![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মতে বিবাহিত পুরুষ হিসাবে প্রধান যে যোগ্যতা থাকা উচিত তা হল খিচুরি
ও ডিম ভাজা করা জানতে হবে।আর চা বানানোর গুন টা তো অপরিহার্য।
আর বাকি কী কী গূণ থাকা উচিত তা বিষদ আলোচনা হলে দেশ ও দশের কল্যাণ
হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
তাই আপনাদের গুরুত্ব পূর্ণ মতামত অতিশয় কাম্য।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
sunny09 বলেছেন: যারা জানেনা তাদের জন্য হয়ত কঠিন
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ডিম ভাজা বা চা বা খিচুড়ির রানতে পারাটা খুব বড় কাজের আওতায় পড়ে না। তবে এই মন মানসিকতা থাকা দরকার ঘরের কাজে মা বা বোন বা বউ যেইই হোক না কেন কিংবা নিজের জন্য হলেও নিজের কাজ গুলো নিজে করার অভ্যাস তৈরি করা। খাওয়া শেষ নিজের প্লেট, গ্লাসটা ধুরে ফেলা, ঘরের মানুষকে কাজে সাহায্য করার মনোভাব থাকা, নিজের বিছানাটা নিজে গোছানো, নিজের কাজগুলো নিজে করার অভ্যাস তৈরি করা।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
কাজী! বলেছেন: রমণে অভিজ্ঞ না হলে বিবিহিত পুরুষের রমণী থাকবে?
এটা সম্ভাবত প্রথম যোগ্যতা,যা একান্ত অপরিহার্য।অনেকেরই কিন্তু এই যোগ্যতা থাকেনা। বাকী যোগ্যতাগুলো বোনাস।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
কাজী! বলেছেন: আপনারা দেখছি কৌশলী বউদের পক্ষে।সুকৌশলে জামাই পোলাটারে কাজে লাগানোর প্ল্যান।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
sunny09 বলেছেন: হা হা হা
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
sunny09 বলেছেন: মশায় দেখি অভিজ্ঞ পাবলিক :v
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
প্রামানিক বলেছেন: যার ভাত জোটে না, সে খিচুরী আর চা রান্না করবে কিভাবে?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২
sunny09 বলেছেন: বিবাহিত পুরুষেরা কি সাধে খিচুরী আর চা রাধে?
ভাত তরকারি রাঁধার চেয়ে খিচুরী রান্না অনেক সহজ, বিশ্বাস না হলে মেসে থাকা ব্যাচেলার কারো থেকে নিশ্চিত হয়ে নিয়েন
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
মাকড়সাঁ বলেছেন: Poket vorti taka thaka
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
sunny09 বলেছেন: পকেট ভর্তি টাকা থাকলে খিচুরি আর চা বানানো না জানলেও চলবে
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
দিগন্ত জর্জ বলেছেন: খিচুরী আর ডিমভাজা দুইটাই রান্না করতে পারি। শুধু স্বাদটাই ঠিকঠাক মত হয় না।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
sunny09 বলেছেন: বাধ্য হলে অখাদ্য খাওয়া ছাড়া উপায় থাকে না
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
আজিজার বলেছেন: দিগন্ত জর্জ বলেছেন: খিচুরী আর ডিমভাজা দুইটাই রান্না করতে পারি। শুধু স্বাদটাই ঠিকঠাক মত হয় না।
দারুন বলেছেন।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
সুলতানা রহমান বলেছেন: দায়িত্বশীল হলেই হয়।
দায়িত্বশীল মানুষ নিজেই বুঝতে পারে ঠিক কি কি করা দরকার।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
জটায়ু. বলেছেন: যারা বাল্যকাল থেকে মেসে থাকে তাদের জন্য খিচুড়ি ডিম আলুভর্তা চা এইগুলো হলো পানির মত সহজ বানানো হা হা
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১
তুষার কাব্য বলেছেন: আমার মতে বিবাহিত পুরুষ হিসাবে প্রধান যে যোগ্যতা থাকা উচিত তা হল খিচুরি
ও ডিম ভাজা করা জানতে হবে
জানি ত
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: মজার পোষ্টতো। হা হি হা হি
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
টারজান০০০০৭ বলেছেন: ১. স্বরাষ্ট্র, অর্থ , পরিকল্পনা, ক্ষেত্রবিশেষে প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করিয়া নিজে সচিবের পদে কাজ করা।
২. বউয়ের প্রতিটি কথায় হ্যা বলার যোগ্যতা থাকা।
৩. বউয়ের অনুমতি ছাড়া মুখ না খোলা।
৪. একান্নবর্তী পরিবার হইলে বউরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে একনিষ্ঠ সমর্থন করা।
৫. বউয়ের বাপের বাড়ির আত্মীয় স্বজন এমনকি সাবেক ও বর্তমান অনুরাগীদেরও বিশেষ কদর করার যোগ্যতা থাকা।
৬. বউয়ের ঝংকারকে মধুর সংগীত হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকা।
৭. বউ কতৃক নির্দেশিত সকল কাজ , জুতা সেলাই হইতে চন্ডীপাঠ, বিছানা গরম হইতে পকেট গরম, সকল কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সম্পাদন করার জন্য তৈরির থাকিতে হইবে।
আফসুস, রমন এবং স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় অর্পণ ব্যাতীত কোনো যোগ্যতাই দেখি আমার নাই !
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
নূর আল আমিন বলেছেন: ডিম ভাজি, চা বানানো এটা আর কঠিন কি?