![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের সবচেয়ে বেশি তিক্ত অভিজ্ঞতা হয় শাটল ট্রেনে। ১ নাম্বাওর আছে সিট না পাওয়া। ২ নাম্বার বগি মেম্বারদের সিট দখল। ৩ নাম্বার আছে শাটলে বহিরাগতদের উৎপাত।
নোংরা কাপড় পরা ওইসব মানুষদের শাটলের দরজা, ছাদে বসে থাকতে দেখে বিরক্তেতে নাকমুখ কুঁচকে উঠে সবার। নিজেদেরই যেখানে দাড়ানোর জায়গা নেই, সেখানে এসব মানুষদের দেখে অনেকের মাথায় রক্ত উঠে যায়। কখনো তো এরা গাটটি বোচঁকা সাথে নিয়ে উঠে। দেখে মনে হয় শাটল তো না, যেনো ভুলে একটা মালগাড়িতে উঠে পড়লাম।
আজ শাটলে এমনই ৩ জনকে মহিলাকে দেখলাম তাদের বাচ্চা আর নাতিকে নিয়ে উঠে পড়েছে। উঠেই আবার মেঝেতে বসে গেছে। ডেমু ট্রেনে বেশিরভাগকে দাড়িয়ে থাকতে হয়। সেখানে এদের গেড়ে বসা দেখে অনেকেই হাক মারতে লাগলো।‘উঠেন তো! বসবেন না। দাঁড়ায় থাকেন।’ মহিলা ১টা ভয়ে দাড়িয়েও পড়লো। অন্যরা মুখে ভয় আর লজ্জা মিশ্রিত হাসি ফুটিয়ে মুখটা নিচু করে রাখলো।
মহিলাগুলো আমার সামনেই বসেছিলো। হাতের বইটা পড়ার ফাঁকে ফাঁকে তাদের দেখতে লাগলাম। বাচ্চাগুলোকে দেখে মনে হলো না তাদের মনে এর কোনো প্রভাব পড়েছে। আড়াই বছরের একটা বাচ্চা তার ময়লা হাত দিয়ে মায়ের সামনের চুলগুলো কিছু খুলে খুলে সামনে এনে দুষ্টুমি করছিলো।
ট্রেন স্টেশনে থামার জন্য অপেক্ষা করতে লাগলাম।
ট্রেন থামার পর সবাই যার যার ফ্যাকাল্টির উদ্দেশ্যে রওনা দিলো।মহিলাগুলোও নেমে পড়লো। একটু অপেক্ষা করতেই দেখলাম, একটা মহিলা তার হাতে থাকা উড়না দিয়ে মুখে নেকাবের মতো বেঁধে নিলো। তার কোলে একটা আর পাশে আরেকটা বাচ্চা।
আরেকটা মহিলা তার নাতির হাতে একটা পুরনো আর নোংরা বাজারের ব্যাগ ধরিয়ে দিলো। বাচ্চাটা নিজের পকেট থেকে একটা টুপি বের করে মাথায় পড়ে নিলো। আরেকটা মহিলাকে কোথাও দেখলাম না।
বুঝতে পারলাম এরা সবাই ভিক্ষার উদ্দেশ্যে এখানে এসেছে।
কিছুক্ষণ ইতস্তত করে কোলে বাচ্চা নিয়ে রাখা মহিলাটার উদ্দেশ্যে পা বাড়ালাম। তিনি একটা দোকানের সামনে দাড়িয়ে আছেন। তার ছেলে দোকানটা থেকে পয়সা চাইছে।
মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথ থেকে এসেছেন? তিনি বললেন, নতুন ব্রিজ থেকে।
এতদূর? ট্রেনে এতক্ষণ ছেলে মেয়েরা আপনাদের সাথে এরকম খারাপ আচরণ করলো আপনাদের খারাপ লাগেনি?
মহিলা উত্তর দিলেন না।
আবার জিজ্ঞেস করলাম, এখানে কেনো এসেছেন? ভিক্ষা করতে।
এইখানে? এর পর কোথায় যাবেন?
১ নাম্বার গেট। এরপর ওখান থেকে ভিক্ষা করতে করতে বালুছড়া। সেখান থেকে আবার অক্সিজেন। তারপর বাসে বাসা।
আপনি ভিক্ষা কেনো করেন? আপনার স্বামী কই?
সে চলে গেছে। আমার দুইটা বাচ্চারে খাওয়ামু কেমনে যদি আমি ভিক্ষা না করি। তবে প্রতিদিন না। সপ্তাহে দুইদিন ভিক্ষা করি। বাকি কয়দিন কোনোদিকে কাজ খুজে নেই। বাচ্চা দুইটার খিদা সহ্য হয়না। তাই তাদের সাথে নিয়ে ভিক্ষায় নামি।
বুঝতে পারলাম না। শাটল ট্রেনে উঠে আমাদের ডিস্টার্ব করার জন্য এদের দোষ দিবো? নাকি মেনে নিবো?
এদের ব্যবস্থা কিভাবে হবে? যেখানে দেশ দ্রুতগতিতে ডিজেটাল পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। সেখানে এখনো বিনা টিকিটে ভ্রমন করতে মানুষ মুখিয়ে থাকে।
এই বাচ্চাগুলোর জীবন শুরু হয়েছে ক্ষুধা আর দারিদ্র্যের মধ্য দিয়ে। এদের কাছে শিক্ষা মানে হাসির কথা। আর আমরা প্রতিদিন সকালে কাধেঁ ব্যাগ ঝুলিয়ে শাটলের ঝাঁকুনি খেতে খেতে পা ব্যথা করতে করতে ছুটি।
আমরা ভাবি আমাদের ভবিষ্যত বিসিএস ক্যাডার হওয়া। ভালো একটা চাকরি করা।
আর এরা? ভাঙ্গারি বিক্রি করা, তরমুজ বিক্রি করা আর . . . . .
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
অন্তহীন ছুটে চলা বলেছেন: আর আপনার কি তাহলে মগজ নেই ভাইয়া
২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
"আর আপনার কি তাহলে মগজ নেই ভাইয়া "
-না, আমাকে বানানোর সময়, বিধাতার কাছে আর মগজ ছিলো না, আমাকে দিতে পারেননি।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
অন্তহীন ছুটে চলা বলেছেন: বিধাতার কখনো কিছুর অভাব হয়না
ভাবনা ভালো লাগায় থ্যাংকস
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনাটুকু ভালো লেগেছে।
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
চলন বিল বলেছেন: আমার আপুও চবিতে পড়ে, তার কাছেও শুনি সাঁটল ট্রেনে নানা ক্যাচাল। পলিটিক্যাল ঝামেলাও কম না
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
হানিফঢাকা বলেছেন: অনেকদিন পরে শাটলের কথা শুনলাম। যদিও এইটা ছাত্রদের জন্য, তারপরেও এটাতে কিছু সাধারন দরিদ্র মানুষ উঠে, কারন ঐ লাইনে চলাফেরার জন্য বিকল্প ব্যবস্থা খুবই অপ্রতুল। সাধারণ ছাত্র ছাত্রীরা এতে কিছু মনে করে না। ফার্স্ট ইয়ারের রাজনীতি শাটলকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
অন্তহীন ছুটে চলা বলেছেন: কেউ কিছু মনে করে না। আবার অনেকেই এমন অভিযোগ করে। আমি নিজে ব্যাক্তিগতভাবে এটাকে খারাপ বলিনা।
মানুষগুলোর কাছে এটাই পথ। টাকা থাকলে তো আর এভাবে কষ্ট করে, গালি খেয়ে, অপমানিত হয়ে পয়সা বাচাঁনোর চেষ্টা করতো না।
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: আমরা ভাবি আমাদের ভবিষ্যত বিসিএস ক্যাডার হওয়া। ভালো একটা চাকরি করা।
আর এরা? ভাঙ্গারি বিক্রি করা, তরমুজ বিক্রি করা আর
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
যাক, কিছুটা মগজ আছে দেখছি আপনার!