নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

স স স !! মিথ্যা বলো না !

২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫






স স স !! মিথ্যা বলো না
সত্যের পরাকাষ্ঠ নও তুমি
এটা সকলেরই জানা
তবুও মিথ্যা বলো না

অলীক ফানুসে ডুবিয়ে রেখ না
জানোতো ফানুস পুড়ে গেলে
কেবল ছাই থাকে আর থাকে আগুন
ছাই চাপা আগুন ।

তোমার কন্ঠনালী বেয়ে যে গড়ল
ওষ্ঠে এসে জমা হয়, আমি তা শুষে নেই
তৃষ্ণার্ত শুকিয়ে যাওয়া ঠোঁট দিয়ে ।

বুভুক্ষের মতো গলধকরন করি
সকল সাজানো কথামাল
তারপরেও মিথ্যা বলো না
নির্লজ্জের মতো ধারালো হাসি দিয়ে
বলো না ভালোবাসি ।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: পৃথিবীর আসল মজাই পাপে। তাই মিথ্যা বলতে হয়।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! মাঝে মাঝে কিছু মিথ্যা ভয়ানক হয়ে যায় !!

২| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৩

জুল ভার্ন বলেছেন: কবি মহাদেব সাহা তাঁর 'চিঠি দিও' কবিতায় প্রেমিকার কাছে আকুতি জানিয়ে বলেছিলেন-
"করুণা করেও হলে চিঠি দিও, মিথ্যা করে হলে বলো, ভালোবাসি।"


২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

রানার ব্লগ বলেছেন: মহাদেব সাহার কবিতা বেশ কিছু পড়েছি । ধন্যবাদ মন্তব্য করার জন্য !

৩| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার গঠন নিয়ে আগে বলি, যেটার প্রতি সবার আগে কবিদের সচেতন হতে হবে। আপনার গঠন সুন্দর ও সাবলীল। কোনোরূপ পশ্চাৎপদতা নেই, পুরোনো, চর্বিত শব্দের ব্যবহার নেই। যিনি এটা বোঝেন, তিনি কবি হিসাবে অনেক উৎরে গেছেন। আর কবিদের এ জিনিসটাই সবার আগে বুঝতে হবে। পুরান আমলের কবিতা লিখে হয়ত কিছু নগদ হাততালি পাবেন, কিন্তু আদতে সেগুলো কবিতা হয় না, কিংবা কবিতা থেকে অনেক দূরে। আপনি মাঝে মাঝে কবিতা লিখেছেন, সেগুলোর তুলনায় আজকের কবিতার গঠন সরস।

উপমার ব্যবহার। উপমার ব্যবহারে খেয়াল রাখতে হবে, এ উপমা আগে কেউ ব্যবহার করেছেন কিনা। প্রাণপণে সেগুলো অ্যাভয়েড করবেন। সিম্পল উদাহরণ দিই - রবীন্দ্রনাথের সেরা কবিতার মতো একটা কবিতা লিখে আজ উপস্থাপন করুন, সেটা আজকের কবিতার কাতারে দাঁড়াবে না।

অলীক ফানুসে ডুবিয়ে রেখো না - উপমা হিসাবে দারুণ। কিন্তু কী অর্থ প্রকাশ করেছেন? পাঠক কি ভেবে কিছু বের করতে পারবেন? ফানুসে কীভাবে ডুবে থাকা যায়, বা ডুবিয়ে রাখা যায়? ফানুস পুড়ে ছাই? ফানুস বলতে আমরা ইউজুয়ালি বেলুন বুঝি। পার্বত্য চট্টগ্রামেও ফানুস ওড়ানো হয়। আবার ভেবে দেখতে পারেন, ঠিক আছে কিনা উপমাটি।

পরের দুই স্তবক অসাধারণ।

বিষয়বস্তুর ব্যাপারে কিছু বললাম না। ভালোবাসা কে কীরূপে চায়, একেকজনের চাওয়া ও পাওয়ার হিসাব একেক রকম। সেই ভিন্নতা থাকবেই।

শুভেচ্ছা রইল।

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২২

রানার ব্লগ বলেছেন: ফানুস এক প্রকার লন্ঠন যা আকাশে উড়িয়ে দেয়া হয় । এটা কিন্তু কোন আনন্দ বা মজা করার জন্য উড়ায় না। প্রত্যেকটা ফানুস উড়ানোর পেছনে আলাদা কারন থাকে। এক জনের এক এক রকম ইচ্ছা থাকে যা ফানুস আকারে উড়ানো হয় । আমি অলিক ফানুস বলতে সেই অলিক বা অসম্ভব ইচ্ছার কথা বলেছি। ফানুস একটা নিদৃষ্ট উচ্চতায় গিয়ে পুড়ে যায় । বইয়ের ভাষায় ফানুস হলোঃ ফানুস (সরলীকৃত চীনা: 天灯; প্রথাগত চীনা: 天燈; ফিনিন: tiāndēng) (কংমিং লন্ঠন বা চীনা লণ্ঠন নামেও পরিচিত), হল বৌদ্ধধর্মীয় উৎসবে ব্যবহৃত এক প্রকারের আকাশ লন্ঠন যা কাগজে তৈরি একটি ছোট উষ্ণ বায়ু বেলুন, যেখানে নিচের দিকে একটি ছিদ্রে একটি ছোট অগ্নিকুণ্ড স্থাপন করা থাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কবিতা কে পুংখানুপুংখ ভাবে বিশ্লেষান করেছেন ।

৪| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: কবিতা আমার পছন্দের, আপনার লেখায় ভালোলাগা।

২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতার শব্দচয়ন ভালো হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

শায়মা বলেছেন: ভালোবাসার কবিতায় ভালোলাগা! :)

২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৮:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৭| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: মানুষ এখন স স স সত্য বলে না।

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:১৮

রানার ব্লগ বলেছেন: তা ঠিক কিন্তু মিথ্যা বেশিদিন স্থায়ী হয় না।

৮| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ !! মাঝে মাঝে কিছু মিথ্যা ভয়ানক হয়ে যায় !!

মিথ্যা আসলে দুই রকমের হয়। সাদা মিথ্যা আর কালো মিথ্যা। সাদা মিথ্যাতে কারো কোনো ক্ষতি হয় না। বরং আনন্দ পাওয়া যায়।

৩০ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১২

রানার ব্লগ বলেছেন: সাদা মিথ্যে কালো হতে মোটেও সময় নেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.