নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
সন্ধ্যা নগর জুড়ে ধুকছে প্রাচীন প্রথা
হাঁটছে মানুষ ধীরে পার্কে নীরব একা
বলছে অযুত কথা সব মনোলগ হয়ে
করছে শহর জুড়ে অধ্যাদেশের জারি
মুক্ত মুখের ঠোঁটে লাগবে সেলাই শুধু
ঠিক তখনই – শহরের প্রবেশদ্বার অতিক্রম করেন একজন বৃদ্ধ। শুভ্র শ্মশ্রু। আরও শুভ্র মাথার দীর্ঘ চুল। কী গভীর দৃষ্টি! প্রবল আত্মবিশ্বাসী পদক্ষেপ। চোখের পলকে প্রেমের তেপান্তর। চওড়া কাঁধের ঝাঁকুনিতে দুলে বিশ্ব সংসারের ওজন। মুখের প্রতিটি আওয়াজে মুক্তির বাণী। চেহারায় খেলছে শক্তি আর আভিজাত্যের ঢেউ। কোথাও থামছে না। নির্মোহ পদক্ষেপে প্রদক্ষিণ করছে শহরের চারদিক। বৃদ্ধের পেছনে মিছিল। ক্রমশঃ বাড়ছে মিছিলের আয়তন। বৃদ্ধের কাছে জনতার প্রত্যাশার বৃষ্টি হচ্ছে – কেউ সন্তান চায়, কেউ সন্তানের মৃত্যু চায়! জীনের পরিণতি জানতে চায় একদল যুবক। নারীরা জানতে চায় স্বামীর ঘরে বন্দিত্ব আর কতদিন? যুবতীরা প্রশ্ন করে, স্বাধীনতার ব্যাপারে। আমলার প্রশ্ন, প্রমোশন কবে হবে? ক্ষমতার প্রশ্ন, অমরত্বের দাওয়াই কোথায়? একদল জানতে চায় স্বেচ্ছার মৃত্যুর অনুমতি কবে আসবে। পিতারা শুধায়, বুড়ো তুমি কি বৃদ্ধাশ্রম পালিয়েছো? মায়েদের প্রশ্ন, বুড়ো – তোমার এই প্রবল প্রভাবের রহস্য কী? পুলিশ জানতে চায় আপনি কখন শহর ছাড়বেন? আমরা যে আর পারছি না! তিন বাহিনী মাঠে নেমেই আঁতকে ওঠে! বৃদ্ধের পেছনে পুরো শহর ছুটছে। ছুঠছে ওদের মায়েরা, মেয়েরা, বাবারা, পুত্রেরা...
বিকেলের আগেই বৃদ্ধ শহরের মুক্ত মঞ্চে দাঁড়ায়। প্রশানের সবাই তাঁকে বক্তব্য দিতে নিষেধ করে। কিন্তু কারও কণ্ঠই তখন মুক্ত নয়। পুরো শহরের প্রতিবেশে নির্বাক স্তব্ধতা। দরাজ কণ্ঠের সুর মূর্ছণা ছাড়ে বৃদ্ধ। পিনপতন নিরবতা...
এই জনতার কাছে চাই মানুষের ছায়া
একটা খবর দেব রাত পালাবেই দূরে
দূর জীবনের মায়া নাও আপনার বুকে
শুদ্ধ গানের সুরে ভাসবে সবাই সুখে
আসবে হৃদয় মাঠে প্রেম সরোবর আলো...
হঠাৎ পাল্টে যায় পুরো পরিবেশ। পাগল! পাগল!! পাগল!!! রব ওঠে। কোরাস ওঠে "মানুষেরা সমাধিতে গেছে। তুই জনতার ভেতর মানুষ খুঁজিস! শালা বৃদ্ধ! ঠগ! বাটপার!" পাথর ছুটছে! আইফোন ছুটছে! গ্যালাক্সি ছুটছে! ট্যাব ছুটছে! জনরোষের নয়া মাত্রা নামছে। ভিডিও হচ্ছে। লাইভ টেলিকাস্ট হচ্ছে। পণ্যের মায়া নাই। ক্ষোভ মেটাও। মেটাচ্ছে। বৃদ্ধ মুখ থুবড়ে ভূপাতিত। জনতা ঘরে ফিরছে। শিশুরা বৃদ্ধকে ঘিরে দাঁড়িয়ে যাচ্ছে। সৌখিন ফটোগ্রাফারদের আরেক দফা সেল্ফি হয়ে গেছে। শহরের বিখ্যাত সেলুনের মালিক বৃদ্ধের দাঁড়ি-গোফ আর চুলের মূল্য হাকছে।
বৃদ্ধ বুঝে গেছে সময় শেষ! হঠাৎ দাঁড়ালেন। ভয়ে সরে গেল শিশুরা। আলখাল্লার ভেতর শিশুদের নিরাপদ করলেন। গা ঝাড়া দিলেন। ফিরলেন যৌবনে। অবাক ছড়ানো লোকজন দৌড়াচ্ছে ঠিকানায়। বৃদ্ধ এখন প্রবল যুবক। আকাশের দিকে ফিরে চিৎকার দিলেন। গগণ কাঁপে! পাহাড় দুলে! শহর মূক হয়। জনতার কানে নামে বধির তুফান।
বৃদ্ধের মোবাইল পেন্ট আর শার্টে দুইহাজার পনেরটি পকেট – ধাতব অন্ধকারে ঠাসা। বৃদ্ধ শহরের বড় রাস্তায় ওঠে আসে। কুর্ণিশে নত সমগ্র শহর...
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল।শুভকামনা+
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন: শুভেচ্ছ...
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
সাবলীল মনির বলেছেন: অনন্য লেখনি, পড়ে মুগ্ধ হলাম ।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন:
সুপান্থ সুরাহী ,
আপনার এই গল্পের বিপরীত থীমের উপর আমার এই লেখাটি দেখতে পারেন --
জেসাসরিবর্ন (ছোটগল্প)
০৪ঠাফেব্রুয়ারি, ২০১২দুপুর১:৫২
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29534862
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখাটি পড়েছি।
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: বৃদ্ধের মোবাইল পেন্ট আর শার্টে দুইহাজার পনেরটি পকেট – ধাতব অন্ধকারে ঠাসা। বৃদ্ধ শহরের বড় রাস্তায় ওঠে আসে। কুর্ণিশে নত সমগ্র শহর...
চমৎকার হয়েছে। প্লাস।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার শব্দবিন্যাস| প্রথমে কবিতা ভেবেছিলাম| কবিতার মতই হেঁয়ালি| বুঝতে পেরেছি কতক, পারিনি কিছুটা| কিন্তু মুগ্ধতা এসেছে পাঠাবসানে
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন। কৃতজ্ঞতা।
৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: দুইহাজার পনেরটি পকেট – ধাতব অন্ধকারে ঠাসা। সম্ভবত এই ১৫ সালটাই নৃশংসতম। যুবযমাজ কনফিউজড। বৃদ্ধদেরই পুনর্জন্ম করতে হবে এই ধাতব অন্ধকরের বিরুদ্ধে যুঝতে। লেখাটা অসাধারণ হয়েছে। বহুদিন এত ভালো অণুগল্প পড়ি নি।
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ।
চমৎকারভাবে উপলব্ধির জন্য।
শুভকামনা ফর হামা।
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০১
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার লেখা। ছন্দ ও গল্প দুইটার স্বাদ রয়েছে লেখাটায়। +++
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
সুপান্থ সুরাহী বলেছেন: সাধুবাদ পাঠের জন্য।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার অনুগল্প ভাই। +
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
সুপান্থ সুরাহী বলেছেন: থেঙ্কিউ।
শুভকামনা নিরন্তর।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লাগলো সাইফ ভাই। পারফেক্ট বলা যায়। শুভকামনা রইলো।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও।
১২| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
অন্ধবিন্দু বলেছেন:
সুপান্থ,
মুক্ত মঞ্চে দাঁড়ায়ে কিছুটা ঝটকা দিয়েছেন বটে। প্রশ্নগুলো বহুবার ধ্বনিত হয়েছে। তবুও আপনি উত্তর এড়িয়ে গেলেন। সেকি আলসেমি করে ? হাহ হাহ হা।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। আলসেমি করে না তো। জানি না বলেই।
১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
আরজু পনি বলেছেন:
"পারফিউম" এর গন্ধ পেলাম যেন ।
নারীরা জানতে চায় স্বামীর ঘরে বন্দিত্ব আর কতদিন? যুবতীরা প্রশ্ন করে, স্বাধীনতার ব্যাপারে...আমি যেনো এখানেই আটকে আছি ।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম ।
খুব ভালো লাগা রইল ।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
সুপান্থ সুরাহী বলেছেন: হুমম। আপুর মন্তব্যটা সুন্দর।
ধন্যবাদ।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!
+++
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ...
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//বৃদ্ধের মোবাইল পেন্ট আর শার্টে দুইহাজার পনেরটি পকেট – ধাতব অন্ধকারে ঠাসা।//
হুম...
কবিকে শুভেচ্ছা....
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা ...
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অপেক্ষা নয়ত প্রতিক্ষা ইচ্ছাস্বপ্ন বা শুভক্ষণের আদি থেকে অন্ত ৷ অব্যক্ত বুঁদবুঁদ লেখকের মুন্সীয়ানায় ৷
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
সুপান্থ সুরাহী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর আপনার লিখা পড়লাম ।
নিঃসন্দেহে উচ্ছ সাহিত্যমান সমৃদ্ধ লিখা ।
ভাল লাগা রইল ।