নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি এলে

০১ লা মে, ২০২৩ দুপুর ১২:০৪



মনে আছে কোন এক বর্ষার বিকেলে
ছোট্ট এক রেল স্টেশানে অপেক্ষায় আমি
অচেনা কারো প্রতিক্ষায়।

আর তুমি বর্ষার কুঁয়াশার চাদর ভেদ করে
ঝমঝমিয়ে কুউ ধ্বনীতে স্টেশানের দেয়াল এফোড় ওফোড় করে
আচমকা থেমে যাওয়া রেলের বগী থেকে টুপ করে নেমে এলে মর্তে
যেন এক ঝাঁক কোমল সাদা লিলি ফুটে উঠলো
বুড় অথর্ব নুয়ে পরা পুরনো স্টেশানের কোনায় কোনায়।

কি যেন এক মিষ্টি সুবাসে ভাসিয়ে দিলে পুর প্লাটফর্ম জুড়ে
আর আমি অবাক বিস্ময়ে চেয়ে থাকা অবধ বালক
ভুলে গেলাম সেই অচেনা আগুন্তকের কথা।
তোমার লুটিয়ে পরা আঁচল অনুসরণ করে
কখন যে প্লাটফর্ম ফেলে মেঠ পথে দাঁড়িয়ে
বুঝে ওঠার আগেই তোমায় হারাই
দিগন্তের সবুজ এলোমেলো রেখার মাঝে ।

প্রতিক্ষার বোঝা নিয়ে এসেছিলাম
বোঝা খানা ফেলে দিয়ে এখন কেবল
অপেক্ষা, শুধু তোমার আড় চোখের চাউনির।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৩ দুপুর ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা বরাবর সুন্দর হয়। এটাও সুন্দর হয়েছে রানার। তবে ভিতরে বানান ভুল আছে।

০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: জ্বী অবশ্যই বানান ভুল আছে। মোবাইল থেকে টাইপ করলে কিছু বানান লেখা আমার জন্য কঠিন। ডেক্সটপে ফিরলে ওটা ঠিক করে দেব। ধন্যবাদ পড়ার জন্য।

২| ০১ লা মে, ২০২৩ দুপুর ১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি বিয়ে করেই এতো রোমান্টিক কবিতা লেখেন। বিয়ের আগে তাহলে আরও কত রোমান্টিক কবিতা লিখতেন বোঝা যায়। এই কবিতা অবশ্য ভাবিকে নিয়ে লিখেছেন সেটা বোঝা যাচ্ছে।

০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৫৬

রানার ব্লগ বলেছেন: হা হা হা!! বিয়ে করলে কবিতা কেবল তেল নুন চালের হিসেবে জমা হয়। ধন্যবাদ!

৩| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা ভালো লাগলো।

০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।

০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৫৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর। কিছু বানান ভুল আছে, একটু দেখে ঠিক করে নিয়েন। ++++

০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৫৭

রানার ব্লগ বলেছেন: জ্বী অবশ্যই বানান ভুল আছে। মোবাইল থেকে টাইপ করলে কিছু বানান লেখা আমার জন্য কঠিন। ডেক্সটপে ফিরলে ওটা ঠিক করে দেব। ধন্যবাদ পড়ার জন্য।

৬| ০২ রা মে, ২০২৩ রাত ১২:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হয়েছে।

০২ রা মে, ২০২৩ ভোর ৫:৫৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.