![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুত FM, Radio Foorti'র একটি বিপুল জনপ্রিয় শো।
ছোট,বড়- সবাই এই ভুত এফএম এর জ্বর এ কাঁপছে আজকাল। এইটা অন্যান্য হরর শো এর চাইতে একটু আলাদা বলা চলে, কারণ অন্য হরর শো গুলোতে আমরা শুধু ভৌতিক কাহিনি শুনি, কিন্তু ভুত এফএম এর মাধ্যমে এসব প্যারানরমাল ব্যপার গুলোকে এমন ভাবে তুলে ধরা হয় যেন এগুলো পরম সত্য। যেন যারা এগুলো বিশ্বাস করে না তারা backdated, তাদের চিন্তাশক্তির পরিধি খুবই স্বল্প! ভালো করে চিন্তা করলে সবাই এগুলো বিশ্বাস করত!!
এর ফলস্বরূপ আমরা দেখতে পাই নতুন প্রজন্মের বেশিরভাগ পোলাপাইন আজকাল ভুত এ চরমভাবে বিশ্বাস করা শুরু করেছে! উদাহরণ- একটা গাছের পাতা নড়লেও ঐটার মধ্যে ভুত এর আনাগোনা দেখতে পান তারা!!! New Generation এর New Fashion যেন এখন ভুত এ বিশ্বাস করা! না করলে জাত যাবে! বন্ধু মহলে ইজ্জত থাকবে না!
তাও যারা এসব এ বিশ্বাস রাখতেন না, তাদের জন্য আবার নতুন tricks! যেহেতু ইসলাম ধর্মে জ্বীন এর সত্যতা পাওয়া যায়, তাই তথাকথিত ভুত এর ভিত্তিহীন গল্পগুলোকে জ্বীন এর নাম দিয়ে চালায় দেয়া হচ্ছে!
এর ফলাফল কি হচ্ছে:
আগে মনে আছে আমরা ভৌতিক কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা যুক্তিসন্গত কারন খোঁজার চেষ্টা করতাম। আর এখন খুবই সাধারন বিষয় গুলোর মধ্যে ভৌতিক ব্যপার-স্যপার ঢুকানোর সুযোগ খোঁজে সবাই। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে সত্য আর যুক্তি খুঁজে বের করা এবং তাতে বিশ্বাস করার প্রবণতা একেবারেই কমে যাচ্ছে।
আমাদের প্রগতির জন্য দরকার প্রতিটি বিষয় যুক্তি দিয়ে বিবেচনা করা, এরকম অযৌক্তিক ব্যপার নিয়ে লাফালাফি করলে যে মানসিকতা তৈরি হচ্ছে তা বড় বিপদ ডেকে আনবে বলেই আমার ধারনা।
©somewhere in net ltd.