: পানির পরিমাণ কতটুকু হবে বললেন নাতো???

২| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

অন্তহীন ছুটে চলা বলেছেন: ভাইয়া, আমি তো ট্রাইও করিনি। আমি মাত্র পেয়েছি এটা। খেয়ালই করিনি পানির পরিমাণ যে দেয়া নেই। সরি।

৩| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ভোরের সূর্য বলেছেন: আপু এরকম কিছু পদ্ধতি দেয়ার আগে সব চেয়ে ভাল হয় আগে নিজে বানানো। নিজে বানিয়ে সেটা ব্যবহার করা তার পরে সেটা সবার সাথে শেয়ার করা তাহলে ২টা জিনিস হবে।

প্রথমত আপনি যেহেতু নিজেই বানাচ্ছেন তাই খুব সুন্দর করে কোন ভুল ছাড়াই আপনি আমাদের পদ্ধতিটা নিজের মত করে বলতে পারবেন আর দ্বিতীয়ত এটা বানিয়ে যখন আপনি নিজে ব্যবহার করবেন তখন এটার ভাল মন্দ মানে এটা ঠিকমত কাজ করে কিনা তা জানতে পারবেন এবং পাঠকদের সাথে শেয়ার করতে পারবেন।

ভাল কথা আপনার শিরোনাম খুব সম্ভবত ভুল বানান হয়েছে। হয় এটা হবে সান ক্রীম বা সান্সস্ক্রিন(sunscreen)। পরেরটা হবে বলেই মনে হয় কারন আমি পরের শব্দটার ব্যবহার দেখেছি কিন্তু সান্স ক্রিম কোথাও দেখিনি এমনকি আপনি যেই লিঙ্কটা দিয়েছেন সেখানেও সান্সক্রীন দেয়া আছে। আপনি আপনার লেখার ভেতরেও সান্সস্ক্রিন লিখেছেন।দয়া করে ঠিক করে দিলে ভাল হয়।

আরেকটা কথা আপনি যখন কাউকে মন্তব্যের উত্তর দিবেন তখন লক্ষ্য করে দেখবেন মন্তব্যের উপর ডানপাশে সবুজ রংয়ের একটি বাঁকানো তীর চিহ্ন আছে সেখানে ক্লিক করে মন্তব্য লিখলে সরাসরি যাকে উত্তর দিয়েছেন তার কাছে নোটিফিকেশন যাবে যে তাঁকে আপনি উত্তর দিয়েছেন না হলে তিনি সেটা জানবেন না। যেমন আপনি @আনিসুল ইসলাম ভাই কে উত্তর দিয়েছেন কিন্তু জানতে পারছেন না যে আপনি তার উত্তর দিয়েছেন।

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

অন্তহীন ছুটে চলা বলেছেন: ভাইয়া, তথ্যের জন্য ধন্যবাদ।
সান্সক্রীন বানান আমি ইচ্ছে করেই সান্সক্রীম লিখেছি। ক্রীম বোঝানোর জন্যই এটা লেখা। :P
আশা করি এখন আপনার কাছে নোটিফিকেশন যাবে। :)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

আলী আকবার লিটন বলেছেন: নিজে বানানোর সময় কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.