নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো খোঁজে

বলার মত তেমন কিছু নাই

আলো খোঁজে › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরা বিষয়ে একটু সাহায্য দরকার

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৬

ভাই কেউ কি নিকোন ৩২০০ ক্যামেরাটার সম্পর্কে কোন কিছু জানেন । ক্যামেরা ভালো আর খারাপ দিক গুলো কি , যদি বলতেন । তবে অনেক উপকার হত ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রথমেই বলি, আমি খুব একটা এক্সপার্ট না। তবে ঘাটাঘাটি করে যা বুঝি তাই বলে যাচ্ছি। এক্সাপর্ট সাজেশন ধরে নিলে দোষ সব আপনার।

প্রথম কথা ক্যামেরাটা এন্ট্রি লেভেল ক্যামেরা। ক্যামেরার সব থেকে জঘন্য বিষয়টা হল এর ফোকাস মটর নাই। এইডা যে কত বড় জঘন্য বিষয় তা লেন্স কেনার সময় বুঝবেন। ফোকাস মটর যদি ক্যামেরার বডিতে (লেন্স বাদে যেই বড় অংশটা ধরেন, ঐটারে বডি বলে) থাকে, তাহলে লেন্স গুলি স্বাভাবিক ভাবে হয় কম দামে, কারণ লেন্সের ভিতরে আর বাড়তি মটোর থাকা লাগে না। কিন্তু বডিতে যদি মটর না থাকে, তাইলে প্রতি লেন্সের ভিতরেই মটর থাকা লাগে, যার করণে লেন্সের দাম অনেক বেশি পড়ে যায়।

এ ছাড়া অন্য ফিচার গুলি দাম তুলনায় যথেষ্ট ভাল। আমি ক্যামেরার সাজেশনে যাচ্ছি না, তবে যেই ক্যামেরাই কিনেন না কেন, লেন্স ওয়ালাটা কিনেন, একটু বেশি খরচ প্রথমে হবে, পরে বেচেঁ যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.