নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সু্প্ত মেঘ

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি... আসুক আজ আপন কায়ায়.... সেই আমার আমি

সু্প্ত মেঘ › বিস্তারিত পোস্টঃ

না বলা কিছু কথা

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

আজ... এই তো সেই দিন.... তারিখ টাও হয়তো মিলে গেছে..

এরকম ই এক দিনে,..

এক দিন কি? এরকম কত দিন গেছে...

পাশাপাশি বসে আড্ডা, ঝগড়া, মারামারি, আরও কত কি!

জীবন তা মনে হত একেবারে পাল্টেই গেছে!

ভাবতাম, কি হচ্ছে এগুলো? এত সুখ ! কই রাখব? কেমনে হল এসব আমার সাথে!

অবাক হতাম, আবার খুশিও হতাম...কেন খুশি হতাম জানিনা...

খুশি হওয়ার কোনো কারন হয়তো ঘটে নি, তাও খুশি ছিলাম... অনেক বেশি খুশি...।



মনে পড়ে তোমার? না, তাইনা?

আমারও মনে পড়ে না... আবার মাঝে মাঝে মনে পড়ে যায়...

আসলে কি, মনে পরে না, চোখে থাকে... চোখের সামনে দিয়ে ছবির মত আসে যায়...।



অনেক দূরে থেকেও ছিলাম অনেক পাশাপাশি...

দূরত্ব কি আসলেই ছিল? হ্য়তো বা..।

এখন বুঝি, সেই দূরত্বের অর্থ,

শাব্দিক দূরত্ব যে আসলেই দূরত্ব সৃষ্টি করতে পারে এক মূহুর্তে, এত সহজে...তার প্রমান এখন আমার জীবনের অনেক টা জুড়ে।



আসলেই কি এক মূহুর্তে হয়েছিল সব? নাকি আমিই বুঝতে পারিনি?

হ্য়তো অনেক দিন ধরেই বিন্দু বিন্দু করে বাড়ছিল দূরত্ব...

আমি তো বরাবরই বোকা মানুষ,

যখন কাছে আসটে চেয়েছিলে তখন বুঝিনি, যখন দূরে যাচ্ছিলে তখনও বুঝিনি...

হঠাৎ করে কত কিছু মনে মনে গড়ে বসলাম...

সেই গড়ন আজও কষ্ট করে করে ভাঙতে হয়..।



কি আজব স্মৃতি!! কখনও মনে পড়লে হাসি ধরে না!

আবার কখনও মনে পড়লে গলার কাছে ব্যথা ব্যথা করে, চোখ ও জ্বালা করে, শুধু কাঁদতে পারি না....

আমি তো ছোট ছোট বিষয় নিয়ে কান্না করি... কিন্তু এই একটা বিষয় যা নিয়ে আমি চাইলেও কান্না করতে পারি না।



কেন??? কেন পারি না??? হয়তো এটা কোনো ইন্গিত, যা বুঝিয়ে দেয় যা এই ব্যপার টা সব কিছুর চেয়ে আলাদা...অনেক আলাদা...



আমি জানি, অনেক ভালো থাকি এখন আমি,

এখন আমার আর রোজ রোজ মরতে ইচ্ছা হয়না...

প্রতিদিন কিছু পুরনো স্মৃতি আকড়ে ধরে বসে পাগল হই না।



হয়ত এটা ছিল নিয়তির দেওয়া ছোট একটা শিক্ষা... ভাগ্যের খেলা...

ভাগ্য মনে হয় আমাকে ঠাট্টা করে বলে গেল- "নিজেকে কষ্ট দিবিনা পণ করেছিলি? নে কষ্ট এখন, এমন কষ্ট যা কাউকে বলতেও পারবিনা, সহজে ভুলতেও পারবিনা!"



ভালো...এখন অনেক বেশি ভাল আছি আমি...সহজে কোনো ধাক্কা আমাকে ভেঙে দিতে পারবেনা। :) :)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.