শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রথমেই বলি, আমি খুব একটা এক্সপার্ট না। তবে ঘাটাঘাটি করে যা বুঝি তাই বলে যাচ্ছি। এক্সাপর্ট সাজেশন ধরে নিলে দোষ সব আপনার।
প্রথম কথা ক্যামেরাটা এন্ট্রি লেভেল ক্যামেরা। ক্যামেরার সব থেকে জঘন্য বিষয়টা হল এর ফোকাস মটর নাই। এইডা যে কত বড় জঘন্য বিষয় তা লেন্স কেনার সময় বুঝবেন। ফোকাস মটর যদি ক্যামেরার বডিতে (লেন্স বাদে যেই বড় অংশটা ধরেন, ঐটারে বডি বলে) থাকে, তাহলে লেন্স গুলি স্বাভাবিক ভাবে হয় কম দামে, কারণ লেন্সের ভিতরে আর বাড়তি মটোর থাকা লাগে না। কিন্তু বডিতে যদি মটর না থাকে, তাইলে প্রতি লেন্সের ভিতরেই মটর থাকা লাগে, যার করণে লেন্সের দাম অনেক বেশি পড়ে যায়।
এ ছাড়া অন্য ফিচার গুলি দাম তুলনায় যথেষ্ট ভাল। আমি ক্যামেরার সাজেশনে যাচ্ছি না, তবে যেই ক্যামেরাই কিনেন না কেন, লেন্স ওয়ালাটা কিনেন, একটু বেশি খরচ প্রথমে হবে, পরে বেচেঁ যাবেন।
১|
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রথমেই বলি, আমি খুব একটা এক্সপার্ট না। তবে ঘাটাঘাটি করে যা বুঝি তাই বলে যাচ্ছি। এক্সাপর্ট সাজেশন ধরে নিলে দোষ সব আপনার।
প্রথম কথা ক্যামেরাটা এন্ট্রি লেভেল ক্যামেরা। ক্যামেরার সব থেকে জঘন্য বিষয়টা হল এর ফোকাস মটর নাই। এইডা যে কত বড় জঘন্য বিষয় তা লেন্স কেনার সময় বুঝবেন। ফোকাস মটর যদি ক্যামেরার বডিতে (লেন্স বাদে যেই বড় অংশটা ধরেন, ঐটারে বডি বলে) থাকে, তাহলে লেন্স গুলি স্বাভাবিক ভাবে হয় কম দামে, কারণ লেন্সের ভিতরে আর বাড়তি মটোর থাকা লাগে না। কিন্তু বডিতে যদি মটর না থাকে, তাইলে প্রতি লেন্সের ভিতরেই মটর থাকা লাগে, যার করণে লেন্সের দাম অনেক বেশি পড়ে যায়।
এ ছাড়া অন্য ফিচার গুলি দাম তুলনায় যথেষ্ট ভাল। আমি ক্যামেরার সাজেশনে যাচ্ছি না, তবে যেই ক্যামেরাই কিনেন না কেন, লেন্স ওয়ালাটা কিনেন, একটু বেশি খরচ প্রথমে হবে, পরে বেচেঁ যাবেন।