নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
দেশের বাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জ
সাটুরিয়া জমিদার বাড়ি
সাটুরিয়া জমিদার বাড়ি -০১
লক্ষির পট -০১
লক্ষির পট -০২
আমার বাড়ির সামনে নৌকা বাধা
নড়াইলের কোন এক গ্রামের সকাল বেলা
সুর্য অস্ত
১৭ ই জুন, ২০২১ রাত ১০:০৯
রানার ব্লগ বলেছেন: লক্ষ্মীর পট
লক্ষীর পট বা লক্ষ্মীর সরা আসলে হল মাটির ঢাকনা জাতীয় এক ক্যানভাস - যেখানে লক্ষ্মী মূর্তি বা সপরিবার দুর্গার সহ পৃথক লক্ষ্মী দেবী বা রাধাকৃষ্ণ সহ লক্ষ্মীদেবী বা লক্ষ্মী-নারায়ণের যুগল-মূর্তি সহজ সরল প্রকাশে আঁকা হয়ে থাকে। লক্ষ্মী হিন্দুদের ধন, সৌন্দর্য, সমৃদ্ধি ও জনন উর্বরতার দেবী। সকল হিন্দুগৃহে প্রতি বৃহস্পতিবার এই দেবীর পূজা অনুষ্ঠিত হলেও দেবীর বার্ষিক পূজা হয়ে থাকে শারদ পূর্ণিমার রাতে। এই সময়ে, কোন কোন হিন্দুগৃহে মাটির মূর্তিতে, কেউবা ঘট সাজিয়ে লক্ষ্মী পুজো করেন। কোন কোন গৃহে আবার, বিশেষ করে অব্রাহ্মণ গৃহে লক্ষ্মীপট বসিয়ে পুজো করা হয় - যাতে লক্ষ্মীর মূর্তি অাঁকা থাকে।
এই লক্ষ্মীপটের উদ্ভব পূর্ববঙ্গে(অধুনা বাংলাদেশে)। এর পট শিল্প গুলির চিত্রিত মূর্তিতে আদি লৌকিক আচাররীতি ও একই সঙ্গে সনাতন হিন্দু ধর্মের মূলধারার সম্মিলন ঘটেছে ।এমন কি লক্ষ্মীর পট পুজোয় সংস্কৃত মন্ত্র পাঠের বদলে পাঁচালির প্রচলনই বেশি যা এক বিশেষ ধরনের বাংলার লোকরচনা থেকে নেওয়া। এছাড়া এই পুজোয় আলপনা খুব গুরুত্বপূর্ণ একটি দিক যে আলপনা অাঁকতে হয় ডানহাতের তর্জনী দিয়ে ও চালের গুঁড়ো জলে গুলে রং হিসেবে ব্যবহার করে -যেটিও লোকশিল্পকলারই অঙ্গ।
লক্ষ্মীসরা মোটামুটি চাররকমের দেখা যায়। তবে এগুলির আবার নানা রকমফেরও আছে। ঢাকাই সরাই সবচেয়ে জনপ্রিয় - বলাবাহুল্য এ ধরনের সরার উৎপত্তিস্থল ঢাকায়। এই সরায় নারায়ণ ও লক্ষ্মীকে পরস্পরের মুখোমুখি দন্ডায়মান অবস্থায় দেখানো হয়। এছাড়া আছে ফরিদপুরী সরা - ফরিদপুর অঞ্চলে এ ধরনের সরার উৎপত্তি। তৃতীয় সরার নাম হল সুরেশ্বরী - ফরিদপুরেরই একটি গ্রাম সুরেশ্বরে এ ধরনের সরার উৎপত্তি। এই সরার মধ্যভাগে দেখানো হয় সপরিবার দুর্গাকে ।আর নিচের অংশে পৃথক ভাবে থাকেন লক্ষ্মী দেবীর ছবি। সব শেষে আসা যাক গণকী সরার প্রসঙ্গে - এটি হলো হিন্দু সমাজের একেবারে প্রান্তিক স্তরের লোকজনের ব্যবহূত সাধারণ সরা বা লক্ষ্মীর পট। এই পটেরও প্রধান দেবীমূর্তি হলেন দুর্গা ও তাঁর পরিবার। আর নিচের অংশে রয়েছেন লক্ষ্মীদেবী ও তাঁর বাহন পেঁচা। #সংগ্রীত
২| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮
ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর ছবিগুলো
১৭ ই জুন, ২০২১ রাত ১০:১০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রথম ছবিটি - নদীর পাড়ে ধান নেওয়ার চিত্রটিতে বাংলার ইতিহাস লুকায়িত। মানুষের কতো কতো স্বপ্ন থাকে এই নদী ধরে। ছবি ব্লগ বেশ ভালো হয়েছে। ধন্যবাদ।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:১১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, নদী আমার প্রিয় বিষয়। আমার বাড়ির পাশ দিয়ে বিষখালি নদী বয়ে গেছে।
৪| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩০
আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,
অভিনন্দন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। প্রথম আর শেষের ছবি দু'টো বেশী ভালো লেগেছে।
সফলতা কামনায়।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:১১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের ০৩টি সুন্দর।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:১২
রানার ব্লগ বলেছেন: প্রত্যেকটা ছবি বেশ আগের তোলা। ধন্যবাদ
৬| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: সাটুরিয়ার কয়েকবার গেছি।
লক্ষির পট খুব কালারফুল!!
১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৩
রানার ব্লগ বলেছেন: আমার কাছে ছিলো দুইটা, হিন্দু ধর্মের বলে মা ফেলে।দিয়েছে।
৭| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৩১
শায়মা বলেছেন: সবচেয়ে ভালো লাগলো নৌকা......
১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৪
রানার ব্লগ বলেছেন: নদী ও নৌকা আমার প্রিয় বিষয়।
৮| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৬
শোভন শামস বলেছেন: সুন্দর ছবিগুলো সফলতা কামনায়।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:৫৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৯| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১৪
হাবিব বলেছেন: শুভকামনা রইলো প্রতিযোগিতার জন্য।
১৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১০| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৫২
সোহানী বলেছেন: চমৎকার ছবি কিন্তু আরো বিস্তারিত জানতে চাই।
১৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৬
রানার ব্লগ বলেছেন: পরেরবার বিস্তারিত বলবো।
১১| ১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪
জুন বলেছেন: আপনার দেশের বাড়ি কি সাটুরিয়া ? সুর্যাস্তের ছবিটি চমৎকার । সাফল্য কামনায়
+
২৫ শে জুন, ২০২১ সকাল ৭:৩১
রানার ব্লগ বলেছেন: জ্বি না, ধন্যবাদ
১২| ১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৭
জুন বলেছেন: ওহ বুজেছি বরিশাল বরগুনা
২৫ শে জুন, ২০২১ সকাল ৭:৩১
রানার ব্লগ বলেছেন: হুম বরিশাল বরগুনা
১৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১১:৪২
ঢুকিচেপা বলেছেন: গ্রামবাংলার ছবি ভাল হয়েছে।
আপনার বাড়ীর সামনে নৌকা বাঁধা দেখে দারুণ লাগলো, ইচ্ছা হলেই ভাসা যায়।
প্রতিযোগিতায় শুভকামনা রইল।
২৫ শে জুন, ২০২১ সকাল ৭:৩২
রানার ব্লগ বলেছেন: নারী নদী ও নৌকা এই তিন আমার কাছে সব থেকে বেশি রহস্যময় মনে হয়। আমি এই তিনের প্রেমে ডুবে আছি।
১৪| ১৯ শে জুন, ২০২১ রাত ১০:১৪
আমি তুমি আমরা বলেছেন: সাটুরিয়া জমিদার বাড়ির ছবিটা ভাল লেগছে।
২৪ শে জুন, ২০২১ রাত ৯:২০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৫| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৪
আখেনাটেন বলেছেন: আপনিও দেখছি চমৎকার ছবি তোলেন.......
২৪ শে জুন, ২০২১ রাত ৯:২০
রানার ব্লগ বলেছেন: হে হে! পুরুষ্কার আছে শুনে লোভ সামলাতে পারলাম না
১৬| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৯
সিগনেচার নসিব বলেছেন: ভালো হয়েছে ছবিব্লগ।
২৪ শে জুন, ২০২১ রাত ৯:১৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৭| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২১
হাসান রাজু বলেছেন: ২য় ছবি।
সুন্দর পোস্ট।
২৪ শে জুন, ২০২১ রাত ৯:১৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
১৮| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: রানার ব্লগ ভাই , ধন্যবাদ চমতকার সব ছবির জন্য।
গ্রাম বাংলার আদি-অকৃত্রিম রুপের সাথে সাথে জীবনের অনুষংগ প্রায় অনেক কিছুই তুলে ধরেছেন অল্প ছবি ব্লগের মাধ্যমে । আর তাই মুগ্ধতার পাশাপাশি পোস্টে +++।
সাফল্যের জন্য শুভ কামনা রইলো।
২৪ শে জুন, ২০২১ রাত ৯:১৮
রানার ব্লগ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
১৯| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপনার ছবি গুলো।
২৪ শে জুন, ২০২১ রাত ৯:১৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২০| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৪
অপু তানভীর বলেছেন: ঘাটে নৌকা বাঁধার ছবিটা একেবারে আমার দাদাবাড়ির মত । যখনই গ্রামে যাওয়া হয়, বাড়ির ঘাটে এই রকম ভাবে দুই একটা নৌকা বাঁধা থাকে সব সময় ! মাঝে মাঝে আমি নিজেও সেই নৌকা নিয়ে বের হয়ে যাই !
২৪ শে জুন, ২০২১ রাত ৯:১৭
রানার ব্লগ বলেছেন: সেইম আমার মতো। ওটা আমার দাদা বাড়ির ঘাট।
২১| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর
২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:৫০
রানার ব্লগ বলেছেন:
২২| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: সাটুরিয়া জমিদার বাড়ির ছবি অনেক ভালো লাগছে!
সবুজ থাকলে সে ছবি ও আকর্ষনীয় !!
চমৎকার ছবি ব্লগ।
০২ রা জুলাই, ২০২১ বিকাল ৩:০৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
২৩| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৭
মেহবুবা বলেছেন: বাড়ীর সামনে নৌকা বাঁধা--- প্রশান্তি ময়!
নড়াইল যখন তখন নদী কি মধুমতি?
২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪৭
রানার ব্লগ বলেছেন: জ্বি মধুমতী, সুলতানের বাড়ির সামনে!
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩২
আমি সাজিদ বলেছেন: লক্ষীর পট নিয়ে বিস্তারিত জানতে চাই। ২ ও ৬ নং ছবি দুইটি বিশেষ ভালো লেগেছে আমার।