নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সে আসে ধীরে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯




সে আসে ধীরে
তার পর ফিরে যায় শুন্য হাতে।
ক্লান্ত প্রানে এক আকুলতা
ঘিরে থাকে সারাক্ষণ
আবারো ফিরে আসে
প্রতীক্ষার প্রহরের মত ক্লান্তিকর
তার এই বার বার ফিরে আসা
আশার দেয়ালে শ্যাওলা ধরে যায়
প্রতীক্ষিত চোখ ক্লান্ত হয়ে
নেতিয়ে পরে ধুলি মাখা পথের ধারে
তবুও সে বার বার ফিরে আসে
ফেলে দেয়া সৃতি গুল
খুঁচিয়ে খুঁচিয়ে দেখে
গন্ধ শোকে, আবার ফেলে দেয়
তারপর ফিরে যায় রোজ কার মত
ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: সে ধীরে আসে, ধীরে আসে ফিরে আসার ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে।
+++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ++++

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

জুন বলেছেন: প্রতীক্ষার প্রহরের মত ক্লান্তিকর
তার এই বার বার ফিরে আসা

অনেক ভালোলাগা রানার ব্লগ । আপনি কবিতায় কাকে বুঝিয়েছেন যদি একটু ব্যখ্যা করতেন ভালো হতো ।
+

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮

রানার ব্লগ বলেছেন: যে ফিরে আসে তাকে। ধন্যবাদ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

তার আর পর নেই… বলেছেন: স্মৃতি বানান

সে আসে ধীরে এই নামে হুমায়ূন আহমেদের একটা বই আছে ( অপ্রাসঙ্গিক কথা)

একটা ভাল লাগা পুরো কবিতার গা জুড়ে ……

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

রানার ব্লগ বলেছেন: হা এই নামে একটা বই আছে, নাম টা মাথায় ঘুরছিল অনেক দিন ধরে । ধন্যবাদ আপনাকে ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

তার আর পর নেই… বলেছেন: আপনার ছবিটাও সুন্দর!

আশার দেয়ালে শ্যাওলা ধরে যায়
শ্যাওলার গায়ের সজীবতা হারায়,
ক্লান্তি আসে প্রতীক্ষিত চোখে
হাহাকার জুড়ে থাকে এই বুকে


সকালের ভালো লাগা কবিতা।
আপনার কবিতা আর দেখিনি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

কল্লোল পথিক বলেছেন: কবিতাটা চমৎকার হয়েছে।
ধন্যবাদ কবি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ পথিক ভাই, আপনিও চমৎকার লেখেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

হিমুর মধ্যদুপুর বলেছেন: তারপর ফিরে যায় রোজ কার মত
ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে


ভালো লাগল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবা, ভালো লাগা চিরস্থায়ী হোক।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভেবেছিলাম হিমুকে নিয়ে কোন লেখা। এসে দেখি চমৎকার মৌলিক কবিতা। ভাল থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: চলেই যদি যাবে, তবে কেন তার এই অবান্তর ফিরে আসা? স্মৃতিগুলো খুঁচিয়ে দেখে লাভটা কি তার? :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: চলে যাও্য়া মানি চলে যাওয়া নয় সেত ফিরে আসার আমন্ত্রণ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:



সুন্দর। +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

রানার ব্লগ বলেছেন: দিশেহারা রাজপুত্র যখন বলল তখন নিশ্চই ভালো কিছু হইছে। ধন্যবাদ ।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

জ্যোস্নার ফুল বলেছেন: খুঁচিয়ে খুঁচিয়ে দেখে
গন্ধ শোকে, আবার ফেলে দেয়


:(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: ফেলে দেয় বলেই ফিরে আসে যদি কিছু পায়

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

সপ্ন বালক বলেছেন: "আশার দেয়ালে শ্যাওলা ধরে যায়"
লাইনটি খুব মনে ধরেছে। অনবদ্য সৃষ্টি। আর পুরো কবিতাটাই অসাধারন ছন্দে। খুব ভালো লেগেছে।
:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

উল্টা দূরবীন বলেছেন: ভাল লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

লা পাতা বলেছেন: ভাল কবিতা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা। জীবনের কিছু মনে পড়ে গেল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!! আলভী রহমান শোভন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.