নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানশাইন আইটি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। সানশাইন আইটি ২০১৬ ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। বর্তমান অফিস ৬৯/সি, গ্রীন রোড , পান্থপথ। সানশাইন আইটি একক মালিকানাদীন কোম্পানি । প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান কাস্টমার সংখ্যা ৬৩৫ জন যেটি প্রতি মাসে বাড়ছে। সানশা

সানশাইন আইটি

সানশাইন বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম। আমরা দেশে এবং দেশের বাইরে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেস ডিজাইন, ডেটা এন্ট্রি, ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং সেবা প্রদান করে থাকি। ওয়েবসাইটঃ http://sunshine.com.bd/ ০১৭১৪০৪৪১৮০

সানশাইন আইটি › বিস্তারিত পোস্টঃ

কীভাবে নিজের ই-কমার্স ব্যবসা শুরু করবেন?

০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪


eCommerce Business শুরু করার জন্য সর্বপ্রথম আপনার একটি eCommerce ওয়েবসাইট থাকা প্রয়োজন। আর আপনার ওয়েবসাইটের ডিজাইনই আপনার ভার্চুয়াল স্টোর কতটা সফল কিংবা বিফলে যাবে সেটা নির্ধারণ করে। ডিজাইন বলতে আপনার সাইট দেখতে অত্যন্ত আকর্ষণীয় হতে হবে এমনটা বুঝায়নি। আপনার সাইট User Friendly হতে হবে যাতে সহজেই কাস্টমার তার পছন্দের পণ্যটি খুঁজে পেতে পারে। আপনার সাইটটি বিশ্বাসযোগ্য হতে হবে। সাইটটি দিনে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিন অ্যাক্সেসেবল হতে হবে এবং দ্রুত পেজ লোড হতে হবে।

ই-কমার্স ওয়েবসাইট তৈরিতে খরচ কেমন হবে?
• ডোমেইন ও হোস্টিং: ডোমেইন চেক করার জন্য whois.com এ সার্চ দিয়ে দেখতে পারেন। ডোমেইন ও হোস্টিং মূল্য প্রায় ৩ হাজার থেকে শুরু করে ১৫-২০ হাজার (হোস্টিং অনুযায়ী মূল্য বেশি হতে পারে) ।
• ওয়েব ডেভেলপমেন্ট: সি এম এস (ওয়ার্ডপ্রেস, ওপেনকার্ট আর অন্যান্য ) বা পিএইচপি এর মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন।

ই-কমার্স ওয়েবসাইট তৈরির পরবর্তী কাজসমূহঃ
সাপ্লাইন চেইন ঠিক করা: ঠিক করতে হবে প্রোডাক্ট কোথা থেকে আসবে অথবা কিনবেন অথবা নিজেই বানাবেন কিনা। স্টক কিভাবে মেইনটেইন করবেন, অর্ডার হওয়ার পর কিভাবে ক্রেতার কাছে পৌছাবেন।

মার্কেটিং: সবচাইতে গুরুত্বপূর্ন ধাপ। অনলাইনে কেনাবেচা করা শুরু করার অর্থই হলো আপনি ইন্টারনেট থেকে ক্রেতা সংগ্রহ করবেন। সেই ক্ষেত্রে ইন্টারনেটে একটি সাইটকে প্রচার করার বিষয়টা অনেক বেশি জরুরী। আপনার মার্কেটিং কৌশল অফ লাইন এবং অনলাইনের সংমিশ্রনে হতে হবে। কিন্তু অনলাইন মার্কেটিংয়ে আপনার ব্যর্থতা কিংবা সফলতাই ঠিক করে দেবে আপনার অনলাইন ব্যবসার ভবিষ্যত। আপনি প্রথমেই যে টার্গেট গ্রুপকে নির্দিস্ট করেছিলেন তাদের কাছে পৌছানো , তাদেরকে ক্রেতা বানানো, তাদের ধরে রাখার জন্য সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিংসহ অনলাইনের আরো যে যে মার্কেটিং কৌশল আছে সবগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। সফল মার্কেটিং এর উপরই আপনার ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভর করছে।

ক্রেতার কাছে পণ্য পৌছানো: ক্রেতার কাছে নিরাপদে পণ্য পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন ক্রেতা পণ্য অর্ডার করার পর যত দ্রুত আপনি পণ্যটি তার কাছে পৌঁছাতে পারবেন আপনার ব্যবসার জন্য তত সুফল বয়ে আনবে। তাই পণ্য সরবরাহের বিষয়টি আপনাকে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। আপনি ক্রেতার কাছে কয়েকটি উপায়ে পণ্য পাঠাতে পারেন।

১) নিজস্ব পরিবহনের ব্যবস্থার মাধ্যমে
২) থার্ড পার্টি কুরিয়ারের মাধ্যমে
৩) ই-কমার্স পণ্য সরবরাহকারীদের মাধ্যমে।

(Ref: http://sunshine.com.bd/ecommerce-website/)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২

মীর শাহেদুর রহমান বলেছেন: যে কোন ব্যবসা শুরুর আগে ঐ রিলেটেড জব করতে হয় । অনলাইন বিজনেস ও এর ব্যতিক্রম নয় । একটা অনলাইন শপ সাইটে অনেক প্রডাক্টস থাকে। যেমন গ্যাজেটস, হোম এ্যাপ্লােয়ন্স, মোবাইল এক্সেসরিজ, বিউটি এন্ড হেলথ কেয়ার প্রডাক্টস , শেভার ট্রিমার, কম্পিউটার এন্ড কম্পিউটার এক্সেসরিজ / পেরিফেরাল, ফ্যাশন আরো কত কি !
একটা লোক একটা বিজনেস সাইট খুলল তারপর প্রডাক্টস সোর্স করবে কোথা থেকে । আরো অনেক ইস্যু আছে এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.