নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
নক্ষত্রখোর
শহর জুড়ে অবিরাম শান্তি। শরতের আকাশে সাদা মেঘের ফানুস। আজ শরৎপূর্ণিমা। ভোর থেকে শহুরে জনতার চোখে-মুখে রাতের অপেক্ষা। নবযৌবনের দুয়ার টপকানোদের মধ্যে অচিন উত্তেজনা। পৃথিবীর একমাত্র শহর – যেখানে শরতের দু’টি ও হেমন্তের একটি পূর্ণিমার আগের দিন ও পরের দিন ছুটি থাকে। হাজার হাজার জোস্নাপিয়াসী এই সময়ে শহরকে মুখরিত করে রাখে অতিথি পাখির মত । শহরের উত্তর প্রান্তে নদী। নদীর উত্তর প্রান্তে কাশবন। পূর্ণিমার রাতে নেমে আসে ঝিমধরা এক অদ্ভূত দৃশ্যকল্প। সাদা চাঁদ, সাদা নক্ষত্র আর সাদা কাশবনে নামে সাদার ঢল। সব নারী-পুরুষের গায়ে সাদা পোষাক। রাত ন’টার পর সারা শহরে নেমে আসে মানুষের ঢল। স্রোতের মত ছোটে মানুষ। নদীর উত্তর-চরে। বিদ্যুৎকে দেওয়া হয় ছুটি। এই পূর্ণিমা উৎসব – কে, কখন, কীভাবে চালু করেছে এই নিয়ে আছে নানা মিথ আর কথকতা।
যুক্তি নির্ভর ও জ্ঞান নির্ভর মানুষের মতে, বহু বহু বছর আগে এই শহর দখল করতে এসেছিল হানাদাররা। ভৌগলিক অবস্থার সুবিধায় এই শহরটা ছিল সবসময়ই দখলদারদের আগ্রহের কেন্দ্রে। আবার ভৌগলিক সুবিধার কারণেই এই শহরের শাসকরা বিনা যুদ্ধেই নিজেদরে রক্ষা করতে পারতো। এবার হলো কি! এই হানাদাররা শহরের প্রবেশ দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা শুরু করে। অথচ যুদ্ধের জন্য কেউই মাঠে আসতে চাইল না। তখন শহরের প্রধান নারীদের ডাকলেন। নারীরা শহরপ্রধানের হাতে ধরে শপথ করলো তারাই শহর রক্ষা করবে। এক হাজার নারী যুদ্ধের জন্য মাঠে নেমে গেলে পুরুষদের ভেতরের পৌরুষ জেগে ওঠে। নারীরা দৌড়াতে থাকে শহরের সীমানা দেয়ালের দিকে। তাদের স্বমীরা প্রচণ্ড গতিতে দৌড়াতে শুরু করে। দেয়ালের কিছুক্ষণ আগেই তারা তাদের স্ত্রীদের টপকে যায়। সেদিন ছিল শরতের দ্বিতীয় পূর্ণিমা।
কোন রকমের পরিকল্পনা ছাড়াই শুরু হয়ে যায় যুদ্ধ। অবাক করা ব্যাপার হলো এই এক হাজার নারীর কারই স্বামী জীবিত ফেরত আসেনি। ফেরত আসেনি আরও দুই শো পঞ্চাশজন নারী। তবুও নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগে হানাদাররা পালিয়ে যায়। তখন শহরপ্রধান এই সব নিহত নারী-পুরুষকে নদীর উত্তর চরে সামাহিত করেন। পরের বছরই এই সমাধিস্থলে অদ্ভূত সুন্দর একটা কাশবন জেগে ওঠে। স্বামীহারা বিধবারা সাদা শাড়ি পরে পূর্ণিমার জোস্নায় তাদের স্বমীদের জন্য প্রার্থণা করতে যেতো। সেই থেকে এই পূর্ণিমা উৎসবের সূচনা।
আবার অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী জনতার মতে, বহু বহু বছর পূর্বে দুধসাদা এক শরৎ পূর্ণিমায় এক সন্নাসী তার অলৌকিক ক্ষমতাবলে এই শহরটির গোড়াপত্তন করেছিলেন। সেই থেকে এই শহরের পূর্ণিমা উৎসবের সূচনা। এরা এই সন্নাসীর নামে পূর্ণিমার রাতে নানা রকমের ভক্তিমূলক গান গায়। তাদের প্রমাণ হলো শহর জুড়ে জেগে থাকা প্রাচীন স্থাপত্যগুলো।
আটপৌরে মানুষের এখন আর এসব ইতিহাস, ঐতিহ্য কিংবা মিথের প্রতি আগ্রহ নেই। তাদের প্রয়োজন বিনোদন। রিফ্রেসনেস। তারা কিছু সময়ের জন্য অফিস, বাণিজ্য আর আত্মপ্রতিষ্ঠার ব্যস্ততা ফেলে ছুটে আসে পূর্ণিমা উৎসবে। সময় কোথায় অতীতের কাসুন্দি ঘাটার!
০২.
হঠাৎ করেই জায়েদ আর সাবাহ দম্পত্তির জন্য অফিসের বস দু’টো ভিসা নিয়ে আসেন। ভিসা দু’টো দেখে জাযেদের মনে পড়ে কয়েকমাস আগে বসের কাছে পাসপোর্ট জমা দিয়েছিল। এরপর কোন একটা অফিসে গিয়ে কিছু ফরমালিটিও সেরেছিল। তখন জানতো সময় মতো কোথাও তাদের একটা অফিসিয়াল ট্যূর হবে। কিন্তু ভিসা দেওয়ার পর বস যখন বললো এবার আমরা পূর্ণিমা উৎসবের শহরে যাচ্ছি। তখনই সাবাহ বলে, ‘জায়েদ আমি যেতে পারবো না।’
– কেন? কেন?
– জায়েদ তুমি হয়তো জান না। সেই শহরে পূর্ণিমা উৎসব শুরু হয় রাত ন’টার পরে। শুরুর পাঁচমিনিট আগে শহরের বৃদ্ধাশ্রম ছাড়া সব জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবার বল, একজন নারীর জন্য এমন একটা আজগুবী সিস্টেম কতটা নিরাপদ?
– এত খবর তুমি জানলে কেমনে?
– আমি কয়েকদিন ধরেই কানাঘুষা শুনছিলাম পূর্ণিমা উৎসবের শহরের। তাই একটু ঘাটাঘাটি করলাম।
– ঠিক আছে। তুমি লাঞ্চ করে আসো। আমি আরেকটু খোঁজ খবর নেই।
সাবাহ লাঞ্চে যাওয়ার পর জায়েদ অনলাইনে পূর্ণিমার শহরের এ টু জেড খোঁজ নেয়। জায়েদ দেখে গত তিন শো বছরের ইতিহাসে এই শহরের পূর্ণিমা উৎসবে কোন অপ্রীতিকর ঘটনার ইতিহাস নেই। জায়েদের এমন খোঁজা-খুঁজি দেখে ফেলেন বস। তিনি বলেন, “আরে জায়েদ, এই শহরে আমি যাই আজ প্রায় দশ বছর। রাতের কাশবনে মনে হয় হাশর শুরু হয়েছে। কেউ কারও দিকে তাকানোর সময় নেই। সবাই ছুটছে তো ছুটছেই। কোন লক্ষ্য নেই। কোন ঠিকানা নেই। সবাই শুধু হাঁটে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর তীরে হাজার হাজার নৌকা বাঁধা থাকে। মানুষ যে দিক দিয়ে ইচ্ছে পার হয়ে গন্তব্যে চলে যায়।” এই বলেই জায়েদের বস ইখতিয়ার সাহেব হাসতে থাকেন।
ইতোমধ্যে সবাহ লাঞ্চ সেরে চলে আসে। আসার পর বসের আলাপ আর জায়েদের সার্চ রেজাল্ট জেনে অনেকটাই আস্বস্ত হওয়ার ভান করে। তেমন আগ্রহ দেখায় না। বলে, অন্য কোথাও হলে ভাল হতো। সবাহর কথা শুনে জায়েদ বলে – “দেখো, বিয়ের আজ দশটা বছর। তুমি কোথাও বেড়াতে যাওনি। তোমাকে নিয়ে কোথাও যাওয়ার মত আমার সামর্থ্যও ছিল। এখনও নেই। বস যেহেতু নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে তুমি কেন এমন করছো।” সাবাহ জায়েদের কথায় কয়েক ফোটা অশ্রুপাত করে নিরব হয়ে যায়।
আসলে সাবাহকে হঠাৎ করেই জায়েদ বিয়ে করে। এক সন্ধ্যায় জায়েদ জেল গেইটের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখতে পায় সাবাহকে। জেল গেটে বসে আছে। পুলিশ বলছে, ‘আপনার তো খালাশ হইছে। বাড়িতে যান।’ সাবাহ বলছে, “আমার তো বাড়ি-ঘর কিচ্ছু নাই। আমি আমার দেশ ছেড়ে চলে আসার সময় সবই ত্যাগ করে এসেছি। এখন আর সেখানে ফেরা সম্ভব না। আমি আজ রাতটা জেল গেটে কাটিয়ে কাল কোথাও যাওয়ার চেষ্টা করবো।” জায়েদ তখন পূর্ণ মনযোগ দিয়ে সবাহকে দেখে। মনে মনে ভাবে, “আমারও তো কেউ নেই। আচ্ছা, আমি যদি এই মেয়েটাকে নিয়ে সংসার শুরু করি তাহলে কেমন হবে!” এইটা ভেবেই জায়েদ হেসে ওঠে। জায়েদের হাসি দেখে ফেলে সাবাহ। বলে, “ আপনার আগ্রহ থাকলে আমি রাজি।” জায়েদ আঁতকে ওঠে। বলে, ‘ওয়াট’!
– আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি মানুষের চেহারার দিকে চেয়ে তার মনের খবর বলতে পারি। তবে সবাইকে সেটা বলে বেড়াই না। আপনি যদি আমার পরিবার আর অতীত নিয়ে কোন প্রশ্ন না করেন তাহলে আমি আপনার জীবনে সঙ্গী হতে রাজি। আমার অতীত সম্পর্কে শুধু এইটুকু জানাবো যে, আমি মানুষের হৃদয় রীড করতে পারি বলেই – নিজের পরিাবার ও স্বদেশ ছেড়ে চলে এসেছি। বৈশ্বিক নাগরিক হবার আবেদন করে আপনাদের এই কারাগারে বন্দি ছিলাম। এক বছর পর্যবেক্ষণ করে নগর পিতা আমাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। যদিও আমার কোন তথ্যই তিনি জানতে পারেন নি। তবুও বলেছেন, “এই শহরের কোন যুবক যদি তোমাকে নিয়ে ঘর করেতে চায় তাহলে আমার আপত্তি নাই।”
এর পর জায়েদ পুলিশের কাছে আইনি বিষয়ে কিছু খবর নিয়ে সরকারের কাছ থেকে বিয়ের অনুমতি নিয়ে, সবাহকে বিয়ে করে। সেই থেকে সাবাহ-জায়েদ এক সঙ্গে আছে। হয়ে গেছে দশ বছর। এই সময়ে তারা কোথাও বেড়াতে যায়নি। বলা ভাল যেতে পারেনি।
০৩.
গত বিশ বছর ধরে পৃথিবীর তিন শো’টি দেশে পূর্ণিমা হয় না। চাঁদ ওঠে না। নক্ষত্ররাও নাই হয়ে গেছে। অদ্ভূত এক নক্ষত্রখোর নেমেছে পৃথিবীতে। পূর্ণিমা উৎসবের শহর ছাড়া গত বছর পর্যন্ত একটা দেশে পূর্ণিমা হতো। এই বছর ক’দিন আগে সেই দেশের চাঁদ ও নক্ষত্র গিলে ফেলেছে সেই নক্ষত্রখোর! ঘটানার বিবরণে জানা যায় – এর আগে প্রতিটা জনপদে পূর্ণিমার রাতে একটা বিকট আওয়াজ হয়ে কিছুক্ষণ উল্কাবৃষ্টি হতো। এরপর চিরদিনের জন্য এই শহরের পূর্ণিমা হারিয়ে যেতো। প্রথম প্রথম এই বিষয়টাকে কেউই তেমন পাত্তা দিতো না। প্রতি বছরই যখন এমনটা কোথাও না কোথাও ঘটতে থাকলো তখন সবাই বিষয়টা নিয়ে ভাবতে লাগল। কিন্তু কেউই সত্য প্রকাশ করতে পারল না।
ধার্মিক ভাবতো ঈশ্বরের ক্ষোভের কারণে এমনটা হয়েছে। বিজ্ঞানি ভাবতো, পৃথিবীর বয়স শেষ হয়ে আসছে তাই – চাঁদ ও নক্ষত্র মরে যাচ্ছে। গোয়েন্দারা ঠিক তথ্য প্রকাশ করতে পারতো না। তারা কিছুটা জানলেও তাদের মুখে ছিল অদৃশ্য সেলাই। শাসকরা প্রতিটা ঘটনার পর প্রতিপক্ষকে শায়েস্তা করতো। আরেকদল প্রতিশোধের নামে অদৃশ্য শত্রু তৈরি করে আমজনতাকে রক্তাক্ত করতো। কেউ কেউ ধর্মরাষ্ট্রের জন্য ধর্মযুদ্ধের ডাক দিতো। কিন্তু! নক্ষত্রখোরের সন্ধান কেউই দিতে পারতো না। নক্ষত্রখোরকে কেউই ধরতো না। ধরতে চেষ্টা করতো না অথবা ধরার সাহস ও যোগ্যতা রাখতো না। পুরো পৃথিবীতে এমন একটা ঘোলাটে অবস্থার সৃষ্টি হল যে, কেউ কাউকে বিশ্বাস করতে পারলো না। কবি কবিকে বিশ্বাস করলো না। সাংবাদিক সাংবাদিককে সম্মান করলো না। শাসক শাসককে পাত্তা দিলো না। একদল আরেক দলকে মানুষ মনে করলো না। প্রতিটা আদর্শের ভেতর অসংখ্য শাখা প্রশাখা হতে লাগল। প্রেমিক-প্রেমিকারা প্রেম-ভালবাসার চেয়ে দেহকে গুরুত্ব দিতে লাগল – দেহবাদ মূখ্য সত্য হয়ে উঠল জীবনের জন্য। শিক্ষক শিক্ষকের চেয়ারে থাকল না; নেমে গেল ধর্ষকের কাতারে। শাসক শাসকের কাতারে না থেকে হয়ে গেল আত্মরতিমগ্ন। সত্যের সংজ্ঞা, নীতির ধারণা, আচরণিক সৌন্দর্যের স্বরূপ বদলে গেল। মানুষ একটা প্রাণীর মতই নিজেকে রিপ্রেজেন্ট করতে লাগল।
দিনে দিনে চন্দ্র আর নক্ষত্র হারাতে হারাতে পৃথিবী একটা নিরস পাতিলের মত হয়ে গেল। সাহিত্যে কাঁচমুখ। গানে হুংকার। আর্টকালচারে নিরস স্থুলতা। চলচ্চিত্রে মগজখোর আজদাহা।
মানুষের খোলসে যেন কোন যন্ত্রের পদচারণা চলছে পৃথিবীতে। জায়েদ ভাবছে পূর্ণিমা উৎসবে গিয়ে মানুষের সাক্ষাত পাবে। যেখানে এখনও রাতের কাশবনে চাঁদের জোস্নায় মানুষের কোন বিকৃত চরিত্রের প্রকাশ ঘটে না – সেখানে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। জায়েদ একটা কর্পোরেট অফিসে চাকরি করলেও ভেতরে ভেতেরে এখনো ফুরিয়ে যায়নি। আর ফুরাতে পারেনি বলেই, বিয়ের দশ বছরে স্ত্রী সাবাহকে নিয়ে কোথাও ঘোরতে যাওয়ার টাকাটা ম্যানেজ করেতে পারেনি। অফিসের অনেকেই বলে এই সময়ে এত হাবা থাকলে চলে! সাবাহ শান্তনা দেয়। “জায়েদ, কিছু হাবা না থাকলে পৃথিবীটা অচল হয়ে যাবে। ‘হাবা’ শবদটা অভিধান থেকে হারিয়ে যাবে। তোমার মত হাবা থাকায় পৃথিবীতে দু’টো জিনিস টিকে থাকবে – এইটাই বা কম কীসে? যখন কেবল হারানোর ইতহিাস...” জায়েদ হাসে। স্ত্রীর দিকে চায় এবং কাজে মনযোগ দেয়। কেউ আবার বলে, ‘সাবাহ ভাবি! জায়েদকে আপনার জন্য ফিট মনে হয় না।” সাবাহ তীব্র প্রতিবাদ করে। ভয় পায় বক্তা।
০৪.
সেপ্টেম্বরের এক ভোরে জায়েদের বাসার সামনে একটা সাদা প্রাইভেট কার দাঁড়ায়। ইখতিয়ার সাহেব পূর্ণিমা উৎসবের জন্য চেষ্টা সবকিছুতেই সাদার কম্বিনেশন করতে। যদিও গাড়িটা বিমানবন্দরে গিয়ে আর যাওয়ার পারমিশন পাবে না। জুতা পর্যন্ত সাদা কিনেছেন তিনি। বেলা ওটার আগেই জায়েদ আর সাবাহ গাড়িতে ওঠে বসে। সাবাহ বলে – “আমার মন বলছে, ইখতিয়ার সাহেবের ভিন্ন কোন মতলব আছে। জায়েদ, যদি সম্ভব হয় আমাকে রেখে যাও। আমার মন কিছুতেই পূর্ণিমা উৎসবের জন্য সায় দিচ্ছে না। কেন যেন শুধু মনে হচ্ছে একটা অসম্ভব কিছু ঘটে যাবে।”
– বলো কি? জায়েদের কণ্ঠে স্পষ্ট কনফিউশন।
– আমি আবারও বলছি আমাকে রেখে গেলে তোমদের পূর্ণিমা উৎসবটা আনন্দদায়ক হবে হয়তো। দেখো, আমি ঠিকানাহীন একজনকে তুমি যে মর্যাদা দিয়েছে সেটাই এনাফ। এর বেশি আমি কিছু চাই না।
জায়েদ সাবাহকে বোঝাচ্ছে আর সাবাহ জায়েদকে নিবৃত করতে চাইছে। সাবাহ জায়েদকে বুঝলেও জায়েদ সাবাহকে বুঝতে পারছে না। এমন তর্কের মধ্যেই গাড়ি এসে থামে ঠিক ইখতিয়ার সাহেবের সামনে। ইখতিয়ার সাহেব সাবাহর মুখ দেখে খুশি হতে পারলেন না। বললেন, “সাবাহ্ তোমার মধ্যে কেমন যেন একটা নির্মোহ ফ্লেভার। এমনটা আশা করছি না। বন্দিত্বময় পৃথিবীতে একটু মুক্তির আয়োজনে সবাই উৎফুল্ল হয়ে ওঠছে আর তুমি কেমন মিইয়ে যাচ্ছো! এটা ঠিক না। সবার আনন্দের জন্য আর্টিফিসিয়াললি হলেও উৎফুল্ল থাকো।”
– জ্বী স্যার তাই হবে। কিন্তু...
– কোন কিন্তু নয়। এই কয়দিন আমি কিন্তু, যেহেতু শুনতে চাই না।
এরপর সাবাহ কী যেন বলতে একবার বসের কাছে যায় আরেকবার জায়েদের কাছে যায়। বলতে পারে না। গলায় এসে কথা আটকে যায়। হঠাৎ ইখতিয়ার সাহেব লক্ষ্য করেন ব্যাপারটা। বলেন – “সাবাহ, এনিথিং রং? আমি লক্ষ্য করছি তোমার গলায় কী যেন বারবার আটকে যাচ্ছে। কী যেন বলতে চেয়েও বলতে পারছো না। বলে ফেল।” এবারও সাবাহ বলতে পারল না। গলায় কথা আটকে গেল। তার মুখের ভেতর যে কথা বাঁধ মানছে না। তাকে হজম করে নিল। মিশে গেল কলিগদের আনন্দ স্রোতে।
০৫.
চার ঘন্টার জার্নি শেষে বিমান শহরে নামল। এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে সব কিছু রেখে, রাত সাড়ে আটটায় জায়েদ-সাবাহ সমান্তরাল হাটতে লাগল। অন্যরাও তাই করলো। কাশবনের পাশে এসে জায়েদ প্রায়চৈতন্য রহিত হয়ে গেল। বেখাপ্পা আচরণের জন্য কিছু জরিমানা গুণল। এতে জায়েদের কোন আফসোস নেই। সাবাহর মধ্যে নিজেকে গুটিয়ে রাখার একটা প্রবণতা দেখা গেল। জায়েদ ছাড়া সেই প্রবণতা কেউই টের পেল না। কিন্তু, এই টের পাওয়াটা জায়েদের জন্য বিপদ নিয়ে এল। সাবাহ বলে ওঠল, “জায়েদ আমার ভেতরের সক্ষমতাটা তোমার মধ্যে ডাইভার্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তুমি আমার মনের সব কথা জেনে যাবে। সুতরাং আমি চললাম...
– আমার সাবাহ! কী বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। কথা জড়িয়ে আসে জায়েদের।
– কিছুই বুঝবে না। বুঝার সময় এখনও হয়নি। এখন রাত এগারটা। আর বিশমিনিট সময় আছে। তোমার হাতে দু’টো সুযোগ। কেবল তোমার জন্য। আর কারও জন্যই এটা সম্ভব হবে না। হয়তো আমার সঙ্গে যাবে। চিরদিনের জন্য এই শহরে থাকার অঙ্গিকার করে। নয়তো এই বিশমিনিট সময়ের মধ্যে নদী পার হবে। কোনটা নেবে?
– তার মানে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে? যা তোমার ক্ষমতায় বুঝতে পারছো। আর সেইটা আরও আগেই বুঝতে পারছিলে। তাই আসতে চাইছিলে না!
– এখন এসব বলার সময় নেই। দ্রুত সিদ্ধান্ত জানাও। আঠার মিনিট সময় আছে। তার আগে জেনে নাও। আমি এই শহরের মেয়রের একমাত্র কন্যা। আমার পিতা হলেন বর্তমান পৃথিবীর সকল অসুন্দরের স্রষ্টা। পিতার চিন্তার সঙ্গে একমত না হওয়ায় আমি শহর ছেড়েছিলাম। আজ যখন আবার এই শহরে এসে গেছি আমার আর ফেরার পথ নেই। তুমি একটু চেয়ে দেখো। এই কাশবনে কোন অস্ত্র থাকতো না অতীতে। আজ কত কত পাহারাদার!
– সাবাহ ভাল থেকো! আমি আমার শহরে ফিরে যাব। যদি পার তবে আবার ফিরে এসো। আমি নৌকায় চড়লাম। জায়েদ কাঁদছে...
জায়েদ নৌকায় ওঠে বসে। সাবাহ পাগলের মত পশ্চিমে দৌড়াতে থাকে। সাবাহার শরীর হতে একটা একটা কাপড় খোলে আর নৌকায় এসে জায়েদের কোলে পড়তে থাকে। সাবাহর শরীর থেকে আলো ঠিকরে পড়ছে। পশ্চিম দিক থেকে আরও তিনজন মানুষ পূর্বে দৌড়ে আসতে থাকে। তাদের শরীরেও আলোর বান ডাকে। পুরো কাশবন সাদা আলোয় ভরে ওঠে। জায়েদ ফিরে আসতে চায়। মাঝি বলে, ‘ফিরলেই নির্ঘাৎ মৃত্যু’। নৌকা মাঝ নদীতে। সাবাহ বা-বা বলে চিৎকার করে ওঠে। জায়েদ ভয়ে চোখ বন্ধ করে। মাঝি বলে, “চোখ বন্ধ করলে আওয়াজ আরও তীব্র ও তীক্ষ্নহবে। চির দিনের জন্য বধির হয়ে যাবেন। চোখ খোলে রাখুন। দেখুন কী ঘটতে যাচ্ছে।”
কাশবনের মাঝখানে সাবাহ ও তাঁর পিতার সঙ্গে আসা দুইজন। মোট চারজন। কাশবনের ঠিক মধ্যে দাঁড়ায়। দুই হাত প্রার্থনার ভঙ্গিতে উপড়ে ওঠায়। তীব্র চিৎকার করে ওঠে চারটি আলোকমূর্তি। ওরা বাড়তে থাকে। হা বড় হতে থাকে। বর্ষায় উঁচু জমিনের পানি নিচে নামার সময় যেমনভাবে নামে – ঠিক তেমনভাবেই আকাশের নক্ষত্রদল চাঁদসহ তাদের মুখের দিকে নেম আসতে থাকে। সাবাহর পিতা শহরের মেয়রের মুখে টুপ করে চাঁদটা হারিয়ে যায়। ঘন অন্ধাকর নেমে আসে।
পূর্ণিমা উৎসবের প্রতিটি মানুষ এবং কাশফুল পাথর হয়ে যায়। পরদিন এই শহর থেকে পৃথিবী জুড়ে বড় বড় শ্বেতপাথরের চালান যেতে থাকে...
২৮. ১১. ২০১৫
ছবি: গুগল
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
সুপান্থ সুরাহী বলেছেন: নক্ষত্র হারিয়ে গেলে তো রাতও হারিয়ে যাবে।
নক্ষত্র এখানে রূপক।
তবে, খাদক যখন খেতে শুরু করে তখন সবকিছু খাওয়া শেষে নিজেকেই খেয়ে ফেলতে পারে-- অধুনা প্রযুক্তিক সভ্যতার এই রিএকশনটা কেউ কি ফলো করছে? আমি চেষ্টা করলাম।
অনেক ধন্যবাদ কাঅ ভাই।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১
প্রামানিক বলেছেন: সুন্দর একটি কল্প কাহিনী উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন প্রামাণিক ভাই।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
অগ্নি সারথি বলেছেন: সুন্দর। ভাললাগা জানিয়ে গেলাম।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
শুভকামনা নিরন্তর।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
নেক্সাস বলেছেন: মেটাফরিক গল্প। নক্ষত্র হয়তোবা বিশ্বময় যে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, জীবন ও প্রতিবেশের যে সাবলীল গতিধারা তারই রূপক। আর নক্ষত্রখোর যান্ত্রিক সভ্যতার অভিঘাত কিংবা আধুনিক প্রযুক্তি নির্ভর সময়ের রূপক।
যে সময়ের গ্রাসে হারিয়ে যায় মানুষের স্বাভাবিক জীবনবোধ, রসবোধ, আবেগ ও অনুভুতি। মানুষ হয়ে পড়ে পাথের মূর্তি। একসাময় এই যান্ত্রিকতা নিজেরও ধংস নিয়ে আসে।
জানিনা ধরতে পেরেছি কিনা।
গল্পে ভাল লাগা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
সুপান্থ সুরাহী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকারভাবে গল্পের নির্যাসটা তুলে দিলেন। আরেক উপলব্ধি আপনার কল্যাণে পাইলাম।
এবার আরেকজনের একটা বোধ দিচ্ছি। ইনবক্সে পাওয়া-
কিন্তু এই গল্পে নক্ষত্রখোর হিসেবে পরাশক্তি, নক্ষত্র উৎসবের শহর হিসেবে ফ্রান্স বা আমেরিকা, নক্ষত্রখাওয়ার ঘটনায় সম্প্রতি ফ্রান্সের বোমা হামলা বা টুইন টাওয়ার আক্রমণ, আর পূর্বের নক্ষত্র খাওয়া দেশগুলো মুসলিম দেশ ধরে নেই। শ্বেত পাথরের চালান হিসেবে তেল সম্পদ ধরে নেই।
এবার দেখেন, গল্পটা কত বাস্তব!
সকৃতজ্ঞ শুকরিয়া প্রিয় নেক্সাস ভাই।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
সুমন কর বলেছেন: কি বলবো বুঝতে পারছি না !! একদম ভিন্ন প্লট। বর্ণনাতেও আছে মাদকতা।
৪নং মন্তব্য এবং প্রতি মন্তব্যে কিছুটা পরিস্কার হলো।
ভালো লাগা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
সুপান্থ সুরাহী বলেছেন: অনেক কৃতজ্ঞতা।
শুভকামনা। ভাল থাকুন সবসময়।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২
হাসান মাহবুব বলেছেন: রুপকাবৃত শব্দালঙ্কার! নক্ষত্রখোরেরা ছিনিয়ে নিয়ে যায় সুন্দর। 'পশ্চিম' থেকে ছুটে আসে মহান 'বাবা' আর তার দল বল। শূদ্ধ হৃদয়ের দুর্বল মানুষেরা নৌকায় চড়ে উদ্বাস্তু। ভীষণ আঁধার চারিদিকে। খুঁজে পাবে কি সে পথ?
অনবদ্য একটা গল্প।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
সুপান্থ সুরাহী বলেছেন: সত্যি বলতে এই গল্পটার জন্য আপনার মন্তব্যের অপেক্ষা ছিল। যথারীতি ছোট অথচ সমৃদ্ধ একটা কমেন্ট। আমার অপেক্ষা সুখকর হল।
শুভকামনা হামা।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
মৈত্রী বলেছেন: অফটপিক কমেন্ট:
নেত্রকোনা ট্যুর জানুয়ারিতে নিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় রইলোনা...
আশাকরি ফেসবুক খুললে আবার কথা হবে...
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪
সুপান্থ সুরাহী বলেছেন: হোক জানুয়ারিতে। সমস্যা নাই। গল্পটা পইড়ো সময় করে।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ইন্টারেস্টিং পৃথিবী থেকে নক্ষত্র হারিয়ে গেলে কি পৃথিবীর সব সৌন্দর্য ম্লান হয়ে যাবে ! তখন মানুষ আসলেই কৃত্রিম ভাবে আবারও সবকিছু তৈরি করতে চাইবে। কিন্তু কৃত্রিম কোন কিছুই প্রাকৃতিক সৌন্দর্যের মতো হয় না। আসল ফুল আর কাগজের ফুল এক হলেতো হতোই !