নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আজন্ম অপেক্ষা মোর
ক্লান্তির আকাশ নুয়ে পারেছে,
দূর দিগন্তে সবুজের সিমা রেখায়।
উত্থলীত যৌবনে ভাটার টান ধরেছে।
বয়সের ভারে নুজ্য বলিরেখা দৃশ্যমান।
রোমান হরফে আজো কেটে যাই
দিনের হিসাব কম্পিত হাতে।
সময় আমাকে ব্যাস্ত রাখে
দিনের গুনতির খাতায়
হিসেব মেলে না
গুন ভাগের মন মালিন্যে
সংখ্যা হারিয়ে যায় স্মৃতির আড়ালে
জাবেদার খাতায় রুল টেনে টেনে
হাতের আঙুলে কড়া পরে যায়
নেত্র শার্শিতে ধুলো জমে জমে
ঘোলাটে আস্তরে ঢেকে যায়
তবুও নির্লজ্জ অপেক্ষা
দন্ডায়মান প্রধান দ্বারে
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫
রানার ব্লগ বলেছেন: বুঝলাম ভালো লাগে নাই আপনার
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ এক অনুভূতির ছোঁয়া কবি দা