নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

মুনা! মুনা রে...

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:১০


আন্ধাইর রাইতে কলা গাছের তলে খাড়ইয়া শিস বাজাইতাম,
কলা পাতার বাঁশি বাজাইতাম তরে ডাকতাম কত রহমের সুরে!
রাইতের লগে আন্ধাইরও বাড়তে বাড়তে কাইল্যা কুচকুচা অইত
হাপ-খুপ, হেয়াল-গুইলের সব ডর-ভয় আরায়া কই যে যাইত!
আমি খালি তর আউনের ফথের ফিল কান ফাইত্যা রাখতাম

মইধ্যে মইধ্যে তর বাপ সারা রাইত হজাগ থাইক্যা কাশত
তুই ঘরতন বাইর অইতারতি না আমি হুনতাম তর কষ্টের গান
আর যেদিন তর আউনের আওয়াজটা আইত আমার কানে
দুই আত উড়ায়া, দুই চোউখ মুঞ্জায়া দমডা বন্ধ কইররালতাম।
তুই আইয়া ঝাঁপ মাইররা ফরতি আমার বুহের চওড়া জমিনে
তহন তুই আমারে ছাড়া সারাডা দুইন্যাইরে অস্বীকার করতি...

আজগওয়া তুই আমার লাইগ্যা একটা ঘণ্টা বইয়া থাকতারস না
তর নাহি ঘুমে ধরে। তুই ঘুমাস। আমি ডিউটি ছাইড়্যা ঘরে আই
খাউনের ঘরে দেহি গামলাত ভাত থাহে বাডিতে সালুনও থাহে
খালি থাহে না আমার ফিরিত, আমার জীবন আর কইলজাডা

মুনা! মুনা রে...
আরেকটা বার ফিরিতের আগুন চোউক্ষে লইয়া আমার বুহে ঝাঁপ দে
খালি আরেকটা বার আমাল্লাইগ্য দুইন্যাইডা অস্বীকার কইররা দে...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৯

মাশকুর চৌধুরী বলেছেন: ফিরিতের আগুন চোউক্ষে লইয়া আমার বুহে ঝাঁপ দে
খালি আরেকটা বার আমাল্লাইগ্য দুইন্যাইডা অস্বীকার কইররা দে.

এই কথাগুলো সত্যি অসাধারণ...

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

সুপান্থ সুরাহী বলেছেন: শুকরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.